আজকাল ওয়েবডেস্ক: দেখলে তাজ্জব হওয়ার জোগাড়। হটাৎ মনে হবে সিনেমার দৃশ্য দেখছেন। গ্রাটার নয়ডার রাস্তায় গাড়ি নিয়ে এক ব্যক্তির স্টান্ট রাস্তায় উপস্থিত সকলকে ভয় ধরিয়ে দিয়েছে। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি মারুতি সুজুকি ব্যালেনো গাড়ি দ্রুত আচমকা গতি তুলছে, তারপরই নিমেষে তা ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে! কখনও অতি জোরে চলার মাঝেই একদম আস্তে হয়ে গিয়ে পার্কিংয়ে দাঁড়াচ্ছে! এই ভিডিও অবশ্য ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে। করা হয়েছে পদক্ষেপ।
ভাইরাল ভিডিও-তে মাত্র দু'টি স্টান্ট দেখানো হয়েছে। যেগুলি অত্যন্ত বিপজ্জনক। ভিডিও-তে দেখা যাচ্ছে একটি মারুতি সুজুকি ব্যালেনো গাড়ি দ্রুত আচমকা গতি তুলছে, তারপরই নিমেষে তা ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে! কখনও অতি জোরে চলার মাঝেই একদম আস্তে হয়ে গিয়ে পার্কিংয়ে দাঁড়াচ্ছে!
A guy performed stunts with his car on
— Greater Noida West (@GreaterNoidaW)
the streets of Greater Noida. ????????
Noida Traffic Police took action and imposed a fine of ₹57,500.
Good Job, @Noidatraffic ???????? pic.twitter.com/Qn1nmGpmJjTweet by @GreaterNoidaW
যদিও ভিডিও-টির শেষের দিকের ঘটনা অপ্রত্যাশিত মোড় নেয়। ভিডিওর শেষ অংশে নয়ডা ট্রাফিক পুলিশের জারি করা একটি চালানের ছবি দেখানো হয়েছে। যেখানে ৫৭,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা বেপরোয়া এবং বিপজ্জনক গাড়ি চালানোর জন্য করা হয়েছিল।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা হয়েছে, ক্যাপশনে বলা হয়েছে, "গ্রেটার নয়ডার রাস্তায় একটি ছেলে গাড়ির স্টান্ট করেছে। নয়ডা ট্র্যাফিক পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং ৫৭,৫০০ টাকা জরিমানা করেছে। ভালো কাজ, নয়ডা ট্র্যাফিক পুলিশ।"
নয়ডা ট্র্যাফিক পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। লিখেছে, "উক্ত অভিযোগের বিষয়টি, ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে নিয়ম অনুসারে একটি ই-চালান (৫৭,৫০০/- টাকা জরিমানা) জারি করার ব্যবস্থা নেওয়া হয়েছে।"
সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া
ভিডিওটি তখন থেকেই ভাইরাল হয়ে গিয়েছে, দায়িত্বশীল গাড়ি চালানো এবং গাড়ির পিছনে বেপরোয়া আচরণের পরিণতি সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। একজন ব্যবহারকারী এটিকে "একটি ঝুঁকিবহুল স্টান্ট" বলে অভিহিত করেছেন।
আরেকজন ব্যবহারকারী লিখেছেন, "এটা তাদের নিত্যদিনের ব্যাপার। আমি প্রতিদিন আলফা ২ বাজারে এই ধরণের চালকদের দেখি। গ্রেটার নয়ডায় ট্রাফিক নিয়মকে কীভাবে রসিকতার মতো ব্যবহার করা হয় তা দেখে আমি সত্যিই অবাক। আমার মনে হয় সমগ্র উত্তরপ্রদেশেও একই সমস্যা। আমি বেঙ্গালুরুতে থাকতাম, এবং সেখানে কখনও এত বেপরোয়াভাবে গাড়ি চালাতে দেখিনি।"
"কোন জরিমানা নেই, আপনার গাড়িটি আটক করা উচিত এবং লাঠি দিয়ে মারধর করা উচিত এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা উচিত, তবেই তারা শিক্ষা পাবে," তৃতীয় একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন।
