"বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে"...আগুনে পুড়লে তবেই বোধহয় সূর্যের মতো উজ্জ্বল হওয়া যায়... এই কথাটাই আরও একবার সত্যি প্রমাণ করেছেন বাংলার বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটার দলের সদস্য সালকিয়ার রমেশ যাদব।