অনন্যা আউট, তানিয়া ইন! 

পরিচালক মীরা নায়ার অবশেষে হাত দিয়েছেন বহু প্রতীক্ষিত বায়োপিক প্রকল্প নিয়ে, কিংবদন্তি চিত্রশিল্পী অমৃতা শেরগিলের জীবননির্ভর ছবি। আপাতত যার নাম ‘অমৃ’। যদিও এখনও সরকারি ঘোষণা আসেনি, কিন্তু সূত্রের দাবি, ছবিতে অমৃতার ভূমিকায় দেখা যাবে মীরার অন্যতম প্রিয় অভিনেত্রী তানিয়া মানিকতলাকে, যিনি নায়ারের ২০২০ সালের বিবিসি সিরিজ 'আ স্যুটেবল বয়'-এ মনকাড়া অভিনয়ে নজর কেড়েছিলেন।

 

 

আগে শোনা গিয়েছিল, এই চরিত্রে অভিনয় করতে পারেন অনন্যা পাণ্ডে। তবে খবর, মীরা শেষমেশ আবারও তানিয়ার সঙ্গেই কাজ করতে চলেছেন এই উচ্চাভিলাষী প্রকল্পে। জানা গিয়েছে, এটি এক পিরিয়ড ড্রামা, যার কাহিনি ছড়িয়ে থাকবে ভারত, হাঙ্গেরি ও ফ্রান্সজুড়ে— তুলে ধরবে এমন এক শিল্পীর জীবন ও শিল্পের গল্প, যিনি বিশ শতকের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ আধুনিকতাবাদী চিত্রকর হিসেবে ইউরোপীয় ও ভারতীয় নন্দনতত্ত্বকে এক সেতুবন্ধনে বেঁধেছিলেন। এ ছবি ঘুরিয়ে দেখাবে অমৃতার শিল্পযাত্রার পাশাপাশি তাঁর জীবনের নানা সম্পর্ক - পিতা উমরাও সিং শেরগিল মজিথিয়া, স্বামী ভিক্টর এগান, বাগদত্ত ইউসুফ আলি খান, এবং ঘনিষ্ঠ বন্ধু জওহরলাল নেহরুর সঙ্গে তাঁর জটিল আবেগময় সম্পর্কের গল্পও উঠে আসবে পর্দায়।


কিয়ারা-সিদ্ধার্থ কথা 

দীপাবলির আলোয় ঝলমল করলেন কিয়ারা আডবাণী। কন্যাসন্তান জন্মের পর এটাই তাঁর প্রথম প্রকাশ্য উপস্থিতি, আর তা দেখেই উচ্ছ্বসিত হয়ে উঠল ভক্তমহল। স্বামী ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এক হৃদয়ছোঁয়া ভিডিও শেয়ার করলেন নতুন মা কিয়ারা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

সোমবার ইনস্টাগ্রামে দু’জনে নিজেদের একটি ভিডিও একসঙ্গে পোস্ট করেছেন।  ভিডিওর শুরুতেই দেখা যায়, দু’জনে একে অপরকে আলতো জড়িয়ে উষ্ণ হাসিতে ভরিয়ে দিচ্ছেন পর্দা। দু’জনেই পরেছেন হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক।  কিয়ারার গায়ে লম্বা, ঢেউ খেলানো অনারকলি স্যুট, আর সিদ্ধার্থের পরনে মিলিয়ে নেওয়া কুর্তা ও সাদা পায়জামা। ভিডিও জুড়ে প্রেমভরা দৃষ্টি, হাসির ঝিলিক আর চোখে পড়ার মতো এক আনন্দের আভা। শেষে দু’জনের ক্লোজ-আপ সেলফি— পেছনে বাজছে ‘হ্যাপি দিওয়ালি’ গানের সুর। যেন পর্দা জুড়ে প্রেম, আলো আর জীবনের নতুন অধ্যায়ের উষ্ণতা।


নওয়াজের ‘ইম্পসিবল’ চমক!

দীপাবলির বড় রিলিজ ‘থামা’ নিয়ে ব্যস্ত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি, কিন্তু তার মধ্যেই সামনে এল আরও এক দারুণ খবর। শোনা যাচ্ছে, নওয়াজ এবার একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন ফরার’ নামের একটি হাইস্ট-থ্রিলারে। ছবিতে তিনি অভিনয় করবেন এক পদার্থবিদ্যার প্রফেসরের ভূমিকায়। এক এমন চরিত্র, যা আগে দর্শকরা তাঁর কাছ থেকে কখনও দেখেননি। আরও চমক, ছবিতে খলনায়কের চরিত্রে থাকছেন হলিউড অভিনেতা ইলিয়া ভোলক। যিনি এর টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’, ‘জি.আই.জো’, ‘ইন্ডিয়ানা জোনস’–এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। অর্থাৎ বলিউড ও হলিউডের সংঘাতে তৈরি হচ্ছে এক আন্তর্জাতিক স্তরের টানটান থ্রিলার। অভিনেত্রী নিমিশা সাজয়নও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দিচ্ছেন।

 

 

সঙ্গীত দিক থেকেও ছবিটি হতে চলেছে যারপরনাই আকর্ষণীয়।  সাড়া জাগানো ওয়েব দিরিজ 'মানি হেইস্ট'-এর জনপ্রিয় স্প্যানিশ কম্পোজার ইভান লাকামারা যুক্ত হচ্ছেন 'ফরার'-এর ব্যাকগ্রাউন্ড স্কোর প্রযোজনার দলে। ছবিটি পরিচালনা করছেন কুশাগ্র শর্মা, যিনি জানিয়েছেন— “ইলিয়া ভোলককে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে কাস্ট করার সিদ্ধান্তটা নিছকই অভিনবত্বের জন্য নয়। আমরা চেয়েছিলাম এমন এক ভিলেন, যার গভীরতা, স্তর আর শক্তি দর্শককে চমকে দেবে। এখন সিনেমা ক্রমেই গ্লোবাল হয়ে উঠছে, তাই এমন দুই অভিনেতাকে একত্রে আনতে চেয়েছি, যাঁরা দুজনেই তীব্রতা আর সত্যতার প্রতীক।”