আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক। গত রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত–পাকিস্তান ম্যাচে। এই পরিস্থিতিতে আগামী রবিবার আরও একটি ভারত–পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের পর সুপার ফোরের ম্যাচেও উত্তাপ ছড়াতে পারে। এর আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের দিকে আঙুল তুলেছে পাকিস্তান। অথচ পাইক্রফ্টই পাক অধিনায়ক সলমন আলি আঘাকে ‘অপ্রীতিকর পরিস্থিতি’র হাত থেকে বাঁচান।
 
 ম্যাচের আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে নির্দেশ আসে সলমনের সঙ্গে হাত মেলানোর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেই নির্দেশ এসেছিল বিসিসিআইয়ের থেকে। তাতে নাকি ভারত সরকারেরও সম্মতি ছিল। বোর্ডের সেই নির্দেশ পাইক্রফ্টের কাছে টসের ঠিক ৪ মিনিট আগে আসে। ফলে সরাসরি পাক বোর্ডকে জানানোর পর্যাপ্ত সময় পাননি। তাই মাঠেই সলমনকে জানান। এই পরিস্থিতিতে সলমন যদি টসের পর সূর্যর সঙ্গে হাত মেলাতে যেতেন এবং ভারত অধিনায়ক প্রত্যাখ্যান করতেন, তাতে তো সলমনকে ‘অপ্রীতিকর পরিস্থিতি’র মধ্যে পড়তে হত।
 
 অথচ পাইক্রফ্টের উপর ভয়ানক ক্ষেপে যায় পাকিস্তান! তাঁর অপসারণ চেয়ে পিসিবি ইমেল করেছিল আইসিসিকে। বলা হয়, টসের সময় নাকি পাইক্রফ্ট পাকিস্তান অধিনায়ককে বলেন, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডশেক না করতে। সে রকমই নাকি ‘নির্দেশিকা’ রয়েছে। মঙ্গলবার পাক বোর্ড বেসরকারি ভাবে জানিয়ে দেয় যে, পাইক্রফ্টকে না সরালে তারা আর টুর্নামেন্টে খেলবে না। নাম তুলে নেবে। পরে অবশ্য চাপের মুখে সেই অবস্থান থেকে সরে আসে তারা।
আরও পড়ুন: মাত্র এক বছরেই মোহভঙ্গ, মেন্টর জাহিরের সঙ্গে সম্পর্ক শেষ করল গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস...
 
 ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সরাসরি পাক দাবি খারিজ করে দেয়। কারণ আইসিসি নিজেদের মতো তদন্ত করে পাইক্রফ্টের কোনও অপরাধ খুঁজে পায়নি। পাক ক্রিকেট বোর্ড আবার সরকারি ভাবে জানায়, কৃতকার্যের জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফ্ট। পাকিস্তানের এই দাবিও খারিজ করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার সূত্র বলছে, পাইক্রফ্ট শুধুমাত্র ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন। নিয়ম ভাঙার জন্য ক্ষমা চাননি। তাছাড়া আইসিসির প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি।
এদিকে, এশিয়া কাপে শুক্রবার শেষ হচ্ছে গ্রুপ পর্ব। ভারত খেলবে ওমানের বিরুদ্ধে। যদিও টিম ইন্ডিয়া আগেই সুপার ফোরে চলে গিয়েছে। তাই এই ম্যাচ শুধুই নিয়মরক্ষার। তবে রবিবারের পাকিস্তান ম্যাচের ড্রেস রিহার্সালও বলা যেতে পারে।
 
 এশিয়া কাপের সুপার ফোর পর্যায় শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকেই। গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে। এবার রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে চার দল। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল যাবে ফাইনালে।
ওমানের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার সুপার ফোরে আবার পাকিস্তানের মুখোমুখি ভারত। সেই ম্যাচের আগে ক্রিকেটারদের তরতাজা রাখতে চাইছেন গৌতম গম্ভীর। দলে হতে পারে একটাই বদল। বুমরার পরিবর্তে খেলতে পারেন অর্শদীপ কিংবা হর্ষিত রানার মধ্যে একজন।
