রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৪৪Rahul Majumder
মা-বাবা দু’জনকেই হারিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। দেবীপক্ষের শুরুতে মহালয়ার সকালে বার বার নিজের মায়ের কথা মনে পড়ছে অভিনেত্রীর। হাতড়াচ্ছেন বাবার সঙ্গে লেগে থাকা মনকেমনের স্মৃতিও। তাঁর ছোটবেলার মহালয়ার কাকভোরের রঙিন সব সুখজাগানিয়া স্মৃতির সঙ্গে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে মা-বাবা, পুরনো রেডিও, শঙ্খধ্বনি আর অনেককিছু... সেসব কথাই এদিন সাম্যমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন স্বস্তিকা।
অভিনেত্রী লিখলেন - “রাজ্যের কাজ সেরে গতকাল বাড়ি ফিরে মাসি কে বললাম - রেডিওটা কোথায় গো মাসি ? ভোর হলেই তো লাগবে। বাকি বছর তো মনেই থাকেনা সে আছে কোথায়।
মাসি উত্তরে বলল - এইখানেই থাকত, (যেন আমাদের পরিবারের আর এক সদস্য, আসবাবপত্র থাকতে থাকতে সদস্যই হয়ে যায় বটে), দাদার খুব ব্যা থা বাড়লে চালিয়ে শুনত, বলত গান শুনলে নাকি ব্যাতথা কম হয়, কিন্তু দাদা মরে যেতে আর দেখিনি। আমার কেন মনে পড়ল না জানিনা, মাসি রান্নার গ্যা স শেষ হয়ে গেলে বলতে ভুলে যায়, এটা ঠিক মনে রেখেছে। আমি হিসেব করে দেখলাম, বাবা চলে গেছে সাড়ে পাঁচ বছর আগে, মাসি কী ভেবে বলল কে জানে, মহালয়া তো মিস হয়নি একবার ও। শুরু হলো খোঁজা, বাবা গো সে কত কাজ, ঘর তোলপাড় করে সেই তো আবার সব গোছাতে হবে। মা তো নেই যে সারা বাড়ি উপরে ফেলে - মা গুছিয়ে দিয়ো মার্কা হুকুম ঝেড়ে গিয়ে শুয়ে পড়তে পারব। অবস্য মা থাকলে কোনদিন কোনও কিছুই খুঁজতে হয়নি। নাকছাপি থেকে আলপিন, বাড়ির দলিল থেকে ডেবিট কার্ড সবই মা এর আঁচল এ বাঁধা। মা চলে যেতে সেই যে খোঁজা শুরু হলো, আজও খুঁজে চলেছি।
যাই হোক, রেডিও পাওয়া গেল।
যাবতীয় তার, প্লাগ ইত্যাদি সেও পাওয়া গেল। ঘুরিয়ে ঘুরিয়ে আকাশবাণী কলকাতা স্টেশন রেডি করে রাখলাম।
মা এর কথা সর্বক্ষণ মনে পড়ে, কিন্তু মহালয়া এলেই যেন গোটা ছোটবেলা, বড়বেলা টা চোখের সামনে এসে দাঁড়ায়।
এক সপ্তাহ ধরে বাড়ি ঘর সব পরিষ্কার করা, বিছানায় নতুন চাদর, জানালায় নতুন পর্দা, নতুন কুশান কভার, আনাচে কানাচে থেকে ঝুল ঝাড়া, সাজো সাজো রব - মা দুর্গা এলো বলে।
বাবা কে খুব একটা মহালয়া শুনতে দেখিনি, কিন্তু মা স্কুল এর হেডমাস্টার এর মতন, ঠিক ৩.৪৫ এ ঘুম থেকে তুলে দিতো, আমি, বোন, আমার মেয়ে সবার সঙ্গেই একই নিয়ম।
বাইরে ঘর এ গিয়ে, কেউ সোফায়, কেউ চেয়ার এ, কেউ মেজেতে গা এলিয়ে শুনতাম।
মা ঘর এ ধুপ দেখিয়ে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে হাপুস নয়নে কাঁদতো। পরে জিজ্ঞেস করাতে বলত - ও কিছু না।
মা চলে যেতে সেই বছর ভয়ে রেডিও চালাইনি। উঠে পড়েছিলাম, ওটা অভ্যাস, কিন্তু চালাইনি, এমনিই একটা অজানা, অচেনা মন খারাপ হত ছোটবেলা থেকেই, যারা চলে গেছে, দিদা, দাদু, ঠাকুরদা, আম্মা, তাদের কথা ভেবে খুব কষ্ট হত আর এখন তো চেনা দুঃখ, চেনা সুখ, ভয় এ শুনিনি, মনে হত কেঁদে মরে যাব, নিজেকে কেন এত কষ্ট দেওয়া!
আবার সেই যে শুনলাম না, সেটাও সহ্যক হলোনা, ভাবলাম মা থাকতে কোনোদিন যার অনথ্যাু হয়নি, সে না থাকতে তার বয়ে নিয়ে আসা প্রথাকে অবমাননা করব কেন? এই যে দ্বন্দ্বের দোলাচলে পরে থাকে মানুষ, এর থেকে মুক্তি নেই।
মনে জোর এনে পরের বছর থেকে শুরু হল ভোর ৩.৪৫ এ উঠে রেডিও অন করা।
আজও উঠলাম, অবশ্য আজ আর তেমন ঘুমইনি।
মহালয়ার সূচনায় শাঁখটা বাজলেই কেমন গায়ে কাঁটা দেয় - যা দেবী চণ্ডী মধুকৈতভ বিধ্বংসী…
ঘরের আলো নিভিয়ে বারান্দায় গিয়ে বসলাম। ভোরের একটা ভেজা সোঁদা গন্ধ হয়, আমাদের বাড়ির গেট এর বাইরে কামিনী গাছটায় ফুল হয়েছে, তারাও গন্ধ ছড়াচ্ছে, আকাশে তখনও তারা জ্বলছে টিমটিম করে।
হাত জোর করে প্রণাম করলাম, মা দুর্গা কেও, নিজের মা কেও। বললাম আর কিছু হোক না হোক, আমার চাওয়া পাওয়ার হিসেব পরে হবে, আমার সন্তানগুলোর মঙ্গল করো মা। ওরা যেন ভালো থাকে। ওদের কৃপা কর। ওরা সুখে থাকলেই আমার সুখ।
মানি, ফুলকি, সাবিত্রী রা যেন থাকে দুধে ভাতে।
এত বছর ধরে ঠাহর করতে পারিনি, আজ বুঝলাম, মা কেন রেডিও শুনতে শুনতে আকাশের দিকে তাকিয়ে অঝোরে কাঁদতো।
ও কিছু না…মা জননীরা অমন কেঁদেই থাকে।
শুভ হোক, আলো হোক।
শুভ মহালয়া”
(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল)
অভিনেত্রীর এই হৃদয়মথিত আবেগ জড়ানো পোস্ট মন ছুঁয়েছে নেটপাড়ার। অনেকে কমেন্টে নিজেদের মহালয়া স্মৃতি ভাগ করে নিয়েছেন। কেউ লিখেছেন, “মা-বাবার সঙ্গে মহালয়ার ভোর স্মৃতি অমূল্য, তোমার পোস্ট মনে করালো আমার ছোটবেলার দিনগুলো।”
এভাবেই মহালয়ার ভোরে স্বস্তিকা মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ শুধু নিজের জন্য নয়, নেটপাড়ার ফ্যানদের হৃদয়েও এক সঙ্গে ছুঁয়ে গেছে—মা-বাবার ভালবাসা, শৈশবের আনন্দ আর দেবীপক্ষের ঐতিহ্য।

নানান খবর

‘হঠাৎ হঠাৎ চোখে অন্ধকার দেখতে ও...’, জুবিন গর্গের কোন অজানা শারীরিক সমস্যার কথা জানালেন অনু মালিক?

অসমের রাস্তায় শেষ যাত্রা জুবিনের! জনস্রোতে বুকফাটা হাহাকার, একসুরে উচ্চারণ ‘জয় জুবিন দা’

অক্ষয়–সইফের সঙ্গে বড়পর্দায় আসছেন এবার মোহনলাল! ‘হেওয়ান’ ছবিতে কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

প্রাক্তন ও বর্তমানের শূন্যতায় রইল প্রশ্নচিহ্ন! টলিউডে দেবের ২০ বছরের উদযাপনে ফাঁকা শুভশ্রী-রুক্মিণীর আসন

বড়পর্দায় ‘মহাভারত’ তৈরির প্রস্তুতি শুরু আমিরের, ‘লগান’-এর রিমেকে ‘ভুবন’ হতে রাজি ভিকি?

ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্তি! ‘রঘু ডাকাত’-এর ট্রেলার এনে দেবের সাফল্য উদযাপন, কী ‘আশীর্বাদ’ করলেন অগ্রজ প্রসেনজিৎ

শুধু পর্দাতেই নয়! বাস্তবেও প্রেমে হাবুডুবু আহান-অনীত, কেন মুখে কুলুপ আঁটতে হল ‘সাইয়ারা’ জুটিকে?

শারীরিক চোটের সঙ্গে লড়াই! কাজ থেকে বিরতি নিলেন সলমন, কী হল বলিউড নায়কের

ক্যাটরিনার স্ফীতোদর এবার প্রকাশ্যে! কবে অনুরাগীরা শেষ দেখা দেখবেন জুবিনকে, রইল বিনোদনের হালহকিকত

জুবিনের পথচলার একমাত্র সঙ্গী গরিমা! স্বামীকে অকালে হারিয়ে কী মর্মান্তিক অবস্থা গরিমার, শোকে কাতর

ভারতের হয়ে অস্কারের দৌড়ে নীরজের ‘হোমবাউন্ড’! কানেও প্রশংসিত ঈশান-বিশালের ছবি

২ অপরাধী মৃত! দিশা পটানির বাড়িতে গুলি চালিয়ে ধৃত আরও এক দুস্কৃতী! বিস্ফোরক স্বীকারোক্তিতে কী জানাল

কেন বন্ধু বানাতে পারেন না শাহরুখ? ‘বাদশা’-র ‘ভয়’ পাওয়ানো জবাব ভাবিয়ে তুলবে আপনাকেও!

মৃত্যুর আগের দিনই অনুরাগীদের ডেকেছিলেন অনুষ্ঠানে—জুবিন গর্গের শেষ ভিডিওতে ভেসে উঠল অনন্ত বিদায়ের সুর

জি বাংলার পুজোর প্রোমোতে বাদ জিতু! নেপথ্যে দিতিপ্রিয়া বিতর্ক নাকি অন্য কারণ?

গাজায় যুদ্ধ-কাশ্মীর সমস্যাকে এক সারিতে ফেলতে মরিয়া শেহবাজ শরিফ, 'বুদ্ধিহীন' কৌশলে কীসের বার্তা?

চলন্ত গাড়িতে ছাত্রীকে দেখিয়ে হস্তমৈথুন ক্যাব চালকের!

ফাঁকা বাড়িতে প্রেমিকের সঙ্গে ফষ্টিনষ্টি! ধরা পড়তেই গৃহবধূকে নগ্ন করে মারধর স্বামীর, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ওড়িশায়

গাড়ির ভেতরে যৌনতার ঝড়! স্ত্রীর পরকীয়া ফাঁস ভিডিও ভাইরাল করে দিলেন স্বামী

আপনার ট্রেনের টিকিট অন্য যাত্রীর নামে বদলাবেন? জানুন ভারতীয় রেলের নিয়ম

‘বাতিল করতে হয়েছে বিয়ে, পরিবার ফেলে ছুটতে হয়েছে মাঝপথেই’, ট্রাম্পের ভিসা নির্দেশিকায় ভারতীয়দের অবস্থা জানেন?

'আমি পাইক্রফ্ট হলে ওরা আমার কাছে ক্ষমা চাইত', ভারত-পাক লড়াইয়ের আগে অশ্বিনের কটাক্ষ

জিবোর্ড হবে সকলের কাছে হাতিয়ার, কেন এমন জানাল গুগল

ডাইনোরাও একে দেখে ভয় পেত, চিনে নিন এই ঘাতককে

জিএসটি কমেছে, কিন্তু পণ্যের দাম কমাচ্ছেন না দোকানদার, তখন কোথায় অভিযোগ জানাবেন? জেনে নিন

মহালয়ায় পরপর দুর্ঘটনা বাংলায়, কল্যাণীতে গঙ্গায় তলিয়ে মৃত্যু কিশোরের, উলুবেড়িয়ায় নদীতে তলিয়ে নিখোঁজ নাবালিকা

পৃথিবীর অর্ধেক হীরের মজুদ এখানেই, জানেন দুনিয়ার সবচেয়ে বৃহৎ হীরে উৎপাদনকারী দেশ কোনটি?

দু' ভরি সোনার হার খোয়ালেন বৃদ্ধা, স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিলেন আরও একজন, ঘাটে ঘাটে ভিড় চুঁচুড়ায়

ভারতের বর্ষার সঙ্গে এল নিনোর সম্পর্ক কী, নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য

দোকানে ঢুকেই পুজোর থালা থেকে টাকা চুরি! সিকিউরিটি গার্ডের চোখের সামনেই পকেট ভর্তি টাকা নিয়ে পালাল যুবক

সরকারি কাজে গতি আনতে ফের বড় ঘোষণা নীতীশের, এবার কীসের চমক?

স্কুলের মধ্যে ও কে! অশরীরী আত্মা নাকি? ভয়েই আর্তচিৎকার খুদে পড়ুয়াদের, কেঁদে ভাসিয়েই ছুটে পালাল

বিশ্বের সবচেয়ে শান্ত ঘর! থাকা যায় না একটানা একঘন্টা, শোনা যায় মানবদেহের রক্ত চলাচল, হাড়ের নড়াচড়াও!

মানুষের দেহে কত প্লাস্টিকের কণা রয়েছে, জানলে আকাশ থেকে পড়বেন