ভয়ানক শব্দে কেঁপে ওঠে কারখানার আশপাশের এলাকাও, বহু দূর থেকে আগুনের গোলা এবং ধোঁয়া দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের হরদার বাজি কারখানায় জোরালো বিস্ফোরণের পর এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আকাশপথে ঘটনাস্থল পরিদর্শন করেন মধ্যপ্রদেশের মন্ত্রী উদয় প্রতাপ সিং।