
শনিবার ০৪ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে ঘরের মাঠে মরশুম শুরু করল টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ শক্তিতে তুলনামূলক ভাবে দুর্বল হলেও শুভমান গিলের দল কোনওরকম ছেড়ে কথা বলেনি। ম্যাচের নায়ক স্যর রবীন্দ্র জাদেজা। এক ইনিংস এবং ১৪০ রানে ক্যারিবিয়ানদের হারাল শুভমান গিলের ভারত। টেস্টের তৃতীয় দিনে ভারত আর ব্যাট করেনি। মাত্র দুটো সেশনেই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিলেন বোলাররা। প্রথম ইনিংসে শতরান করার পাশাপাশি চার উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা।
এদিন ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজই। অবশ্য, ক্যারিবিয়ান ওপেনার চন্দ্রপলের উইকেটটকা যতটা সিরাজের ততটা নীতীশ রেড্ডির। সিরাজের শর্ট বল সপাটে পুল করেন চন্দ্রপল। ঝাঁপিয়ে পড়ে স্কোয়্যার লেগে ক্যাচ লুফে নেন রেড্ডি। তারপর থেকেই পিচের রাফ ব্যবহার করে ব্যাটারদের ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন জাদেজা। ফলও মেলে হাতেনাতে।
জন ক্যাম্পবেল তাঁর বলেই শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর থেকে ম্যাচে পুরোটাই দাপট দেখায় ভারতীয় স্পিনাররা। জাদেজা নেন মোট চার উইকেট, সিরাজ তিন, কুলদীপ নেন দুটি এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার পুরোপুরি নিজেদের আত্মসমর্পণ করে দেয় ভারতীয় স্পিনারদের হাতে।
রস্টন চেজ তো কুলদীপের বলই বুঝতে পারেননি। ভিতরে ব্যাট নিয়ে খেলতে গিয়ে দাঁড়িয়ে দায়ে বোল্ড হয়ে ফিরে গেলেন। শেষবেলায় এক ওভারে দুটি উইকেট নিয়ে কাজ আরও সহজ করে দেন সিরাজ। ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডার বেশিক্ষণ দাঁড়াতেই পারেনি। ব্যাট না করে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন গিল। বোলাররা অধিনায়কের ভরসার যোগ্য মান রাখলেন এদিন।
আগেই বোঝা গিয়েছিল গিলরা শনিবারই টেস্ট ম্যাচ জিতে নিতে চাইছেন। শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪৪৮/৫। সেই রানেই হল ইনিংস ডিক্লেয়ার। রাহুল ছাড়াও শতরান করেছেন ধ্রুব জুরেল ও জাদেজা। ভারত এগিয়ে থাকল ২৮৬ রানে। প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে শেষ হয়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। তাই ইনিংসে ম্যাচ জয়ই লক্ষ্য গিলদের।
ভারত–ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চালকের আসনে ছিল ভারতই। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ছিল ৪৪৮। ২৮৬ রানে এগিয়ে ভারত। রানের পাহাড়ে শুভমান গিলরা। দ্বিতীয় দিন তৃতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। আমেদাবাদে তিনটে শতরান। দ্বিতীয় দিন শতরানের হ্যাটট্রিক। লোকেশ রাহুলের পর ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা।
শুরুটা করেন রাহুল। ভীত গড়ে দেন। দলকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা। টেস্টে প্রথম শতরান ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। ১৯০ বলে শতরানে পৌঁছে যান। তাঁর কাঁধে ভর করে ৪০০ রানের গণ্ডি পেরোয় ভারত। একই সময় রবীন্দ্র জাদেজাও শতরানের দিকে এগোচ্ছিলেন। মধ্যাহ্নভোজের পর আউট হন রাহুল। তারপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন জুরেল এবং জাদেজা জুটি। দু’জনের অনবদ্য ইনিংস।
শুরুতে দলের ভীত গড়ার লক্ষ্যে কিছুটা সতর্কতার সঙ্গে শুরু করেন রাহুল। ১২টি চারের সাহায্যে শতরান করেন। কিন্তু অনেক বেশি ভয়ডরহীন ইনিংস খেলেন জুরেল। ১৯০ বলে পৌঁছে যান লাল বলের ক্রিকেটে নিজের প্রথম শতরানে। ইনিংসে ছিল ১২টি চার এবং ২টি ছয়। শেষমেষ ২১০ বলে ১২৫ রান করে আউট হন জুরেল। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১৫টি চার। তাঁকে যোগ্য সঙ্গত দেন জাদেজা। ১৬৮ বলে একশো রানে পৌঁছে যান। ইনিংসে ছিল ৬টি চার এবং ৫টি ছয়।
জুটিতে ১৫০ রান যোগ করেন জুরেল–জাদেজা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। কিন্তু মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরার বোলিংয়ে ধরাশায়ী ক্যারিবিয়ানরা। দুই পেসার মিলে ৭ উইকেট ভাগ করে নেন। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরে জোড়া উইকেট কুলদীপ যাদবের। ১৬২ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জবাবে প্রথম ইনিংসে রানের পাহাড়ে ভারত। টেস্ট জয় শুধু সময়ের অপেক্ষা। পরিস্থিতি যা, তাতে আহমেদাবাদে তৃতীয় দিনই শেষ হয়ে যেতে পারে প্রথম টেস্ট। আর ডিক্লেয়ার করে ভারত শনিবারই খেলা শেষ করে দিতে চাইছে।
ভারতের ট্রফি চুরি করে পাকিস্তানের জাতীয় সম্মান পাচ্ছেন নকভি, সোনার পদক দেওয়া হবে পিসিবি প্রধানকে
অধিনায়কত্ব গেল রোহিত শর্মার, অস্ট্রেলিয়া সিরিজ থেকেই একদিনের ক্রিকেটে নতুন ক্যাপ্টেন, কারা জায়গা পেলেন দলে?
দল হারল তো কী হয়েছে, পাকিস্তানে হিরোর আখ্যা পাচ্ছেন এই ক্রিকেটার
আমেদাবাদের মাঠে জন্টি! দুর্ধর্ষ ক্যাচে প্রাক্তন প্রোটিয়া ফিল্ডারকে মনে করালেন নীতীশ
একই দলে উসেইন বোল্ট, বিরাট কোহলি? সাক্ষাৎকারে বিশ্বজয়ী অ্যাথলিট যা বললেন জানলে চমকে যাবেন
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দল নির্বাচন কবে? নেতৃত্বে কি বদল হচ্ছে?
সূর্যকুমারদের মতো পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না হরমনপ্রীতরা? কী বার্তা দিল বোর্ড?
সূর্যকুমারদের মতো পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না হরমনপ্রীতরা? কী বার্তা দিল বোর্ড?
শতরানের পর অভিনব 'গান স্যালুট' সেলিব্রেশন, কারণ জানালেন জুরেল
আহমেদাবাদে শতরানের হ্যাটট্রিক, জুরেল-জাদেজার একশোয় রানের পাহাড়ে ভারত
'১৫ বার শূন্যতে আউট হলেও..,' এই বার্তাই বদলে দেয় অভিষেকের জীবন
রাহুলের অর্ধশতরান, ব্যাকফুটে ক্যারিবিয়ানরা, প্রথম দিনের শেষে ভাল জায়গায় ভারত
হ্যান্ডশেক বিতর্ক ফেরালেন ভারতের প্রাক্তন তারকা, দিলেন কড়া জবাব
সিরাজের রেকর্ড, শুরুতেই ধরাশায়ী ক্যারিবিয়ান ব্যাটাররা
নিলামে অবিক্রিত অশ্বিন, কেন তারকা স্পিনারকে কিনল না কোনও ফ্র্যাঞ্চাইজি?
মথুরায় মুসলমানদের জীবন সংকুচিত: ঘর-বাড়ি, ব্যবসা ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত
ভারতকে চাপে ফেলার তোড়জোড়? আরব সাগরে বন্দর নির্মাণের জন্য আমেরিকাকে প্রস্তাব ইসলামাবাদের
প্রেমের নামে আবেগের বিস্ফোরণ! ‘লভ বম্বিং’ মধুর সম্পর্কের আড়ালে এক মারাত্মক ফাঁদ? কীভাবে চিনবেন?
রাহার জন্য কী কী বদলে ফেলতে হয়েছে রণবীর-আলিয়াকে? মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে অকপট নায়িকা
সিঙ্গাপুরের হোটেলে যৌনকর্মীদের লুট করে চড়থাপ্পড়, দুই ভারতীয়ের জেল, নাম ডুবল দেশের
বাড়ির পোষ্যের থেকেও শিশুদের দেহে নানান রোগ ছড়াতে পারে, সন্তানকে রক্ষা করবেন কীভাবে?
বিশ্ব উষ্ণায়নের জন্য কোন কোন দেশ সবথেকে বেশি দায়ী, ভারতের স্থান কোথায়
নারীদের আয়ু পুরুষের তুলনায় বেশি! কারণ জানলে অবাক হবেন
হাজার হাজার কিলো মানুষের জমাটবাঁধা মল জমিয়ে তৈরী হচ্ছে বিশেষ 'ব্যাংক'! কোন অজানা গবেষণায় মেতেছেন বিজ্ঞানীরা?
শরীরে চাঙ্গা রাখতে মুঠো মুঠো ভিটামিন সাপ্লিমেন্ট খাচ্ছেন? হিতে বিপরীত হচ্ছে না তো? অতিরিক্ত খেলে কী হয় জানেন?
‘তোমার বাবাকে তারকা বানিয়েছে বলিউড, আজ তাকেই অপমান করছ’ — আরিয়ান খানকে লাগামহীন আক্রমণ করে কী বললেন কৌতুকাভিনেতা সুনীল পাল?
ট্রাম্পের নির্দেশ উড়িয়ে ফের গাজায় বোমাবর্ষণ ইজরায়েলের! নিহত ছয়
দিনভর রাজনৈতিক তরজা আর ‘ব্রেকিং নিউজ’-এর স্রোতে হাবুডুবু খেলে নিজেরই সর্বনাশ! ‘নিউজ ফ্যাটিগ’ কাকে বলে জানেন?
এক টুকরো রুটির বিনিময় দিতে হবে গোটা শরীর! গণহত্যার মধ্যেই গাজায় মানবিক সাহায্যের আড়ালে যৌনতার 'ছোবল'... .
ভারতের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, এই নিয়ে পরপর চারবার সেরার শিরোপা তিলোত্তমার মুকুটে
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানায়ে তাকাইচি
জীবনের মাঝপথে নতুন সূচনা: ভারতীয় মহিলা পেশাজীবীদের দ্বিতীয় ইনিংস
প্রীতি ও রাহুলের মেয়ে আইরাকে নিয়ে প্রথম দেবীবরণ
ডায়াবেটিসে কি ডাবের জল খাওয়া উচিত? ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি কতটা থাকে? গবেষণা কী বলছে জানুন