আজকাল ওয়েবডেস্ক: প্রায় তিন বছর আগে না ফেরার দেশে চলে গেছেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। আর্জেন্টাইন লেজেন্ডের জন্মদিন আজ। ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের লানুস শহরে জন্মগ্রহণ করেন তিফুটবল বিশ্বে তিনি পরিচিত সাক্ষাৎ ঈশ্বর হিসেবে। তাঁর একক দক্ষতায় ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ১৯৯০ বিশ্বকাপেও তিনি দলকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু কাপ জেতাতে পারেননি। ২০ বছরের আন্তর্জাতিক ও ক্লাব কেরিয়ারে আর্জেন্টাইন এই মহাতারকা মোট গোল করেছেন ৩৪৬টি।
মাত্র দু’দশকের পেশাদার কেরিয়ারে মারাদোনা খেলেছেন ছ’টি ক্লাবে। আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলিসহ নানা ক্লাবে খেলেছেন তিনি। ফুটবল বিশ্বের অনন্য এই জাদুকরের মৃত্যু ২০২০ সালের ২৫ নভেম্বর। তাঁর মৃত্যুর পরেই নাপোলি শিরোপা জিতেছে, আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। মারাদোনা তার জীবদ্দশায় সেই দৃশ্য দেখতে পারেননি। জন্মদিনে এটাই হয়ত আর্জেন্টিনার ভক্তদের সবচেয়ে বড় আক্ষেপ।নি ।
মাত্র দু’দশকের পেশাদার কেরিয়ারে মারাদোনা খেলেছেন ছ’টি ক্লাবে। আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলিসহ নানা ক্লাবে খেলেছেন তিনি। ফুটবল বিশ্বের অনন্য এই জাদুকরের মৃত্যু ২০২০ সালের ২৫ নভেম্বর। তাঁর মৃত্যুর পরেই নাপোলি শিরোপা জিতেছে, আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। মারাদোনা তার জীবদ্দশায় সেই দৃশ্য দেখতে পারেননি। জন্মদিনে এটাই হয়ত আর্জেন্টিনার ভক্তদের সবচেয়ে বড় আক্ষেপ।নি ।
