আজকাল ওয়েবডেস্ক : বর্ষার শেষে গঙ্গা নদীতে জলস্তর কমার সঙ্গেই মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকাতে গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে। সম্প্রতি উত্তর চাচন্ড গ্রামে কয়েক ঘন্টার মধ্যে প্রায় কুড়িটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শনিবার রাত থেকে নতুন করে ভাঙন শুরু হয়েছে সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিকদারপুর এলাকায়। শনিবার রাত থেকে শুরু হওয়া গঙ্গা নদীর ভাঙনে প্রায় ৪০ মিটার অংশ নদী গর্ভে। স্থানীয় সূত্রে খবর, যে এলাকায় ভাঙন শুরু হয়েছে সেখানে কোনও বাড়িঘর না থাকার ফলে কোনও বসতবাড়ির ক্ষতি হয়নি। তবে চাষযোগ্য জমি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় ফলে সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে।প্রসঙ্গত,প্রায় দু'বছর ধরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের ধানঘড়া, শিবপুর, চাচন্ড, প্রতাপগঞ্জ প্রভৃতি এলাকাতে গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই ভাঙন প্রতিরোধের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। সেই টাকা দিয়ে সামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকাতে বালির বস্তা ফেলে নদী ভাঙন রোধের কাজ শুরু হয়েছে।গ্রামবাসীদের অভিযোগ, নদীর তীরবর্তী প্রায় ৩০-৪০ মিটার এলাকা বসে গেছে। তবে প্রশাসনের কোনও আধিকারিক এখনও পর্যন্ত গ্রামে আসেনি।ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে এই আশঙ্কা করে ওই গ্রামে নদীর তীরে বসবাসকারী বেশ কয়েকটি পরিবার ইতিমধ্যে তাদের বাড়িঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অন্যত্র সরে যেতে শুরু করেছেন।