আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রাক্তন ভারতীয় উইকেটকিপার সাবা করিম মনে করেন, এর প্রভাব পড়বে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে মেয়েদের বিশ্বকাপের ম্যাচে। তবে পাশাপাশি দাবি করেন, বাইরের আওয়াজ খুব একটা প্রভাব ফেলবে না হরমনপ্রীতদের খেলায়। সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে রাজি হয়নি সূর্যকুমার যাদবরা। ফাইনাল নিয়ে তিনবার পাকিস্তানের সম্মুখীন হয় টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন হওয়ার পর মহসিন নাকভির থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও।
রবিবার পাকিস্তানের মুখোমুখি ভারতের মেয়েরা। ভারতের প্রাক্তন উইকেটকিপার মনে করেন, ভারতীয় প্লেয়াররা কিছুটা চাপে থাকবে। সাবা করিম বলেন, 'আমার মনে হয় ভারতীয় প্লেয়াররা কিছুটা চাপে থাকবে। সেই কারণেই ভারত-পাকিস্তান ম্যাচটার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এমনকী মেয়েদের বিশ্বকাপেও। তাছাড়া আমার মনে হয় না এটা খুব বেশি পার্থক্য গড়ে দিত। কারণ এর আগে একাধিকবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে।' কয়েকদিন আগে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কিন্তু কোনওবারই পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি সূর্যকুমাররা। মেয়েদের ক্ষেত্রেও নিয়ম একই থাকবে। কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধেও হাত মেলাবে না হরমনপ্রীতরা। এমনই ধারণা ভারতের প্রাক্তন ক্রিকেটারের। এই প্রসঙ্গে সাবা করিম বলেন, 'এই ধরনের বিতর্কের মধ্যে আমি নিশ্চিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়াররা নিশ্চয়ই কিছু ভেবেছে। আশা করছি এমন পরিস্থিতির মধ্যেও মাথা ঠাণ্ডা রেখে ওরা পারফর্ম করতে পারবে। তবে ভারতের উচিত সবকিছু ভুলে ম্যাচে ফোকাস করা। বিতর্ক ভুলে ভাল পারফর্ম করা উচিত।'
এশিয়া কাপ চলাকালীন দুই দলের মধ্যে সমস্যা স্পষ্ট ছিল। কিন্তু মেয়েদের বিশ্বকাপে এমন চাপানউতোর থাকবে না বলেই আশা প্রাক্তন তারকার। সাবা করিম বলেন, 'আমার মনে হয় না তেমন কোনও সমস্যা থাকবে। তবে আমার মনে হয়, বিসিসিআই নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে। ছেলেদের দল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে যেমন ব্যবহার করেছিল, মেয়েরাও তাই করবে। তাই আমার মনে হয়, হরমনপ্রীতরাও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না। আমার ধারণা, ভারত এই সিদ্ধান্তে অনড় থাকবে। তবে মাঠে নামলে বিতর্ক ভুলে সবাই ম্যাচে ফোকাস করবে।' সূর্যকুমারদের মতো পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে হরমনপ্রীতরা। সুতরাং, সাবা করিম মনে করছেন, অনায়াসেই জেতা উচিত ভারতের মেয়েদের। এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে ঝড় ওঠে। প্রথম ম্যাচে সূর্যকুমারদের হাত না মেলানোর পর থেকেই বিতর্কের সূত্রপাত। কিন্তু পাত্তা দেয়নি টিম ইন্ডিয়া। বাকি দুই ম্যাচেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। এশিয়া কাপের তিন সাক্ষাতে কোনওবারই পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি ভারতীয়রা। রবিবার মেয়েদের বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। সেদিকেই নজর ক্রিকেট বিশ্বের।
