আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। রবিবার রাত সওয়া ১১টা নাগাদ দক্ষিণ শহরতলির মুকুন্দপুকুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। 

পিডিএস নেত্রী তথা সমীর পুততুণ্ডর স্ত্রী অনুরাধা পুততুণ্ড জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজ, সোমবার প্রয়াত এি বাম নেতার দেহ দক্ষিণ ২৪ পরগনায় তাঁর আদি বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানানো হবে।

বামপন্থী আদর্শে বিশ্বাসী সমীর পুততুণ্ড  ছিলেন সিপিএমের দক্ষ সংগঠক। দক্ষিণ ২৪ পরগনায় সিপিএমের জেলা সম্পাদকও ছিলেন তিনি। কিন্তু দলীয় নেতৃত্বের সঙ্গে আদর্শগত মতবিরোধের জেরে ২০০১ সালে বিধানসভা ভোটের আগে সিপিআইএম থেকে ইস্তফা দেন তিনি। সিপিএম ছেড়ে বেরিয়ে সইফুদ্দিন চৌধুরীর সঙ্গে গড়ে তোলেন নতুন দল পিডিএস (পার্টি অফ ডেমোক্র্যাটিক সোশ্যালিজ়ম)।

২০০১ সালের বিদানসভা ভোটে যাদবপুর বিধানসভা কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে পিডিএস প্রার্থী হয়েছিলেন সমীর পুততুণ্ডু।  তবে পরাজিত হন। পরবর্তীতে সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনপর্বে মমতা ব্যানার্জির আন্দোলনকে সমর্থন করে পাশে ছিলেন তিনি।

বর্ষীয়ান বামপন্থী নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্স হ্যান্ডলে তিনি একটি পোস্টে লিখেছেন, 'একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।'