পঞ্চাশদিনের ইনসাফ যাত্রার পর ইনসাফের লড়াইয়ে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলো সিপিএমের যুব সংঘঠন ডিওয়াইএফআই। ব্রিগেডের ময়দান ভরিয়ে ফেলার চ্যালেঞ্জ ছিল যুবনেত্রী মীনাক্ষী মুখার্জীর সামনে। কার্যত সফল হলেন তিনি ।জায়গা না পেয়ে মঞ্চের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন হাজার হাজার মানুষ। বাম নেতা নেত্রীরা মঞ্চ থেকে স্পষ্টত একই সুতোতে বাঁধলেন বিজেপি এবং তৃণমূলকে। মঞ্চের নিচে সমাবেশের প্রথম থেকে হাজির ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্রর মতো বরিষ্ঠ বাম নেতৃত্ব। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বাম যুব সংঘটনের এই প্রচেষ্টা কতটা সফল হলো তা ভোটের ফল প্রকাশের দিনই বোঝা যাবে।