বলিউডকে হার মানাচ্ছে টালিউডের বিয়ে! ৬ মার্চ রিসেপশন। আজ কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের বিয়ে! শুক্রবার দুই পরিবার আইবুড়ো ভাত খাওয়ায় তাঁদের। সেই ছবি প্রথম প্রকাশিত আজকাল ডট ইনে। তখনই শ্রীময়ীকে প্রশ্ন করা হয়েছিল, এত তাড়াতাড়ি এই অনুষ্ঠান কেন? উত্তর এড়িয়ে যান তিনি। শনিবার সকালে প্রকাশ, আজই তাঁদের বিয়ে। ৬ মার্চ রিসেপশন। ওই দিন আংটিবদল করবেন তাঁরা।
নিয়ম মেনে সকালে দধিমঙ্গল, নাহ্নিমুখ সারা। হলুদ পাঞ্জাবিতে কাঞ্চন ফুরফুরে মেজাজে। শ্রীময়ী সুন্দরী লাল পাড় সাদা শাড়িতে। সঙ্গে সোনার গয়না। মাথায় মুকুট। এভাবেই তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান শুরু। শেষ খবর অনুযায়ী, শ্রীময়ী বিয়ের বিশেষ সাজের জন্য পার্লারে পৌঁছে গিয়েছেন। এদিন তিনি লাল বেনারসিতে সাজবেন। কাঞ্চন পরবেন ডিজাইনার সাদা পাঞ্জাবি-লাল ধুতি। ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। আজকাল ডট ইনকে অভিনেত্রী বলেছেন, ‘‘প্রেমদিবসের দিন গোলাপ হাতে হাঁটু মুড়ে বসে কাঞ্চন বলেছে, আমায় বিয়ে করবে? আমি হতবাক। ওই দিনই আমরা বাড়িতে আইনি বিয়ে সারি।’’
মেনু জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল কাঞ্চনের সঙ্গে। তাঁর কথায়, ‘‘একদম বাঙালি মতে খাওয়াদাওয়া হবে। আমরা কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, পোলাও, কষা মাংস কব্জি ডুবিয়ে খেতে ভালাঁদের গায়েহলুদ অনুষ্ঠান শুরু।
নিয়ম মেনে সকালে দধিমঙ্গল, নাহ্নিমুখ সারা। হলুদ পাঞ্জাবিতে কাঞ্চন ফুরফুরে মেজাজে। শ্রীময়ী সুন্দরী লাল পাড় সাদা শাড়িতে। সঙ্গে সোনার গয়না। মাথায় মুকুট। এভাবেই তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান শুরু। শেষ খবর অনুযায়ী, শ্রীময়ী বিয়ের বিশেষ সাজের জন্য পার্লারে পৌঁছে গিয়েছেন। এদিন তিনি লাল বেনারসিতে সাজবেন। কাঞ্চন পরবেন ডিজাইনার সাদা পাঞ্জাবি-লাল ধুতি। ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। আজকাল ডট ইনকে অভিনেত্রী বলেছেন, ‘‘প্রেমদিবসের দিন গোলাপ হাতে হাঁটু মুড়ে বসে কাঞ্চন বলেছে, আমায় বিয়ে করবে? আমি হতবাক। ওই দিনই আমরা বাড়িতে আইনি বিয়ে সারি।’’
মেনু জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল কাঞ্চনের সঙ্গে। তাঁর কথায়, ‘‘একদম বাঙালি মতে খাওয়াদাওয়া হবে। আমরা কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, পোলাও, কষা মাংস কব্জি ডুবিয়ে খেতে ভালাঁদের গায়েহলুদ অনুষ্ঠান শুরু।
