'ব্যান্ডিট কুইন'-এর পর জীবনটাই বদলে গিয়েছিল, রাতারাতি বিখ্যাত হওয়ার পরেও কাটাতে হয়েছে চরম অভাবে, কেন? কেমন ছিল সেই লড়াইয়ের দিন? বাংলা ছবিতে কেন খুব বেশি পাওয়া যায়নি অভিনেত্রীকে ? এমন কোন চরিত্র যা এখনও করা হয়নি? 'রক্তবীজ-২' মুক্তির আগে আজকাল ডট ইন-এ সব প্রশ্নের উত্তর দিলেন সীমা বিশ্বাস