থ্রিলার ঘরানায় ‘রক্তবীজ’-এর সাফল্য আলোড়ন তুলেছিল বাংলা সিনেমার জগতে। সেই ছবির আগুন ছড়াতে এই পুজোয় মুক্তি পেল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’। অ্যাকশন থ্রিলারে ভরপুর সিক্যুয়েলটিকে ঘিরে দর্শকের মধ্যে উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে। ছবি জুড়ে ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক, সন্ত্রাস দমনে দুই দেশের তৎপরতা, রাজনৈতিক প্রেক্ষাপট আগাগোড়া নজর কেড়েছে সকলের। প্রথম ছবির কাহিনি অনুসরণ করেই এগোবে এই ছবির গল্প। ‘রক্তবীজ’ ছবির গল্পে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখেছিল দর্শক। এবারও রয়েছে তাঁর দাপুটে, উজ্জ্বল উপস্থিতি। শেখ হাসিনার আদলে নির্মিত সুলতানা রহমান চরিত্রে সীমা বিশ্বাস বরাবরের মতোই অনবদ্য। ছবি জুড়ে অপরাধী মুনির অর্থাৎ অঙ্কুশকে খুঁজতে মরিয়া ‘পঙ্কজ সিংহ’ ওরফে আবির। ‘স্যার’-এর কাঁধে কাঁধ মিলিয়ে তৎপর 'সংযুক্তা'ও। ‘রক্তবীজ’-এর মতো এবারও দাপুটে পুলিশ কর্তা চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী। তবে এবার দর্শকের বাড়তি পাওনা আবির-মিমিরের রোম্যান্স। আলাদা জায়গা করে নিয়েছে অঙ্কুশ-কৌশানি জুটিও।
বাংলা ছবির দর্শকদের জন্য এ যেন এক নতুন অভিজ্ঞতা। বড়পর্দায় মুক্তি পাওয়া ‘রক্তবীজ ২’ এখন একমাত্র বাংলা ছবি, যা ইমারসিভ ডলবি অ্যাটমস সাউন্ড–এ চলছে। অত্যাধুনিক এই সাউন্ড প্রযুক্তির সাহায্যে সূক্ষ্মাতিসূক্ষ্ম শব্দ দর্শককে ঘিরে ধরে ৩৬০ ডিগ্রির এক অসাধারণ পরিবেশে। ছবির প্রতিটি শব্দ— ফিসফিস, পদধ্বনি কিংবা তীব্র বিস্ফোরণ— মনে হয়, তা যেন বাজছে কানের একেবারে সামনেই। ফলে গল্পটাকে পর্দায় দেখা নয়, বরং নিজেকে যেন গল্পের ভেতর ছুঁড়ে দেওয়া—এই অনুভূতিই তৈরি করছে ‘রক্তবীজ ২’।
শুধু অভিনয় বা চিত্রনাট্য নয়, এবার প্রযুক্তির নিখুঁত প্রয়োগেই বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেল এই ছবি। কলকাতার দর্শকরা এই মুহূর্তে প্রেক্ষাগৃহে বিশ্বমানের সেই শব্দ শোনার অভিজ্ঞতা পাচ্ছেন, যা এতদিন কেবল হলিউড বা বড় বাজেটের হিন্দি ছবিতেই দেখা যেত।
ছবির নির্মাতারা আগেই জানিয়েছিলেন, ‘রক্তবীজ ২’–এ দর্শকদের চমক দিতে চাইছেন তাঁরা প্রযুক্তিগত ঝাঁঝে। আর সত্যিই তাই হল—বাংলা ছবির জন্য তৈরি হল এক নতুন মানদণ্ড।
বাংলা সিনেমার আঞ্চলিক সীমাবদ্ধতাকে পেরিয়ে, এবার আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করে ‘রক্তবীজ ২’ প্রমাণ করছে যে আঞ্চলিক ছবি আন্তর্জাতিক মাপকাঠিতেও উন্নীত হতে পারে।
কোথায় দেখা-শোনা যাবে 'রক্তবীজ ২' ডলবি অ্যাটমস সাউন্ডে?
সাউথ সিটি মল: বিকেল ৪:২৫, রাত ১০:৪৫
কোয়েস্ট মল: বিকেল ৪:০০
মণি স্ক্যোয়ার: সন্ধ্যা ৭:২৫
অতীন্দ্র, ব্যারাকপুর: দুপুর ১২:৩০, সন্ধ্যা ৬:০০, রাত ৮:৪৫
এসভিএফ সিনেমাজ, হাওড়া: রাত ৮:১৫
আইনক্স মেট্রো, জওহরলাল রোড: সকাল ১১:০০, বিকেল ৫:১৫
