আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী মঙ্গলবার অবধি বঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টি। সোমবার পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল থেকে বুধবার অবধি চলবে বৃষ্টি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.‌৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে রবিবার অবধি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।