সংবাদসংস্থা মুম্বই: অমিতাভ বচ্চনের পারিবারিক কাহিনি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা হতেই থাকে। মুম্বইয়ের বচ্চন পরিবারের বিভিন্ন ঘটনা নিয়ে কৌতূহল জাগে দর্শক মনে।
2
6
কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে, অমিতাভ বচ্চন নাকি ইতিমধ্যেই তাঁর দুই সন্তানের মধ্যে সম্পত্তি বন্টনের কাজ শুরু করেছেন।
3
6
এমনকী শ্বেতাকে ৫০ কোটি টাকার সম্পত্তি উপহার দেওয়ার কথা সামনে এসেছে, যার দলিলে অমিতাভের স্বাক্ষরও ছিল। যা বিপুল বিতর্ক সৃষ্টি করেছিল যে, শুধু মেয়েকেই কেন সম্পত্তির ভাগ দিচ্ছেন 'বিগ-বি'?
4
6
এর উত্তর যদিও তিনিই দিয়েছিলেন। ২০১১ সালেই অমিতাভ বচ্চন তাঁর উইল নিয়ে সমস্ত সিদ্ধান্ত সামনে এনেছিলেন। বলেছিলেন, “আমি যখন প্রয়াত হব, আমি সারা জীবনে যা অর্জন করেছি, আমার দুই সন্তানের মধ্যে তা সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।
5
6
তিনি আরও বলেন, "এ নিয়ে কোনও বিভেদ করা হবে না। আমি আর জয়া এই বিষয় অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। সকলেই বলেন, মেয়ে অন্যের সম্পত্তি, স্বামীর বাড়িতে চলে যায়, তবে ও আমার মেয়ে। তাই আমি ওকে আর অভিষেককে সমান চোখেই দেখব।”
6
6
অমিতাভের এই কথা থেকেই স্পষ্ট, পরিবার কেন্দ্রিক মানুষ তিনি। তাই তিনি দুই ছেলে-মেয়েকেই সমান চোখে দেখেন। তাই কাউকে বঞ্চিত করে, কাউকে খুশি করতে চান না।