আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে এখনও প্রশ্নচিহ্ন রয়েছে। তবে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য অস্ট্রেলিয়ার বিমানে চড়ার জন্য তৈরি দুই মহারথী। ১৯ অক্টোবর পারথে প্রথম একদিনের ম্যাচ। ফিটনেস ইস্যু এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য দলে বেশ কয়েকটি পরিবর্তন হবে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝেই অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচন করবে নির্বাচক মণ্ডলী। শনিবার, টেস্টের তৃতীয় দিন আলোচনায় বসবে বোর্ডের নির্বাচকরা। তবে দল ঘোষণা নিয়ে কোনও খবর নেই।

হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থকে তিন ম্যাচের অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া যাবে না। এশিয়া কাপ খেলার তিনদিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট খেলতে নামেন শুভমন গিল। তাই তাঁকেও বিশ্রাম দেওয়া হতে পারে। একদিনের সিরিজ বা টি-২০ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রোহিত এবং বিরাট। সাত মাস কোনও ক্রিকেট খেলেননি। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন কোহলি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে সর্বোচ্চ রান ছিল তাঁর। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেন রোহিত। তাই হিটম্যানকে নেতৃত্ব থেকে সরানোর কোনও মানে হয় না। কারণ এই ফরম্যাটে সফল তিনি। তবে রোহিত যদি নিজের ব্যাটিংয়ে ফোকাস করার জন্য নেতৃত্ব ছাড়তে চান, তখন ভাবা হবে।

দু'জনেই টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছে। বর্তমানে শুধুমাত্র একদিনের আন্তর্জাতিক খেলে রো-কো জুটি। দু'জনেরই লক্ষ্য দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৭ বিশ্বকাপ। কিন্তু বোর্ডের সূত্র অনুযায়ী, চলতি মরশুমে মাত্র ছ'টি ম্যাচ খেলবে ভারতীয় দল। তারমধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে অ্যাওয়ে ম্যাচ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটে ম্যাচ। তাই তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। বর্তমানে ফোকাস টি-২০ বিশ্বকাপ। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। সেটাই পাখির চোখ। এছাড়াও ঘরের মাঠে চারটে টেস্ট থেকে যত বেশি সম্ভব বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সংগ্রহ করতে চায় টিম ইন্ডিয়া। টি-২০ মিলিয়ে ১৯ দিনের মধ্যে মোট ১৯টি ম্যাচ রয়েছে। তাই দলে কিছু পারমুটেশন-কম্বিনেশন হতে পারে। টি-২০ সিরিজের শেষ ম্যাচ‌ ৯ নভেম্বর। ১৪ নভেম্বর থেকে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত।