আজকাল ওয়েবডেস্ক:‌ বোলপুরে মারধর করা হল অনুব্রতর ভাই সুমিত মণ্ডলকে। সম্পর্কে তিনি অনুব্রতর তুতো ভাই। পেশায় স্কুল শিক্ষক। জানা গেছে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি সংলগ্ন বোলপুরের বাড়িপুকুরের কাছে বিসর্জন ছিল। অভিযোগ, সেই সময় সুমিতকে মারধর করে এলাকার দুই যুবক। রক্তারক্তি কাণ্ড হয়। সেই অবস্থাতেই বোলপুর থানায় লিখিত অভিযোগ জানান সুমিত। তাঁর দাবি, থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও তাঁকে হাসপাতালে নিয়ে যায়নি পুলিশ৷ তাঁর আরও দাবি, অনুব্রতর ভাই বলেই তাঁকে মারধর করা হয়েছে। সুমিতের অভিযোগ, কামরুল আলি এবং আকাশ কুণ্ডু নামের দুই যুবক তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে।