আজকাল ওয়েবডেস্ক : দূষণে এবার কড়া পদক্ষেপ দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্ট জানিয়েছে দিল্লি সহ আরও চারটি রাজ্যকে তাদের দূষণ নিয়ে একটি রিপোর্ট দিতে হবে। এই তালিকায় দিল্লি ছাড়া রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। এই সবকটি রাজ্যেই দূষণ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ৭ নভেম্বর। আদালত জানিয়েছে বায়ুদূষণ একটি গভীর বিষয়। ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর গভীরল প্রভাব পড়বে। দিল্লির কথা বিশেষভাবে উল্লেখ করে আদালত জানিয়েছে দিল্লিতে বায়ুদূষণের পরিমান এতটাই বেশি যে সেখানে বাসিন্দাদের বাড়ির বাইরে বের হওয়াও একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। সামনেই শীতের মরশুম। তখন পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেই মনে করছে শীর্ষ আদালত। শস্য জ্বালানি দিল্লির দূষণের একটি অন্যতম কারণ। পাঞ্জাবের উদাহরণ তুলে ধরে আদালত জানিয়েছে, নাসার স্যাটেলাইট থেকেও পাঞ্জাবের দূষণের চিত্র ধরা পড়েছে। ছুটির দিনে এই দূষণের মাত্রা কম হলেও অন্য কাজের দিনে তা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। প্রতিটি রাজ্যকে তাদের দূষণের মাত্রা সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে জমা দিতে হবে। পাশাপাশি কিভাবে এর থেকে পরিত্রান মিলবে তারও উল্লেখ থাকতে হবে রিপোর্টে। দিল্লির বায়ুদূষণের মাত্রা বিগত দুই বছরের মধ্যে সবথেকে বেশি খারাপ হয়েছে। এরফলে বৃষ্টিপাতেও প্রভাব পড়ছে। দিল্লির সরকার বায়ুদূষণ রোধে ১৫ দফার একটি পরিকল্পনা নিয়েছে। তবে তা করেও দিল্লির দূষণকে ঠেকানো যাচ্ছে না।
