বরাবরই বাস্তবের সঙ্গে মিল রেখে ছবি তৈরি করেন পরিচালক সৌরভ পালোধী। তাঁর ছবি বলে এমন সব না বলা কথা, যা দর্শক আগেও শুনেছেন, কিন্তু লক্ষ্য করেননি। এর আগে ছোটদের ছবিতে ভালবাসার গল্প বলেছিলেন সৌরভ। তিন খুদের স্বপ্নকে বড়পর্দায় ফুটিয়ে তুলেছিল তাঁর 'অঙ্ক কি কঠিন' ছবিটি। 

 


এর পরে এবার পরিচালক সৌরভ পালোধী আরও একবার ভালবাসার ছবি নিয়ে আসছেন বড়পর্দায়। তাঁর আগামী পরিচালনা 'অনেকদিন পর'-এর কাজ শুরু হতে চলেছে শিগগিরই, যে ছবির প্রযোজনার দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার সমাজমাধ্যমে ছবির ঘোষণা করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'এনআইডিয়াজ'।

 

 

ছবির প্রথম পোস্টার ভাগ করে লেখা ছিল, 'টিকে থাকতে একটা পারপাস লাগে। 'অনেকদিন পর', খুব তাড়াতাড়ি যাত্রা শুরু হচ্ছে।' খুব বেছে বেছে ছবির প্রযোজনা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ধারাবাহিকের ক্ষেত্রেও সেই থিয়োরি কাজ করে। সৌরভের সঙ্গে 'ইন্ডাস্ট্রি'র প্রথম কাজ হতে চলেছে। তাই বলাই যায়, সৌরভের পরিচালনায় ভরসা রেখেছেন টলিউডের 'জ্যেষ্ঠপুত্র'।

 


সৌরভ আগেই জানিয়েছিলেন, তাঁর আগামী ছবি হতে চলেছে নানা বয়স ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ভালবাসার কাহিনি নিয়েই। সৌরভের সঙ্গে এ ছবির কাহিনি বুনেছেন সৌমিত দেব। মুখ্য চরিত্রে অভিনয় করবেন চিত্রাঙ্গদা শতরূপা এবং বিমল গিরি। অন্যান্য চরিত্রে দেখা যেতে পারে শঙ্কর দেবনাথ, দেবেশ রায়চৌধুরী, চন্দন সেন, সোমা বন্দ্যোপাধ্যায়, বিমল চক্রবর্তীকে।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nideas Productions (@nideasproductions)