পুজোর আমেজ কাটেনি। দর্শকমনে রেশ কাটেনি ‘রক্তবীজ’-এরও। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি প্রতিদিন হাউজফুল। ছবির অভিনেতাদের মন তাই খুশি খুশি। সারা পুজো ছবির প্রচারে ব্যস্ত থাকতে হয়েছে। এবার স্বস্তির শ্বাস ফেলে তাঁরা অবসর বিনোদনের মেজাজে। সেই জায়গা থেকেই হঠাৎ ঠিক, ডেটে যাবেন অম্বরীশ ভট্টাচার্য। ছবিতে তিনি সাংবাদিক। এবার তিনি নিজের মতো করে ছুটি কাটাতে চান। সঙ্গিনী বাছাও হয়ে গিয়েছে তাঁর। কাকে নিয়ে যেতে চান? লাজুক গলায় জানিয়েছেন মিমি চক্রবর্তীকে পছন্দ তাঁর। পর্দার ‘সংযুক্তা মিত্র’কে তাঁর মনে ধরেছে।
তার পরেই উদাসী গলায় জানিয়েছেন, তিনি মিমিকে বেছেছেন। মিমি কি আদৌ তাঁর সঙ্গে যেতে ইচ্ছুক?
প্রশ্ন শুনেই একটু থমকেছেন ছবির নায়িকা। একটু ভেবেছেন। তারপর হাসতে হাসতে বলেছেন, ‘‘ডেটে যাওয়ার ডেটই নেই আমার!’’ অম্বরীশ তখনও আশাবাদী। জানিয়েছেন, তাঁর চোখে সাংসদ-নায়িকা ছাড়া উপযুক্ত সঙ্গিনী আর কেউ নেই। কারণ, তাঁর চোখে মিমি সবচেয়ে ঝাঁঝালো, ঝালঝাল। এমন নায়িকার সঙ্গেই তো ডেট জমে!
অম্বরীশের মতো বাকিরাও এ বিষয়ে আগ্রহী। দেবলীনা কুমারের যেমন ভিক্টর বন্দ্যোপাধ্যায় পছন্দ। এই ছবি দিয়ে অনেক বছর পরে তিনি আবার বড়পর্দায় ফিরেছেন। একই ভাবে ১৪ বছর পরে ইউন্ডোজ প্রযোজনা সংস্থার ছবিতে ফিরেছেন কাঞ্চন মল্লিক। তাই তিনি বেছে নিয়েছেন পরিচালক শিবপ্রসাদকে। যুক্তি, ‘‘এত বছর পরে আবার কাজ করলাম। অনেক কথা জমে। কফি খেতে খেতে সেগুলো বলতে হবে।’’
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
তার পরেই উদাসী গলায় জানিয়েছেন, তিনি মিমিকে বেছেছেন। মিমি কি আদৌ তাঁর সঙ্গে যেতে ইচ্ছুক?
প্রশ্ন শুনেই একটু থমকেছেন ছবির নায়িকা। একটু ভেবেছেন। তারপর হাসতে হাসতে বলেছেন, ‘‘ডেটে যাওয়ার ডেটই নেই আমার!’’ অম্বরীশ তখনও আশাবাদী। জানিয়েছেন, তাঁর চোখে সাংসদ-নায়িকা ছাড়া উপযুক্ত সঙ্গিনী আর কেউ নেই। কারণ, তাঁর চোখে মিমি সবচেয়ে ঝাঁঝালো, ঝালঝাল। এমন নায়িকার সঙ্গেই তো ডেট জমে!
অম্বরীশের মতো বাকিরাও এ বিষয়ে আগ্রহী। দেবলীনা কুমারের যেমন ভিক্টর বন্দ্যোপাধ্যায় পছন্দ। এই ছবি দিয়ে অনেক বছর পরে তিনি আবার বড়পর্দায় ফিরেছেন। একই ভাবে ১৪ বছর পরে ইউন্ডোজ প্রযোজনা সংস্থার ছবিতে ফিরেছেন কাঞ্চন মল্লিক। তাই তিনি বেছে নিয়েছেন পরিচালক শিবপ্রসাদকে। যুক্তি, ‘‘এত বছর পরে আবার কাজ করলাম। অনেক কথা জমে। কফি খেতে খেতে সেগুলো বলতে হবে।’’
View this post on Instagram
