আজকাল ওয়েবডেস্ক: টানা ২১ ঘণ্টা তল্লাশি, জিজ্ঞাসাবাদের পর রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গ্রেপ্তারির পর তাঁকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে জোকার ইএসআই হাসপাতালে। সেখানে স্বাস্থ্যপরীক্ষা হবে। সিজিও কমপ্লেক্স থেকে জ্যোতিপ্রিয়কে নিয়ে জোকার উদ্দেশে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা। স্বাস্থ্যপরীক্ষার পর শুক্রবারই জ্যোতিপ্রিয়কে তোলা হবে আদালতে। এদিকে, গ্রেপ্তারির পর ইডি কমপ্লেক্সে ঢোকার আগে জ্যোতিপ্রিয় জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁর দাবি, ‘বিজেপি ও শুভেন্দু অধিকারী এই ষড়যন্ত্রে জড়িত।’ যদিও ইডি সূত্রে খবর, বনমন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে। প্রসঙ্গত, রেশন বণ্টন মামলায় এই প্রথম কোনও মন্ত্রী গ্রেপ্তার হলেন।
