আজকাল ওয়েবডেস্ক : লোকসভা ভোটের ফল প্রকাশের আগে উত্তর পূর্বের দুই রাজ্যে গেরুয়া ঝড়। লোকসভা ভোটের সঙ্গে এই দুটি রাজ্যে বিধানসভা ভোট হয়। রবিবার ভোট গণনা। অরুণাচলে ৪৩ টি আসনে এগিয়ে বিজেপি। সিকিমেও ৩৩ টির মধ্যে ৩১ টি আসনে এগিয়ে বিজেপি শিবিরের জোট। অরুণাচলে মোট আসন ৬০, ম্যাজিক ফিগার ৩১। অরুণাচলে মুখ্যমন্ত্রী ছিলেন প্রেমা খান্ডু। তিনি সহজ জয় পেয়েছেন। তিঁনিই ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত। সিকিমেও বিজেপি জোট ক্ষমতায় ফিরছে তা প্রায় নিশ্চিত।