আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক ম্যাচ মানেই আবেগের ফুটন্ত কড়াইএশিয়া কাপের বারুদে ঠাসা ম্যাচের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। মাঠে ও মাঠের বাইরের বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা এই লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখছেন। পাকিস্তান অনেকটাই পিছিয়েরক্তাল্পতা সেই শিবিরে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন এমন লড়াইয়ে বহুবার নেমেছেন। এই লড়াইয়ের নাড়িনক্ষত্র সবাই তাঁর জানা।

আজকের মহাম্যাচের আগে হায়দরাবাদি বলছেন, ''আমাদের দলে দুর্দান্ত সব ক্রিকেটার রয়েছে। তারা ভাল পারফরম্যান্স তুলে ধরেছে ইতিমধ্যেই। ভারতকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়াটা খুবই কঠিন ব্যাপার। আমাদের দলে অভিজ্ঞতাও প্রচুর। পাকিস্তান দলে ভাল প্লেয়ারের সংখ্যা খুবই কম। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে ওরা বাদ দিয়েছেওরা না থাকায় এই পাকিস্তান শক্তির দিক থেকে ক্ষয়িষ্ণু''

আরও পড়ুন: 'আমিরশাহি ম্যাচের মতো একপেশে হবে না লড়াই', ভারত-পাক ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী চ্যাম্পিয়ন বোলারের...

কিন্তু ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। যে কোনও মুহূর্তে ম্যাচের ফলাফল বদলে যায়আজহার বলছেন, ''কিন্তু ক্রিকেটের কথা আগাম কে বলতে পারে! আগামিকাল কী হবে কেউ জানে না। কিন্তু কাগজে কলমে যদি পারফরম্যান্স বিচার করা হয়, তাহলে এই ভারত কিন্তু বহু এগিয়ে''

ভারত ও পাকিস্তান উভয়ই শুরুটা ভাল করেছে এশিয়া কাপে। রবিবার নিশ্চয় তুল্য মূল্য লড়াই হবে যুযুধান দুই পক্ষের। দুই প্রতিবেশি দেশই ক্রিকেটের পাওয়ার হাউজ। কিন্তু বিশেষজ্ঞরা অন্য মেরুতে। তাঁদের মতে, পাকিস্তান এখন ক্ষয়িষ্ণু শক্তি। রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন তারকা অবশ্য এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলোর শক্তি নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন। ভারতের প্রাক্তন তারকা বলেন, ''আমি আশা করব, অন্য কোনও দল যেন এই টুর্নামেন্ট জেতে। তাহলে এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।''

তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য শ্রীকান্ত স্পষ্ট জানিয়ে দেন, ভারতের সঙ্গে লড়াই করতে পারবে না পাকিস্তান। সলমন আঘাদের ধর্তব্যের মধ্যেই ধরছেন না। ওমানের বিরুদ্ধে ৯৩ রানের জয়কে পাত্তাই দিচ্ছেন না। ওমান দলকে 'আঙ্কেলে ভরা দল' এর অ্যাখ্যা দেন ভারতের প্রাক্তন তারকা। দাবি করেন, পাকিস্তানের আসল লড়াই টিম ইন্ডিয়ার তরুণদের বিরুদ্ধে। শেষ ২৮ ম্যাচের মধ্যে ২৫টিতে জিতেছে ভারত। তারমধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপভারতীয় ব্যাটিং লাইন আপের ভূয়সী প্রশংসা করেন। তার সঙ্গে পাকিস্তানের কোনও তুলনাই হয় না''

শুধু ভারতীয়রা নন, পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতারও ভারতকে এগিয়ে রাখছেন। তিনি বলেছেন, ''''এটা একপ্রকার নিশ্চিত যে ওরা আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। হাতুড়ির ঘা যেমন পড়ে, তেমনই ওরা পাকিস্তানকে পেটানোর চেষ্টা করবে। এটা খব সহজ সরল একটা ব্যাপার বললাম। আরও যদি বাড়িয়ে বলি, তাহলে বলব ফাইনালে ওরা আফগানিস্তানকে খেলতে চায়, পাকিস্তানকে নয়।'' অর্থামেগা ম্যাচের বল গড়ানোর বহু আগে থেকেই কিন্তু সবাই ভারতকেই ফেভারিট বলে ধরে নিচ্ছে

আরও পড়ুন:পাক ম্যাচের আগে ভারতীয় শিবিরে আতঙ্কের ছবি, অনুশীলনে চোট পেলেন তারকা ক্রিকেটার