আজকাল ওয়েবডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র ভাষায় আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি বলেন, কেজরিওয়াল যতবার নির্বাচনের প্রচার করতে যাবেন ততবার সাধারণ মানুষের মনে আবগারি দুর্নীতির ছবিটা ভেসে উঠবে। এমনকি পাঞ্জাবেও যখন তিনি ভোটের প্রচার করবেন তখনও ভোটাররা কেজরিওয়ালকে দেখতে না পেয়ে অন্যকিছু দেখবেন। সুপ্রিম কোর্টের অন্তবর্তী জামিন পেয়ে বর্তমানে কেজরিওয়াল ভোটের প্রচার করছেন। আম আদমি পার্টির প্রধানকে ফের ২ জুন ফিরতে হবে জেলে, এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। এই প্রসঙ্গে্ অমিত শাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা আপ বা কেজরিওয়ালের জয় নয়। আপের দাবি কেজরিওয়ালের গ্রেপ্তারি বেআইনি ছিল কিন্তু অ্যাপেক্স কোর্ট তা খারিজ করে দিয়েছে। এরপর অ্যাপেক্স কোর্টে জামিন খারিজ হয় কেজরিওয়ালের। এরপর শীর্ষ আদালত কেজরিওয়ালকে নির্বাচনের প্রচারের জন্য অন্তবর্তী জামিন দিয়েছেন। কিন্তু জেল থেকে বাঁচতে পারবেন না কেজরি। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে তিনি অন্তবর্তী জামিনে রয়েছেন। ইতিমধ্যেই লোকসভার চারটি দফায় ভোট মিটে গিয়েছে। ২৫ মে দিল্লির সাতটি আসনে ভোট হবে। কেজরিওয়ালকে তার আগেই জেলে ফিরতে হবে।