
শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকেই অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়েছে মার্কিন মুলুকের প্রশাসন। শাটডাউন ট্রাম্প প্রশাসন। এর আগেও, ট্রাম্প-আমলে ৩৫ দিনের শাটডাউন দেখেছে আমেরিকা। ২২ ডিসেম্বর ২০১৮ থেকে ২৫ জানুয়ারি ২০১৯ পর্যন্ত চলেছিল শাটডাউন। কিন্তু এবার কতদিন এই 'শাটডাউন' পরিস্থিতি চলবে তা সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। সরকারের অচলাবস্থা পরিস্থিতিতে কী কী হতে পারে, কী কী ঘটতে পারে? কোন কোন খাতে পড়তে পারে গভীর প্রভাব? তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে গত কয়েকদিনে। এর মাঝেই হোয়াইট হাউসের বার্তায় প্রবল আতঙ্ক।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার হোয়াইট হাউস সতর্ক করে দিয়েছে যে, চলমান সরকারি অচলাবস্থা অব্যাহত থাকলে "হাজার হাজার" ফেডারেল কর্মী তাঁদের চাকরি হারাতে পারেন, যা ওয়াশিংটনের পরিস্থিতি সামগ্রিকভাবে আরও জটিল করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন যে, প্রশাসনের কর্মকর্তারা ইতিমধ্যেই সম্ভাব্য ছাঁটাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের লিভিট বলেন, সম্ভবত কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হতে পারে। তিনি আরও বলেন যে, অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) এবং অন্যান্য কর্মকর্তারা সক্রিয়ভাবে আলোচনা করছেন যে, কোন বিভাগগুলির কর্মীদের ছাঁটাই করা হতে পারে এই পরিস্থিতিতে। লিভিট এই অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন, তাদের বিরুদ্ধে তহবিল চুক্তিতে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ করেছেন। হোয়াইট হাউস শুরু থেকেই সোশ্যাল মিডিয়া পোস্টেও তাদের এই বার্তা স্পষ্ট করেছে।
কেন এই শাটডাউন?
এককথায়, কারণ অর্থ বরাদ্দ প্রসঙ্গে সবপক্ষের সম্মতি না থাকা। মার্কিন মুলুকে অর্থবর্ষ শুরু হয় ১ অক্টোবর থেকে। তার আগে সরকার চালানোর জন্য, আরও স্পষ্ট করে বলতে, সরকারের নানা দপ্তর সক্রিয় রাখতে কংগ্রেস নির্দিষ্ট অঙ্কের অর্থের অনুমোদন দেয়। ওই অঙ্কের টাকার জন্য সেনেট সদস্যদের সমর্থন নিয়ে বিল পাশ করাতে হয়। সেখানে ধাক্কা খেয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন মুলুকের সেনেট সদস্য সংখ্যা ১০০। বিল পাশের জন্য, তা প্রেসিডেন্টের টেবিলে পাঠাতে সমর্থন লাগবে অন্তত ৬০ জনের। রিপাবলিকানদের সদস্য সংখ্যা ৫৩। অর্থাৎ, অন্তত ৭ জন ডেমোক্র্যাট সদস্যের সমর্থন প্রয়োজন ছিল ১ অক্টোবর থেকে শুরু হওয়া অর্থবর্ষের বরাদ্দ অর্থের জন্য। কিন্তু তা হয়নি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা চূড়ান্ত সিদ্ধান্তে উপস্থিত হতে না পারার জন্য, থমিকে গিয়েছে ওই ব্যবস্থা। ফলে ব্যয় বরাদ্দ স্থির করতে না পারায় শাটডাউন ট্রাম্প প্রশাসনের। এই আংশিক শাটডাউন সম্পূর্ণ শাটডাউনের দিকে যাবে কি না, তা নিয়েও জোর চর্চা নানা মহলে।
কোনও দেশে অচলাবস্থা হলে, কাটে কীভাবে?
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য, ক্যালিফোর্নিয়ার ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের মার্কিন হাউস রিপ্রেজেন্টেটিভ অ্যামি বেরার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আসন্ন শাটডাউন সম্পর্কে একটি FAQ শিট অনুসারে, সিনেট একটি বরাদ্দ বিল পাস করতে সক্ষম হলেশাটডাউন' শেষ হবে। তাতে বলা হয়েছে, 'সরকারি শাটডাউন শেষ করার জন্য, কংগ্রেসকে পাস করতে হবে এবং পেসিডেন্টকে শাটডাউন করা বিভাগ এবং সংস্থাগুলিকে তহবিল দেওয়ার জন্য শাটডাউন বিলগুলিতে স্বাক্ষর করতে হবে। প্রেসিডেন্টের একতরফাভাবে শাটডাউন শেষ করার ক্ষমতা নেই। তহবিল বিলগুলি অন্য কোনও বিলের মতো একই আইনসভা প্রক্রিয়া অনুসরণ করে, প্রেসিডেন্ট আইনে স্বাক্ষর করার আগে হাউস এবং সিনেট উভয়ের অনুমোদনের প্রয়োজন হয়।' এর অর্থ হল হাউসে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের শর্তাবলীতে একমত হতে হবে। মূল বিপত্তি ঘটছে যেখানে।
সরকার অচল হলে, কোন কোন সরকারি পরিষেবা বন্ধ থাকবে এবং কোন কোন পরিষেবা চালু থাকবে?
সরকার আংশিক অচল আমেরিকায়। এই পরিস্থিতিতে অবশ্যই সরকারের সকল দিক বন্ধ থাকবে না। অপরিহার্য বলে বিবেচিত পরিষেবাগুলি স্বাভাবিকভাবেই চলবে, যদিও অনেক ক্ষেত্রে কর্মীদের 'শাটডাউন' সময়কালের জন্য বেতন দেওয়া হবে না।
সীমান্ত সুরক্ষা এবং আইন প্রয়োগকারী কর্মী, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্ট, হাসপাতালের চিকিৎসা সেবা এবং বিমান-যান চলাচল নিয়ন্ত্রণ কর্মীরা স্বাভাবিকভাবেই কাজ করবেন বলে মনে করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা এবং মেডিকেয়ার চেক এখনও পাঠানো হবে, যদিও সুবিধা যাচাইকরণ এবং কার্ড প্রদানের কাজ বন্ধ থাকতে পারে, তথ্য তেমনটাই।
অপ্রয়োজনীয় বলে বিবেচিত সরকারি কর্মচারীদের সাময়িকভাবে অবৈতনিক ছুটিতে পাঠানো হবে। ফেডারেল সংস্থাগুলির জন্য কাজ করা কিন্তু সরকারের দ্বারা সরাসরি নিযুক্ত নন এমন চুক্তিভিত্তিক কর্মীরাও কাজ থেকে বঞ্চিত হতে পারেন, আশঙ্কা তেমনটাই।
নতুন রহস্য: বিজ্ঞানীরা জানালেন কেন চোখে ধরা পড়ে ভিন্ন রং
পৃথিবীর কক্ষপথে ধীরে ধীরে নামছে নাসার টেলিস্কোপ, কী প্রভাব পড়বে বিভিন্ন স্যাটেলাইটে
ম্যাঞ্চেস্টারে ইহুদি উপাসনাগৃহে ‘জঙ্গি হামলা’, নিহত দুই, আহত তিন, মূল চক্রী গুলির লড়াইয়ে হত
'ভারত অপমান সহ্য করবে না', মোদির প্রশংসা করে মার্কিন শুল্ক-চাপের বিরুদ্ধে সোচ্চার পুতিন
বয়স নয়, অভ্যাস বলছে মস্তিষ্ক কতটা তরুণ
অফিসে ঘামঝরিয়ে কাজ, রাতে ঘরে ফিরে সোফায় উদ্দাম অবস্থায় দেখলেন স্ত্রী-সন্তানকে! তারপর যা হল ঘরে
বিশ্বের তেলের বাজারে নামবে বিরাট ধস, কেন এমন বললেন বিশেষজ্ঞরা
আসিম মুনির হলেন সেলসম্যান! কী বিক্রি করলেন মার্কিন প্রেসিডেন্টকে, এরপরই নিন্দার ঝড়
গুগলে ফের ছাঁটাই, এবার চাকরি হারালেন কত জন জানলে চোখ কপালে উঠবে
ডিমেনশিয়া মোকাবিলায় নতুন আশার আলো: মস্তিষ্কের কোন অংশে হল যুগান্তকারী বিপ্লব
ভিসার দরকার পড়ে না, বিশ্বের একমাত্র এই ব্যক্তিই দুনিয়ার যেকোনও দেশেই ভ্রমণ করতে পারেন! জানেন তিনি কে?
তিন সঙ্গী নিয়ে সাতাশেই সাত সন্তানের মা, অষ্টম সন্তান চেয়ে এ কী করলেন যুবতী!
ডাল গাছেই লুকিয়ে রয়েছে মারণ রোগের চিকিৎসা, সামনে এল অবাক করা গবেষণা
শনির বড় প্রভাব পড়তে পারে পৃথিবীতে, কী বলছে নাসা
মাথার পাশে ফোন রেখেই ঘুমান? অজান্তেই মৃত্যু ডেকে আনছেন না তো? জানেন কোন মারণরোগ বাসা বাঁধতে পারে এতে?
নয় ঘণ্টা কাজ করেও প্রস্তুতিতে থাকেনি কোনও ঘাটতি, সাফল্যের সঙ্গে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেন শ্বেতা
বিসর্জনের সুরে সাময়িক বিরতি, উত্তরবঙ্গ মাতল দেবী ভান্ডানি দুর্গার আগমনে
রাজ্যকে আগাম নোটিস ছাড়াই জল ছাড়ছে ডিভিসি! ক্ষুব্ধ মমতা লিখলেন, 'জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে'
সিঁদুরে ভরা সিঁথি, হাতে শাখা পলা! দেবী বরণের সময় বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই কী বললেন চাঁদনী সাহা?
ইনবক্স ভরে গেলে কী করবেন? সহজ সমাধান
২০২৬ ফিফা বিশ্বকাপের বল এল প্রকাশ্যে, রয়েছে চমক
চরম বিতর্কে 'হোমবাউণ্ড'! যাদের জীবনের গল্প নিয়ে ছবি, তাঁদেরকেই মাত্র ১০,০০০ টাকা পারিশ্রমিক দিয়েছেন পরিচালক?
দশমীর পরের দিন থেকে অফিস! হ্যাংওভার কাটাবেন কী করে?
দশমীর রাতে খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু, কারণ জানলে চমকে যাবেন
প্রিয়াঙ্কা চোপড়াকে হুবহু নকল করছেন উর্বশী?নেটিজেনদের চোখে পড়তেই তুমুল কটাক্ষের শিকার নায়িকা
চোখে ভেসে ওঠে ব্লাড প্রেশারের বিপদ! জানেন কোন লক্ষণ অবহেলা করলেই মুহূর্তে হতে পারে মৃত্যু?
পার্লে-জি বিস্কুট এখন আরও সস্তা! জিএসটি কমায় দাম কমে কত হল?
এফডি-তে সুদের হার ৮.৪০ শতাংশ, দীর্ঘমেয়াদে এই ব্যাঙ্কগুলিতে বিনিয়োগ করলেই ব্যাপক লাভের হাতছানি
ইউপিআই-এ আসছে নতুন সুবিধা: এখন কেনাকাটা করা যাবে কিস্তিতে
এক মিনিটের ‘সাইক্লোন’-এ তছনছ নদীয়া জেলার হরিণঘাটা, নারায়ণপুরেও ব্যাপক ক্ষয়ক্ষতি
দিনের পর দিন পেট পরিষ্কার হয় না? শোওয়ার আগে করুন এই কাজ, কখনও পিছু নেবে না কোষ্ঠকাঠিন্যের সমস্যা
কামব্যাকেই সাফল্য, কী করলেন মীরাবাই জানলে চমকে যাবেন
সিঁদুর খেলার পর সাধের শাড়ির দফারফা? সহজ কটি কৌশলে চুটকিতে তুলুন সিঁদুরের দাগ
স্ত্রীকে ফেলে শ্বশুরের সঙ্গেই উদ্দাম যৌনতায় মত্ত জামাই! ‘নিষিদ্ধ সুখ পেয়েছি’ স্বীকারোক্তি যুবকের
এবার আসবে 'কান্তারা'র তিন নম্বর ছবি! কবে বড়পর্দায় দেখা যাবে ফ্র্যাঞ্চাইজির এই নয়া ছবি? কে কে থাকবেন তাতে?
২৬/১১-র বীর কমান্ডো রাজনীতিতে নেমেই মাদক সাম্রাজের কিংপিন! কীভাবে বেতাজ বাদশা বনে গেলেন বজরং সিং