আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালে টি–২০ বিশ্বকাপ জেতার পর এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। এরপর নেতৃত্বের ব্যাটন যায় সূর্যকুমার যাদবের হাতে। সূর্য কিন্তু দলটাকে একসুতোয় বেঁধে ফেলেছেন। নিজেকে রোহিতের যোগ্য উত্তরসূরি প্রমাণ করেছেন। এমনটাই মনে করছেন মহম্মদ কাইফ।
এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে এক ম্যাচ বাকি থাকতেই সুপার ফোরে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। সব মিলিয়ে এশিয়া কাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ভারতই। বলা যায়, রোহিত যেখানে দায়িত্ব ছেড়েছিলেন, সেখান থেকেই দলকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছেন সূর্য। এই বিষয়ে দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেছেন, ‘ব্যাট হাতে ও ম্যাচ জেতাচ্ছে, অপরাজিত থাকছে। যেভাবে মিডিয়ার সঙ্গে কথা বলছে, সব মিলিয়ে বোঝা যাচ্ছে, ও অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। এই বিষয়গুলো কিন্তু খেয়ালে রাখা উচিত। ভারত–পাকিস্তানের মতো বড় ম্যাচে বোঝা যায়, ভাল অধিনায়ক হতে পারে কি না। তাই নির্দ্বিধায় বলতে পারি, অধিনায়ক হিসেবে সূর্য রোহিত শর্মার যোগ্য উত্তরসূরি। যেভাবে কথা বলার সময় মুচকি হাসে, সেভাবেই ওর ব্যাট কথা বলছে।’
আরও পড়ুন: সলমনকে অপমানের হাত থেকে বাঁচিয়েছিলেন পাইক্রফ্ট, নেপথ্যে ছিল কে জানলে চমকে যাবেন?
এখনও অবধি ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৯টি ম্যাচে জিতেছেন সূর্য। একসময় হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করার কথা থাকলেও, পরে সূর্যকেই বেছে নেওয়া হয়। তবে সেই নিয়ে দলের মধ্যে কোনও মতানৈক্য নেই। কাইফ আরও বলছেন, ‘সূর্যর নেতৃত্ব অসাধারণ। হার্দিককে নতুন বলে বল করাচ্ছে। অভিষেককে দিয়েও বল করাচ্ছে। আমি নিশ্চিত ও আরও ভাল অধিনায়ক হবে।’
এদিকে, এশিয়া কাপে শুক্রবার শেষ হচ্ছে গ্রুপ পর্ব। ভারত খেলবে ওমানের বিরুদ্ধে। যদিও টিম ইন্ডিয়া আগেই সুপার ফোরে চলে গিয়েছে। তাই এই ম্যাচ শুধুই নিয়মরক্ষার। তবে রবিবারের পাকিস্তান ম্যাচের ড্রেস রিহার্সালও বলা যেতে পারে।
এশিয়া কাপের সুপার ফোর পর্যায় শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকেই। গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে। এবার রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে চার দল। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল যাবে ফাইনালে।
এদিকে, ওমানের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার সুপার ফোরে আবার পাকিস্তানের মুখোমুখি ভারত। সেই ম্যাচের আগে ক্রিকেটারদের তরতাজা রাখতে চাইছেন গৌতম গম্ভীর।
ভারত যেহেতু ইতিমধ্যেই গ্রুপ এ–র শীর্ষস্থান দখল করে নিয়েছে, তাই নিয়মরক্ষার ম্যাচে বিকল্প দেখে নিতে চাইছেন গম্ভীর। প্রথম দুই ম্যাচে বোলাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। তবে পেসারদের মধ্যে একমাত্র জসপ্রীত বুমরা খেলেছেন। অর্শদীপ সিং ও হর্ষিত রানা সুযোগ পাননি। জানা গিয়েছে, শুক্রবার তাঁদের মধ্যে এক জন খেলবেন।
বুমরাকে ওমানের বিরুদ্ধে খেলাতে চাইছে না ভারত। একেবারে পাকিস্তানের বিরুদ্ধে নামবেন তিনি। তাঁর বদলে অর্শদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।
