আজকাল ওয়েবডেস্ক: প্রেম ও সম্পর্কের জগতে সাধারণ ধারণা হল বেশি কথা বলা মানুষরা  (Extroverts) কম কথা বলা মানুষের থেকে  (Introverts) তুলনায় অনেক এগিয়ে। কারণ, তারা সহজে মিশতে পারেন, সামাজিক বৃত্ত বড়, আর নিজেদের কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু ফিলিপাইনের ম্যাচমেকার ও ডেটিং কোচ ভেনেসা অ্যান্টোনিও মনে করেন, ইন্ট্রোভার্টই আসল ‘বেটার ডেটার’।

অ্যান্টোনিও, যিনি Singles Events Manila–এর প্রতিষ্ঠাতা, বলেন — “ইন্ট্রোভার্ট মানেই যে অ-সামাজিক, তা নয়। তারা সামাজিক হতে পারেন, তবে দীর্ঘক্ষণ মেলামেশায় তাদের শক্তি ক্ষয় হয়। বিপরীতে বহির্মুখীরা সামাজিকতার মাধ্যমে শক্তি সঞ্চয় করেন।”

কেন ইন্ট্রোভার্টরা ভালো সঙ্গী?

অ্যান্টোনিওর মতে, ইন্ট্রোভার্টরা দুটি বিশেষ গুণকে কাজে লাগান— quiet confidence (নিঃশব্দ আত্মবিশ্বাস) এবং quiet charisma (নিঃশব্দ আকর্ষণ)।

মনোযোগী শ্রোতা: এক্সট্রোভার্টরা  সাধারণত প্রতিক্রিয়া জানানোর জন্য শোনেন, কিন্তু অন্তর্মুখীরা মন দিয়ে শোনেন। এতে আলাপচারিতা হয় গভীরতর।

গভীর আলোচনা: গবেষণায় দেখা গেছে, ইন্ট্রোভার্টরা আগ্রহী হলে কথোপকথনকে তলানিতে নিয়ে যান, ভাষা ভাষা স্তরে রাখেন না।

স্ব-সচেতনতা: তারা খেয়াল রাখেন যে আলোচনায় যেন একতরফা আধিপত্য না হয়।

গোপনীয় আকর্ষণ: তারা কখনও অতিরিক্ত তথ্য দেন না। ধাপে ধাপে নিজেদের মেলে ধরেন, যেন টেলিভিশন সিরিজের কাহিনি। ফলে কৌতূহল জাগে।


আরও পড়ুন: শুধু আনন্দ নয়, গান শুনে গায়ে কাঁটা দেওয়ার পিছনে বিরল মানসিক অবস্থা! বিজ্ঞানের ব্যাখ্যা জানলে চমকে যাবেন

ডেটিং কোচ বলেন, “একজন মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাইলে এমনভাবে আলাপ করুন যাতে তিনি ৭০% সময় কথা বলেন। এতে তার মধ্যে সংযোগবোধ জন্মায়।”  অ্যান্টোনিও মনে করেন, অনেক নারী পুরুষদের ‘knight in shining armor’-এর মতো মনে করেন, যেখানে নিঃশব্দ আত্মবিশ্বাস ও রহস্যময়তা বিশেষ ভূমিকা রাখে। তাঁর পর্যবেক্ষণে দেখা গেছে, অন্তর্মুখীরা নিজেদের উন্নতির জন্য সদা আগ্রহী। তারা স্বীকার করেন যে আর্থিকভাবে সচ্ছল বা প্রযুক্তিতে দক্ষ হলেও, সামাজিক দক্ষতা ও ফ্লার্ট করার ক্ষেত্রে উন্নতির সুযোগ আছে।

ডেটিংয়ের টিপস

ইন্ট্রোভার্ট-এর সঙ্গে সম্পর্ক গড়তে হলে—

১. তাদের এক্সট্রোভার্টদের সঙ্গে তুলনা করবেন না। তারা ছোট টেক্সট বা কম যোগাযোগ করলেও তা অনাগ্রহ নয়, বরং ভেবে চিন্তে লেখা।


২. তাদের একান্ত সময়ের প্রয়োজনীয়তা মেনে নিন। এটি তাদের সুস্থতার জন্য অপরিহার্য।


৩. চাপ দেবেন না যে তারা এক্সট্রোভার্ট হোক। ইন্ট্রোভার্টরা মনোযোগী ও বিশ্বস্ত, তাই সাধারণত অন্য দিকে মন সরে যায় না।

 

ডেটিং কোচ অ্যান্টোনিওর সংক্ষেপে বার্তা — “ইন্ট্রোভার্টরা নিছক নীরব নয়, তারা গভীর। তাদের সঙ্গ পাওয়া মানেই এক বিশেষ অভিজ্ঞতা।”