
বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে ১০ অক্টোবর শুক্রবার, অসলো সময় সকাল ১১ টায় (ভারতীয় সময় দুপুর আড়াইটে)। পুরস্কারের সম্ভাব্য দাবিদারদের নিয়ে জল্পনা তীব্র হয়েছে। সর্বাধিক সোচ্চার এবং আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার দাবি করে আসছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা যুদ্ধ থামিয়েছেন, তাই এই পুরস্কারের তিনি অন্যতম দাবিদার।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে ট্রাম্পের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘দ্য পিস প্রেসিডেন্ট’, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট! নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগেই এই পোস্টকে ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। বুধবার ট্রাম্প নিজেও তাঁর পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন। গাজায় যুদ্ধ বন্ধ করে সকল পণবন্দিকে মুক্তি দেওয়ার জন্য ইজরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তির পর হোয়াইট হাউস ট্রাম্পকে এই পুরস্কারে অন্যতম দাবিদার বলে মনে করছে। এক্স-এ পোস্টের মাধ্যমে হোয়াইট হাউস সময়ের সদ্ব্যবহার করেছে। কারণ, ট্রাম্পের গাজা চুক্তি ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঠিক একদিন আগেই সম্পন্ন হয়েছে।
বুধবার ট্রাম্প আরও এক বার দাবি করেন, তিনি বিশ্বে সাতটি যুদ্ধ থামিয়েছেন। তালিকায় রয়েছে ভারত-পাক সংঘাতও। আরও একটি যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও তিনি সামাল দিয়ে দেবেন। নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমার কোনও ধারণা নেই (পুরস্কার পাবেন কি না, তা নিয়ে)।” তিনি আরও বলেন, “হয়তো ওরা (নোবেল কমিটি) আমাকে এটা না-দেওয়ার একটা কারণ খুঁজে নেবে।” তার পরই মার্কিন প্রেসিডেন্ট জানান, কী ভাবে তাঁরা সাত যুদ্ধ থামিয়েছেন, তা ব্যাখ্যা করবেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। এই প্রসঙ্গেই আত্মপ্রশংসার সুরে ট্রাম্পের সংযোজন, “আমার মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছে।”
THE PEACE PRESIDENT. pic.twitter.com/bq3nMvuiSd
— The White House (@WhiteHouse) October 9, 2025
তবে, তাঁর অবিরাম প্রচার এবং হাইপ্রোফাইল সমর্থন সত্ত্বেও, বিশেষজ্ঞরা একমত যে ট্রাম্পকে নোবেল কমিটির পছন্দ হওয়ার সম্ভাবনা কম, অন্তত এই বছর নয়। নরওয়েজিয়ান নোবেল কমিটি নিশ্চিত করেছে যে ২০২৫ সালের শান্তি পুরষ্কারের জন্য ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছে। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা। ঐতিহ্য অনুসারে, মনোনীতদের নাম ৫০ বছর ধরে গোপন রাখা হবে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, পাকিস্তান সেনার ফিল্ড মার্শাল আসিম মুনির, কম্বোডিয়ার প্রেসিডেন্ট হুন মানেত, আমেরিকার কংগ্রেসম্যান বাডি কার্টার এবং সুইডেন এবং নরওয়ের অন্যান্য নেতারাও ট্রাম্পকে শান্তির পুরস্কারের জন্য মনোনীত করেছেন।
আরও পড়ুন: ফের বাজিমাত করলেন ট্রাম্প, ইজরায়েল-হামাসের শান্তি চুক্তি নিয়ে কী পোস্ট করলেন তিনি
নোবেল কমিটি এই বছরের পুরষ্কারের জন্য যোগ্য প্রার্থীদের মনোনয়ন ১ ফেব্রুয়ারি ২০২৫-এর আগে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু নেতানিয়াহু এবং পাকিস্তান সরকারের মনোনয়ন এই সময়সীমার পরে জমা পড়েছে। যা এই বছরের শান্তি পুরস্কারের জন্য অযোগ্য।
বর্তমান নরওয়েজিয়ান নোবেল কমিটির উপ-প্রধান আসলে তোজে বলে, “এই ধরণের প্রচার নেতিবাচক প্রভাব ফেলে... কিছু প্রার্থী এটি পাওয়ার জন্য খুব বেশি চেষ্টা করেন এবং আমরা তা পছন্দ করি না। আমরা প্রভাবিত হওয়ার চেষ্টা না করেই একটি বন্ধ ঘরে কাজ করতে অভ্যস্ত।”
ট্রাম্পের দাবি এবং হাইপ্রোফাইল সমর্থন সত্ত্বেও, নোবেল বিশেষজ্ঞরা আশা করছেন না যে ট্রাম্প ২০২৫ সালের নোবেল পুরস্কার জিতবেন। সুইডিশ অধ্যাপক এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ পিটার ওয়ালেনস্টিন বলেছেন, “না,ট্রাম্প এই বছর জয়ী হবেন না। কিন্তু সম্ভবত পরের বছর? ততক্ষণে, গাজা সংকট সহ তার বিভিন্ন উদ্যোগের চারপাশের উত্তেজনা আরও কিছুটা থিতিয়ে যাবে।”
এই বছর নোবেল পাওয়ার দৌড়ে কোনও নির্দিষ্ট এক জন প্রার্থী এগিয়ে নেই। তবে কিছু বহুল আলোচিত প্রার্থীর মধ্যে বিশ্বজুড়ে সুপরিচিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি উভয়ই রয়েছেন। এর মধ্যে অন্যতম-
এছাড়াও অন্যান্য বিশেষ প্রার্থীদের মধ্যে রয়েছেন-
নোবেল শান্তি পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মানগুলির মধ্যে একটি। এটি সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেলের উইল অনুসারে, শান্তি পুরস্কার সেই ব্যক্তিকে দেওয়া উচিত যিনি দেশগুলির মধ্যে ভ্রাতৃত্ববোধের জন্য এবং স্থায়ী সেনাবাহিনীর বিলুপ্তি বা হ্রাস এবং শান্তি কংগ্রেস গঠন ও বিস্তারের জন্য সর্বোত্তম কাজ করেছেন।
নরওয়েজিয়ান পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত পাঁচ সদস্যের একটি কমিটি শান্তি পুরস্কার পরিচালনা করে। মনোনয়নের পরে কমিটি সবচেয়ে ‘আকর্ষণীয় এবং যোগ্য প্রার্থীদের’ সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। সংখ্যাগরিষ্ঠ ভোটে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে এই তালিকাভুক্ত নামগুলি কমিটির সদস্য এবং বহিরাগত বিশেষজ্ঞ উভয়ের দ্বারা মূল্যায়ন করা হয়। অন্যান্য নোবেল পুরস্কার সুইডেনে দেওয়া হলেও, শান্তি পুরস্কার নরওয়ের অসলোয় দেওয়া হবে।
সাম্যবাদী দেশে 'পুঁজিবাদী' স্তন আর নয়! স্তন বড় করার 'বুর্জোয়া' প্রবণতার বিরুদ্ধে কঠোর অভিযান এ-ই দেশে
ট্রাম্পের মধ্যস্থতায় ঐতিহাসিক গাজা শান্তি চুক্তি: নেতানিয়াহুর প্রশংসায় পঞ্চমুখ মোদি
কোমরে অসহ্য যন্ত্রণা, ৮টি জ্যান্ত ব্যাঙ চিবিয়ে খেলেন বৃদ্ধা! টোটকা মানতে গিয়েই শেষমেশ চরম পরিণতি
ফের বাজিমাত করলেন ট্রাম্প, ইজরায়েল-হামাসের শান্তি চুক্তি নিয়ে কী পোস্ট করলেন তিনি
রসায়নে নোবেল: ধাতব জৈব কাঠামো নিয়ে গবেষণা, পুরষ্কৃত তিন দেশের তিন বিজ্ঞানী
কতবার বড় আঘাত থেকে রক্ষা পাচ্ছে আমাদের পৃথিবী, জানলে চোখ কপালে উঠবে
গেছিলেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে, পেট থেকে বেরল পুত্রসন্তান! হই হই কাণ্ড হাসপাতালে
পাকিস্তানের হাতে নতুন অস্ত্র! এবার কী করবে ভারত
ভারতীয়দের জন্য খারাপ খবর, এই বিখ্যাত দেশে ঘুরতে গেলে দিতে হতে পারে বিপুল কর
অতমারি সম্ভাবনা প্রবল, ৪০ হাজার বছর পুরনো এমন ভয়ঙ্কর ভাইরাসকে জাগিয়ে তুললেন বিজ্ঞানীরা, কিন্তু কেন?
অবিশ্বাস্য! মাত্র তিন বছরের শিশুকন্যাকে 'ইচ্ছাকৃতভাবে অনাহারে' রেখে খুনের অভিযোগ উঠল এক ভারতীয় দম্পতির বিরুদ্ধে, লন্ডনে হাড়হিম কাণ্ড
কোয়ান্টাম মেকানিক্যালে বিরাট অবদান, পদার্থবিদ্যায় নোবেলজয়ী তিন মার্কিন বিজ্ঞানী
ঘন ঘন চুলের রং বদল! প্রিয় তারকাকে নকল করতে গিয়ে ঘোর বিপত্তি, কিডনির অসুখে হাসপাতালে শয্যাশায়ী তরুণী
তেজস্বী যাদবকে কি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, পিকে-র আসন বাছাই নিয়ে জল্পনা, পারদ চড়ছে বিহারে
অট্টালিকার অন্দরে যৌনতার 'আস্তানা'! সাউন্ডপ্রুফ ঘরেই চলত নৃশংস 'খেলা'!
বিশেষ দিনে নতুন নতুন 'কনে' বাছাই করেন! এই রাজার স্ত্রী-সন্তানেই ভরে গেল বিমানবন্দর!
বাবার ছিল ১২৫ জন স্ত্রী, ছেলের মাত্র ১৫, তাঁদের নিয়েই আবু ধাবিতে পা রাখলেন আফ্রিকার রাজা, সঙ্গে আনলেন ১০০ ভৃত্য
দেশের মুদ্রা থেকে চারটি শূন্য বাদ দিতে চলেছে ইরান, কেন এই সিদ্ধান্ত, এর ফলে কী হতে চলেছে?
‘তুমি ঠিক আছো তো?’ জিজ্ঞেস করতেই বিকট শব্দে কেঁপে উঠল চারিদিক, মাটিতে লুটিয়ে পড়লেন ভারতীয় মোটেল ম্যানেজার
অস্ট্রেলিয়া সফরেও উপেক্ষিত সামি, বঙ্গপেসার মুখ খুললেন প্রথমবার, বাদ পড়া নিয়ে কী বললেন?
নটেগাছটি মুড়োলো অবশেষে! কতটা প্রত্যাশা পূরণ করল ‘ইন্দু ৩’?
২০০৩ সালের তুলনায় ২০২৫ সালে ভোটার তালিকা সংশোধনে অর্ধেক সময় নিল নির্বাচন কমিশন, নির্দেশিকা দেখাল বড় পার্থক্য
মোবাইলের নেশা ছাড়াতে ভয়ঙ্কর 'নাটক' স্কুলে, চোখে ইঞ্জেকশন শিক্ষিকার! ঘটনা ঘিরে বিতর্ক তুঙ্গে
এশিয়ান ক্রিকেটে ইতিহাস রশিদের, এই রেকর্ড নেই কোনও বোলারের
প্রতীকী মেনুতে পাকিস্তানকে কটাক্ষ, নেটদুনিয়ায় প্রশংসার বন্যায় ভাসল ভারতীয় বায়ুসেনা
শুক্রাণুও স্বার্থপর হয়, অণ্ডকোষের ভিতরেই চলে ‘লড়াই’! যুগান্তকারী আবিষ্কার বিজ্ঞানীদের, কোন বয়সে সতর্ক হবেন পুরুষরা?
বেলা বাড়তেই আকাশ কালো, কিছুক্ষণেই তুমুল ঝড়-জল শুরু হবে এই তিন জেলায়, এখনই সতর্ক হোন
২১টি শিশুকে মেরে ক্ষান্ত হল, পুরোপুরি বন্ধ করে দেওয়া হল কাশির সিরাপ কোল্ডরিফের কারখানা, গ্রেপ্তার মালিক
ওয়াকফ সম্পত্তির নথিভুক্তির সময়সীমা বাড়ানোর আর্জি, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট
ধর্ম টেনে শাহরুখকে আক্রমণ! ‘বাদশা’-কে হঠাৎ ভারত ছেড়ে দুবাইয়ে থাকার নিদান কেন দিলেন ‘দবং’ ছবির পরিচালক?
অর্ধেক নর, অর্ধেক নারী! থাইল্যান্ডের জঙ্গলে খোঁজ মিলল বিরল প্রাণীর, আতঙ্কে থরথর কাঁপছেন বিজ্ঞানীরা
রোহিতকে সরিয়ে নেতা হবেন তিনি, আগাম জানতেন গিল, 'আমার কাছে আগেই খবর ছিল'
কীভাবে Gmail থেকে Zoho Mail-এ স্থানান্তর করবেন? রইল সহজ টিপস
বুনো শুয়োরের থেকে শস্য বাঁচাতে জমিতে বিদ্যুৎবাহী তার, ফসল রক্ষা পেলেও রক্ষা পেল না মানুষ
‘ক্ষমতায় আসলে বিহারের প্রতিটি ঘরে সরকারি চাকরি দেওয়া হবে’, ভোটের আগেই বড় প্রতিশ্রুতি লালুপুত্র তেজস্বীর
বাথরুমে নগ্ন সইফ, আচমকা জামাকাপড় খুলে ঢুকে পড়েছিলেন কোন সহশিল্পী? গোপন কেলেঙ্কারি মুখ ফস্কে ফাঁস অক্ষয়ের!
কে সেরা, শচীন না বিরাট? গত তিরিশ বছরের সেরা হিসেবে কাকে বাছলেন প্রাক্তন ক্রিকেটার?
অস্ত্রোপচারের আগে রোগীকে কিছু খেতে দেওয়া হয় না কেন? সামান্য খাবারও ডেকে আনতে পারে প্রাণঘাতী বিপদ?
জায়গা দখল নিয়ে তুমুল বাকবিতণ্ডা, চলন্ত লোকালে পেপার স্প্রে ছুড়ে হুলুস্থুল বাধালেন যুবতী! শেয়ালদহে চাঞ্চল্যকর ঘটনা
জিরো থেকে হয়ে উঠবেন হিরো, যদি মানতে পারেন এই টিপস
২৪ ঘণ্টায় লাগাতার গণধর্ষণ বিধবাকে! বাড়ি পৌঁছে দেওয়ার বদলে সর্বনাশ করল পূর্ব পরিচিতরাই, শিউরে ওঠা কাণ্ড মোদির রাজ্যে
দীপাবলিতে ঘর-বাড়ি সাফ করতে গিয়ে অসুস্থ হবেন না! মেনে চলুন সহজ ৫ টিপস
দীপাবলিতে এই ক্রেডিট কার্ডগুলিতে রয়েছে ধামাকা অফার, দেখে নিন তালিকা