আজকাল ওয়েবডেস্ক : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবনে এলেন আন্দোলনরত এসএলএসটি উত্তীর্ণ নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ৭জন প্রতিনিধি। চাকরির দাবিতে দীর্ঘ হাজার দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত তারা। শনিবার ধর্নামঞ্চে এক মহিলা আন্দোলনকারী নিজের চুল কামিয়ে সরকারের বিরুদ্ধে সরব হন। এরপরেই চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক করাতে উদ্যোগী হন রাজ্য তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। চাকরিপ্রার্থীদের হয়ে বৈঠকে থাকবেন কুনাল ঘোষ। বৈঠকে ঢোকার আগে প্রতিক্রিয়া কুনালের।
