আজকাল ওয়েবডেস্ক: বেলগাছিয়ার মিল্ক কলোনীতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মিল্ক কলোনীর সেন্ট্রাল ডেয়ারির পরিত্যক্ত গোডাউনে এই আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ভেতরে প্লাস্টিকের মতো দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। আগুন নেভাতে কাজে লাগানো হয়েছে দমকলের ১২টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে।
দমকল সূত্রে জানা যায়, ডেয়ারির প্রশাসনিক ভবনে এই আগুন লাগে। কালো ধোঁয়া আস্তে আস্তে গ্রাস করতে থাকে ভবন। দ্রুত কর্মীরা প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে যান। খবর যায় দমকলে। শেষপর্যন্ত প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলমন্ত্রী জানান, বড় আগুন থাকলেও কর্মীরা তা নিভিয়ে দিয়েছেন। প্রাথমিকভাবে দমকলের মনে হয়েছে শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে। এখনও দমকলের তরফে পরীক্ষা করে দেখা হচ্ছে আগুন এখনও কোথাও জ্বলছে কি না বা আগুন আবার লাগতে পারে কি না।
দমকল সূত্রে জানা যায়, ডেয়ারির প্রশাসনিক ভবনে এই আগুন লাগে। কালো ধোঁয়া আস্তে আস্তে গ্রাস করতে থাকে ভবন। দ্রুত কর্মীরা প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে যান। খবর যায় দমকলে। শেষপর্যন্ত প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলমন্ত্রী জানান, বড় আগুন থাকলেও কর্মীরা তা নিভিয়ে দিয়েছেন। প্রাথমিকভাবে দমকলের মনে হয়েছে শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে। এখনও দমকলের তরফে পরীক্ষা করে দেখা হচ্ছে আগুন এখনও কোথাও জ্বলছে কি না বা আগুন আবার লাগতে পারে কি না।
