
রবিবার ০৫ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ ও সিকিম জুড়ে টানা বৃষ্টিপাতে প্রবল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া অঝোর বর্ষণে পাহাড় ও সমতল—দু’ জায়গাতেই একের পর এক ভূমিধস, সেতু ভেঙে পড়া, নদীর জলস্ফীতি ও সড়ক বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর পর্যন্ত সরকারি হিসেবে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যদিও অনানুষ্ঠানিক সূত্রে মৃতের সংখ্যা ২০–এরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, অব্যাহত বৃষ্টি ও যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ায় বহু দুর্গম এলাকায় এখনো উদ্ধারকার্য শুরু করা সম্ভব হয়নি।
রবিবার ভোর পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এর ফলে দার্জিলিং, কালিম্পং ও সিকিমের একাধিক জায়গায় ভূমিধস নেমে গ্রামাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মিরিকে একটি লোহার সেতু ভেঙে পড়ে নয় জনের মৃত্যু হয়েছে, সুখিয়াপোখরিতে সাত জন এবং বিজনবাড়িতে একজন প্রাণ হারিয়েছেন। সোনাদা ও সিংমারিতে বেশ কিছু মানুষ এখনো নিখোঁজ, ভূমিধসে বহু বাড়ি ভেসে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পং—এই তিনটি পাহাড়ি জেলা সম্পূর্ণভাবে সমতল অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুটি লোহার সেতু ধসে পড়েছে, আর শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার মূল পথ জাতীয় সড়ক ১০–এর বহু অংশে বড় বড় গর্ত ও ধস নেমে তা অচল হয়ে পড়েছে। আশপাশের একাধিক রাস্তাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বা জলের তোড়ে ভেসে গেছে, ফলে পাহাড়ের বাসিন্দা ও শতাধিক পর্যটক কার্যত আটকে পড়েছেন।
আরও পড়ুন: অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মৃত্যু হয়েছে ১৫ জনের, উদ্ধারকার্যে নামল সেনা
চা-বাগান শ্রমিক কলোনিগুলিতে জল ঢুকে বহু ঘরবাড়ি ভেসে গেছে। শ্রমিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। উদ্ধারকারী দল, রাজ্য প্রশাসন, এনডিআরএফ এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি উদ্ধার ও ত্রাণকাজে নেমেছে, কিন্তু প্রবল বৃষ্টি ও রাস্তা ভেঙে যাওয়ায় কাজ কার্যত স্থবির অবস্থায় রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিপর্যয়ের জন্য স্থানীয়ভাবে অতিবৃষ্টি ও ভুটান ও সিকিম থেকে নদীর অতিরিক্ত জলপ্রবাহ দায়ী। ভুটান সরকার ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠিয়েছে যে ওয়াংচু নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, “দুটি লোহার সেতু ভেঙে পড়েছে, বহু রাস্তা ক্ষতিগ্রস্ত ও প্লাবিত হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিশাল এলাকাজুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষত মিরিক, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মাটিগাড়া ও আলিপুরদুয়ারে পরিস্থিতি উদ্বেগজনক। আমি গত রাত থেকেই সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।” তিনি সোমবার উত্তরবঙ্গ সফরে যাবেন বলে জানা গেছে এবং আটকে থাকা পর্যটকদের আপাতত যেখানে আছেন সেখানেই থাকার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে উদ্ধারকাজের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের এবং পর্যটকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, “পাহাড় ও সমতল—উভয় জায়গাতেই প্রবল বৃষ্টি চলছে। বৃষ্টি থামার আগে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা মৃতের সংখ্যা নির্ধারণ করা অসম্ভব।”
সমতলে পরিস্থিতি সমানভাবে উদ্বেগজনক। তিস্তা, জলঢাকা, বালাসন, কারলা, মাল, তোর্ষা, দুধিয়া, ঘিস ও ডায়না—সব নদীই বিপদসীমার উপরে বইছে। জলস্ফীতির ফলে বনাঞ্চল প্লাবিত হয়ে বন্যপ্রাণীর ওপর মারাত্মক প্রভাব পড়েছে। নকশালবাড়ি থেকে একটি হাতি এবং মালবাজার থেকে একটি গণ্ডারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আলিপুরদুয়ার এলাকায় হরিণের বাচ্চাগুলিকে ভেসে যেতে দেখা গেছে। বন দপ্তরের আশঙ্কা, আরও অনেক প্রাণী হয়তো ডুবে মারা গেছে।
সিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানিয়েছেন, “অনেক এলাকা এখনো বিচ্ছিন্ন। জলপাইগুড়িতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষদের উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাচ্ছি।”
আবহাওয়া দপ্তর আগামী তিন দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে বিপর্যয় এখনও শেষ হয়নি বলেই আশঙ্কা করা হচ্ছে।
রাজ্য সরকার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম চালু করেছে। জরুরি সহায়তার জন্য নবন্না বিপর্যয় ব্যবস্থাপনা নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬ ও ০৩৩-২২৫৩-৫১৮৫, টোল ফ্রি নম্বর ৮৬৯৭৯-৮১০৭০ এবং ১০৭০।
রেলপথে যাত্রা এবার আরও সহজ হবে, এসি ট্রেনের পরেই রানাঘাট-বনগাঁ শাখায় বিরাট চমকের ঘোষণা করল রেল
ভাঙল সেতু, ভেসে গেল বন্যপ্রাণ, আটকে পড়া পর্যটকদের হাতির সাহায্যে উদ্ধার উত্তরবঙ্গে
হ্যাম রেডিওই দেখাল ‘কামাল’, শ্রীরামপুরের হাসপাতাল থেকে উত্তরপ্রদেশে পরিবারের কাছে ফিরলেন মহিলা
অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মৃত্যু হয়েছে ১৫ জনের, উদ্ধারকার্যে নামল সেনা
পরপর জল ছাড়ছে ডিভিসি, বিপর্যস্ত জনজীবন, ঘাটাল-চন্দ্রকোনায় বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছে আমজনতা
শিগগিরই ঘরে ঢুকে যান, ২ ঘণ্টায় ৩ জেলায় প্রবল বৃষ্টি, চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি
দোকানের মধ্যেই হাত-পা বেঁধে খুন করা হল স্বর্ণ ব্যবসায়ীকে, সিসিটিভি ফুটেজে হাড়হিম দৃশ্য
উপচে পড়া দর্শনার্থীদের ভিড়, হুগলিতে জাঁকজমকপূর্ণ পুজো কার্নিভাল
অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা ১০ জেলায়, উৎসবের আবহে কোন কোন জেলায় চরম ভোগান্তি? জানিয়ে দিল হাওয়া অফিস
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ! লক্ষ লক্ষ টাকা বেতন! জেনে নিন বিস্তারিত
দিল্লি-কলকাতা দ্বন্দ্বে জলছাড়ার আতঙ্ক! দুর্গাপূজার মাঝেই পশ্চিমবঙ্গে বানভাসি পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে কড়া পদক্ষেপ! কিউআর কোড হাজিরা নয়, চালু হচ্ছে ফেস ভিত্তিক আধার অ্যাপ, ক্ষিপ্ত রাজ্যের চিকিৎসা মহল
২৪ ঘণ্টায় বদলে যাবে নিম্নচাপের প্রকৃতি! একাদশীর মতোই বঙ্গে টানা দুর্যোগ আর কতদিন? আপডেট দিল হাওয়া অফিস
শ্মশান কালীকে শেকল ও দড়ি বেঁধে বেদি থেকে নামিয়ে বিসর্জন করতে নিয়ে যান দাস পরিবারের সদস্যরা, দৃশ্য দেখতে হাজির হয় হাজার মানুষ
বিজয়া দশমীতে হুগলি মেতেছে বিশেষ এই মিষ্টিতে
ছবি তোলাই লক্ষ্য! রোগীকে বিস্কুট দিয়েই ফের কেড়ে নিলেন বিজেপি নেত্রী, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
চুলের রং থেকেই সর্বনাশ! কিডনির রোগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণী, অতিরিক্ত কলপে কী কী ক্ষতি হয় জানেন?
জামনরে মুসলিম যুবককে গণপিটুনি দিয়ে হত্যার মামলার তদন্তকারীরাই অভুযুক্তদের মিছিলে, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
অবশেষে টনক নড়ল কেন্দ্রের, বিষাক্ত কফ সিরাপে দেশজুড়ে শিশুমৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক স্বাস্থ্যমন্ত্রকের
দুর্ধর্ষ ব্যালেন্স! চলন্ত বাইকে মাথায় সিঙ্গাড়ার বিরাট ট্রে, একটিও পড়ল না মাটিতে, যুবকের কীর্তি ভাইরাল
মণিপুরে প্রেসিডেন্টস রুল প্রত্যাহারের দাবিতে দিল্লি গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংহ
নৈশভোজের পর ভুলেও করবেন না এই একটি কাজ! থেমে যেতে পারে হৃদযন্ত্র
মহাসাগরের ৬ কিলোমিটার গভীরে এ কী দেখলেন বিজ্ঞানীরা! বদলে যাবে বিবর্তনের ইতিহাস?
জমা পড়েছে রোনাল্ডোর ভারতের ভিসার আবেদন, আশায় বুক বাঁধছেন ফুটবলপ্রেমীরা
কর্মজীবনে সাফল্যের চাবিকাঠি ‘কমিউনিকেশন স্কিল,’ ৫ দৈনন্দিন অভ্যাসে যে কোনও কথোপকথনে হয়ে উঠুন সেরার সেরা
এই চার ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে রদবদল, জানুন নয়া সুদ-হারে মিলবে কত রিটার্ন
নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কীভাবে তুলবেন টাকা? জেনে নিন নিয়ম
খালি পেটে ভুলেও নয় কোন ৫ খাবার! শরীরের পুরো বারোটা বাজবে
পরীক্ষায় ৯৬ শতাংশ পেলেও নগ্ন করে শাস্তি দেন মা! সইতে না পেরে তাঁর উপরেই ঝাঁপিয়ে পড়ল সন্তান
মাত্র চার্ মিনিটের জুম কোলে কাজ গেল হাজার হাজার ভারতীয়র!
প্রতিশোধ নিতে পোষা ময়ূর কেটে রান্না করে খেলেন ব্যক্তি! প্রতিবেশীকে চিঠিতে দিলেন আরও হত্যার হুমকি, জানাজানি হতেই শোরগোল এলাকায়
দাবানল থেকে তৈরি হল নতুন বিষ, চিন্তায় গবেষকরা
কাকে বলে ‘গ্যাসলাইটিং’? এই ভয়ঙ্কর মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বুঝবেন কীভাবে?
ভাইরাল হওয়ার নেশায় জীবন বাজি যুবকের! চলন্ত 'কলম্বাস'- এ সুরক্ষা ছাড়াই উঠে পড়লেন , হাড়হিম করা ভিডিও প্রকাশ সামাজিক মাধ্যমে
কীভাবে পিএফ গ্রাহকরা নিজেদের ইউএএন নম্বর পুনরুদ্ধার করতে পারেন? রইল পদ্ধতি
পুরুষরা অন্তর্বাস কিনছেন? না একটিই দিনের পর দিন পরছেন? সেটাই বলে দিতে পারে অর্থনীতির অবস্থা! কীভাবে?