প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আজ ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মেরে উল্টে যায় তেলের ট্যাঙ্কারটি। তাতে জ্বালানি থাকায়, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। গাড়িতেই আটকে পড়েন চালক। তেলের ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি দোকানেও। যদিও আশেপাশের বাড়িতে প্রভাব পড়েনি।
দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলের ১০টি ইঞ্জিন, বিপর্যয় মোকাবিলা বাহিনী। কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও, যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি।
