শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর

সঞ্চারী কর | ১২ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৪৬Sanchari Kar
অতীত আর বর্তমানকে এক সুতোয় বেঁধে দিলে কোন দিকে মোড় নেয় জীবন? সেই গল্পই বলবে রোহন সেনের ‘কন্যা’। দিদির প্রাক্তন স্বামীর সঙ্গে সুখের ঘর সাজায় বোন। একদিকে যখন সংসার ভাঙে, অন্য দিকে জন্ম নেয় প্রেম। সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি এই ছবিতে দুই কন্যার একজন প্রিয়াঙ্কা সরকার। কাজ থেকে জীবন, সাফল্য থেকে ব্যর্থতা— নায়িকার মনের কথা শুনলেন আজকাল ডট ইনের সঞ্চারী কর।
কেমন আছেন?
(একগাল হেসে) ভাল আছি। সামনে আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। তাই আরেকটু বেশি ভাল আছি বলতে পারি।
অ্যাকশন আর গোয়েন্দা ছবির ভিড়ে সম্পর্কের টানাপোড়েনের গল্প। বহুস্তরীয় চরিত্র করার খিদে থেকেই কি ‘কন্যা’কে বেছে নেওয়া?
একদমই তাই। যে কোনও অভিনেতারই এরকম চরিত্র করার খিদে থাকে। আমরা তো মানুষ হিসাবে অনেক কিছুই অনুভব করি। কিন্তু তা বলে উঠতে পারি না। আমাদের জীবনের সম্পর্কগুলো ঘিরে যে অনুভূতি আর জটিলতা, সেগুলি চিত্রনাট্যে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। পড়েই মনে হয়েছিল চরিত্রের এতগুলো স্তর ফুটিয়ে তুলতে পারব তো! দর্শককে বুঝিয়ে আদৌ উঠতে পারব? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই এই চরিত্রটা করে ফেললাম। আমাদের পরিচালক রোহন সেনও খুব সুন্দর করে আবেগের গভীরতাটা বুঝিয়েছে। চারপাশে যেমন মানুষ আমরা দেখি, ঠিক তেমন করেই পর্দায় নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে আমরা কেউই তো নিখুঁত নই। সেটা মেনে নিলেই জীবন আর অভিনয়, দুটোই সহজ হয়ে যায়।
দিদির প্রাক্তন স্বামীর সঙ্গে যে বোন ঘর বাঁধে, তাকে সমাজ কিন্তু আজও আতশকাচের তলায় রাখে…
খুব সত্যি কথা। কিন্তু আমি ছবিতে আমার করা চরিত্রটাকে আতসকাচের তলায় রেখে কাটাছেঁড়া করতে পারিনি। কারণ চিত্রনাট্যই আমাকে বলে দিয়েছে কেন সুকন্যাকে (প্রিয়াঙ্কা অভিনীত চরিত্র) সব রকম জাজমেন্টের ঊর্ধ্বে রাখতে হবে। আর সেটার জন্য সকলের ছবিটা দেখার দরকার। এই রকম ঘটনা বা এর থেকেও জটিল ঘটনা আমাদের চারপাশে ঘটলেও অনেক সময় সামনে আসে না। ‘কন্যা’ দুই বোনের দৃষ্টিকোণ থেকে সেই গল্পকেই তুলে ধরেছে।
ঋষি কৌশিকের সঙ্গেও প্রথম জুটি বাঁধলেন…
হ্যাঁ, ঋষিদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওঁকে মানুষ এবং অভিনেতা হিসাবে শ্রদ্ধা করি। খুব ভাল লেগেছে অভিনয় করতে।
প্রথম বারেই এত সুন্দর রসায়ন তৈরি করলেন কীভাবে?
পুরো কৃতিত্বটাই আমার পরিচালক রোহনের। আমি ডিরেক্টর্স অ্যাক্টর। ও যে ভাবে যা করতে বলেছে, আমি করেছি। শুধু প্রেমের রসায়নই নয়, ছবিতে দুই বোন অর্থাৎ আমার আর অমৃতাদির মধ্যে যে সমীকরণটা ও গড়ে তুলেছে, সেটাও আমার কাছে খুব সত্যি মনে হয়েছে। অভিনয় করতে গিয়ে এখন অমৃতাদি (দে) বাস্তবেও আমার দিদি হয়ে গিয়েছে। আসলে আমরা আমাদের চারপাশের নিখাদ ঘরোয়া, পারিবারিক গল্প বলতে চেয়েছি। তাই বোধ হয় সবটা অজান্তেই এরকম মিলেমিশে গিয়েছে।
ইদানীং পারিবারিক গল্প নিয়ে তৈরি ছবিকে কিন্তু ‘একঘেয়ে’, ‘ঘ্যানঘ্যানে সিরিয়াল’ বলে কটাক্ষ করা হয়…
যে ছবিগুলোকে নিয়ে এসব বলা হয়, সেগুলির বক্স অফিস কালেকশনটা একবার দেখলে বোধ হয় আর এই কটাক্ষ করা হবে না। আরেকটা বিষয় বলি। প্রেক্ষাগৃহে আসা আমাদের অনেক ছবিই দর্শক দেখতে যান না। মুখ ফিরিয়ে নেন। কিন্তু ধারাবাহিকের একটি এপিসোডও কিন্তু তাঁরা মিস করেন না। পুনঃপ্রচারও দেখেন। কারণ সেখানে তাঁরা নিজেদের দেখতে পান। তাই বছরের পর বছর ধারাবাহিকের প্রতি তাঁদের আগ্রহ এতটুকু কমেনি। লার্জার দ্যান লাইফ ছবি যেমন দর্শকের ভাল লাগে, তেমন এরকম জীবনমুখি, পারিবারিক ছবিও কিন্তু তাঁরা লুফে নেন।
আপনিও তো কম নন! সাহসী পোশাকে আইটেম সংও করেন আবার পাশের বাড়ির মেয়েও হয়ে ওঠেন নিমেষে…
(হেসে উঠে) এটাই তো আমার কাজ। প্রত্যেকটা চরিত্রকে যদি আমি বিশ্বাসযোগ্য করে তুলতে পারি, সেটাই আমার সাফল্য। ‘কন্যা’তেও আমার করা চরিত্রটাকে আপাতভাবে খুব সাধারণ মনে হলেও, এটাকে ঠিক করে ফুটিয়ে তোলা ছিল খুব কঠিন। পরিচালক-প্রযোজকরা যে ভরসা করে আমাকে এই ধরনের কাজ দেন, তার জন্য আমি কৃতজ্ঞ।
কঠিন চরিত্র করতে গিয়ে কি ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতাগুলোকে কাজে লাগালেন?
নিশ্চয়ই। আমার জীবনের প্রত্যেকটা মানুষ আমাকে কিছু না কিছু শিখিয়েছে, সেগুলো অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করেছি। আবার দেখুন, বাস্তবে আমি নিজে একজন দিদি। আমার বোন আছে। ওকে যেমন খুব ভালবাসি, ওর সঙ্গে প্রচুর ঝগড়া-খুনসুটিও হয়। বকাবকিও করি। এই ছবিটা কিন্তু আমায় আমার বোনের দৃষ্টিকোণটা বুঝতে সাহায্য করল। অর্থাৎ জীবন থেকে যেমন ছবিতে অনেক কিছু দিই। তেমন ছবিও জীবনকে ততটাই ফিরিয়ে দেয়।
যে ছবির জন্য এমন মনপ্রাণ ঢেলে দেন, তার সাফল্য-ব্যর্থতা নিয়েও কি একই রকম মাথাব্যথা থাকে?
ভীষণ ভাবে থাকে। একটা সময় ছিল যখন এগুলো নিয়ে ভাবতাম না। মনে হত, আমি আমার কাজটা করে দিয়েছি। দায়িত্ব শেষ। কিন্তু জীবন, কেরিয়ার আমাকে অন্য ভাবে ভাবতে শিখিয়েছে। এখন শুধু অভিনয় করাই নয়, ছবির প্রচার, বক্স অফিসের হিসেবনিকেশ, সব কিছু নিয়েই চিন্তা থাকে। আমার মনে হয়, একটা ছবির সঙ্গে জড়িত সকলকে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে। দর্শকের কাছে একটা ছবিকে কী ভাবে পৌঁছে দেওয়া, কী ভাবে তাঁদের মধ্যে আগ্রহ তৈরি করা যায়, সেগুলো নিয়ে ভাবাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। রোহন তুলনামূলক নতুন পরিচালক। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি আমাদের ছবিটার জন্য ভাল কিছু করতে পারি, অবশ্যই তা করব। একজন অভিনেত্রী হিসাবে সেটা আমার দায়বদ্ধতা।
এত কিছু করেও যদি ব্যর্থতা মুখোমুখি দাঁড়াতে হয়?
তা হলে সেটা থেকেও শিখব। শেখা থামালে চলবে না। তবে আমার কাছে বাণিজ্যিক সাফল্যই সব নয়। শিল্পী হিসাবে যদি কোনও কাজ আমাকে আত্মতুষ্টি দেয়, সেটাকে আমি সাফল্য হিসাবেই ধরব।
‘কন্যা’ হিসাবে নিজেকে কতটা সফল মনে হয়?
(একটু ভেবে) আমি তো নিজেকে দশে দশই দেব। হয়তো জীবনে অনেকের প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমার জন্য হয়তো তাদের কষ্ট হয়েছে। কিন্তু মা-বাবার জন্য আমি একশো শতাংশ সব কিছু করার চেষ্টা করেছি। কতটা করতে পেরেছি, সেটা তাঁরাই বলবেন। কিন্তু অনেকে এই চেষ্টাটুকুও করেন না। সেই নিরিখে নিজেকে অনেকটাই এগিয়ে রাখব।
কেরিয়ারের শুরুতেই ‘চিরদিনই তুমি যে আমার’-এর মতো সাফল্য দেখেছেন। বাংলা ছবির সেই সময়টাকে মিস করেন?
না। কারণ এখন বাংলায় অনেক ধরনের গল্প তৈরি হচ্ছে। ওটিটি-র সুবাদে সকলে সব ধরনের গল্প বলতে পারছেন। দর্শকের কাছে তা বদলে দেওয়াও সহজ হয়ে গিয়েছে। এক্সপেরিমেন্টের সুযোগ বেড়েছে। আগে ৬০-৬৫ দিন ধরে শুটিং হত। এখন সেটা কমে ১৫-২০ দিন হয়ে গিয়েছে। সেটা মিস করি। তবে সময়ের সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তণও দেখলাম।
কী?
ফিল্মের শুটিং থেকে ডিজিটালে শুট হওয়া। এক সময় ফিল্মের ক্যামেরায় হাতেগোনাই কয়েকটা রিল থাকত। আমি যদি একটাও এনজি শট দিই, তা হলে আমার জন্য খরচ বেড়ে যাবে— এই বিষয়টা মাথায় থাকত। সেটা খুব ভাল ট্রেনিং দিয়েছে আমায়। আর সেই সময়ও কিন্তু বাণিজ্যিক ছবির পাশাপাশি বিষয়ভিত্তিক ছবি হয়েছে। আমি নিজেই কেরিয়ারের শুরুতে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কাজ করেছি। তিনি অন্য ধারার ছবি তৈরির জন্য বিখ্যাত। কিন্তু তখন এই ধরনের ছবি খুব একটা দর্শকের সামনে আসার সুযোগ পায়নি। এখন কিন্তু সব ছবি সমান ভাবে সেই সুযোগটা পাচ্ছে। দর্শকও আরও বেশি অপশন পাচ্ছেন।
পুজোতেও এবার প্রচুর অপশন! ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরাণী’ নাকি ‘রক্তবীজ ২’— কোনটার জন্য আপনি মুখিয়ে?
(সজোরে হেসে) এই রে! এটা কী করে বলি, ইন্ডাস্ট্রিতে তো আমায় টিকে খেতে হবে! ওঁরা সকলেই আমার খুব প্রিয়। সব কটা ছবি নিয়েই তাই সমান আগ্রহ। সবচেয়ে বড় কথা, দর্শক পুজোর সময় হল ভরিয়ে ছবি দেখবেন। এর চেয়ে ভাল আর কী হতে পারে!
আপনার সমসাময়িক মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় পর্দায় ছকভাঙা অ্যাকশন করছেন। আপনি কবে শামিল হচ্ছেন সেই তালিকায়?
বিশ্বাস করুন, আমিও করতে চাই! এরকম প্রস্তাব দিলেই করব। সেই অপেক্ষাতেই আছি।
নানান খবর

ধর্মকে অপমান! ‘প্রতিশোধ’ নিতে দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ, অপরাধের দায় নিল কারা
দুরন্ত অভিনয় আর তুখোড় সংলাপেই কামাল!বাস্তবের স্মৃতি উস্কে কেমন হল 'অচিন্ত্য আইচ'-এর দ্বিতীয় সিজন?
কবীরের সঙ্গে নামের মিল! একরত্তি মেয়েকে কী বলে ডাকেন কোয়েল মল্লিক?

২০ বছর পর তামান্নার নতুন লড়াই—পুরুষ-শাসিত জগতে কোন সাহসী পদক্ষেপ নিলেন অভিনেত্রী?

বলিউডে ধর্ষণ হয় না! কুণিকার মন্তব্য নিয়ে চরম বিতর্ক, ‘মুখ খুললে অনেক কিছু ফাঁস হবে’, হুঁশিয়ারি প্রাক্তন প্রেমিক শানুর ছেলের
ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেন মনোজ বাজপেয়ী? অভিনেতার গোপন কীর্তি ফাঁস করলেন স্ত্রী শাবানা
আইএমডিবি-র শীর্ষে পৌঁছল 'রক্তবীজ ২'! আবির-মিমি না অঙ্কুশ-কৌশানী? কোন জুটির রসায়ন দেখার জন্য বেশি উৎসাহী দর্শক?
'রামায়ণ'-এর শুটিংয়ের আগে ধূমপান, মদ্যপান ছেড়ে 'শুদ্ধ' হয়েছেন রণবীর! 'রাম' হতে গিয়ে আর কী করেছেন কাপুর-পুত্র?
শুধু পরিচালক নয়, এবার গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করছেন আরিয়ান! জানেন কতটা সুরেলা শাহরুখ-পুত্রের কণ্ঠ?

এ কোন ‘রক’! অ্যাকশন হিরো থেকে ‘চিকেন ম্যান’- হওয়ার জন্য কতটা ওজন এত দ্রুত কমালেন তিনি?

সলমনের শুটিংয়ের শুরুতেই উলটপুরাণ! কেন লাদাখে তড়িঘড়ি 'ব্যাটেল অফ গলওয়ান'-এর ক্লাইম্যাক্স আগে শুট করা হচ্ছে?

আসছে ‘জুমানজি ৩’! কবে থেকে শুরু হবে জঙ্গলের দুঃসাহসিক অভিযানের গল্পের শুটিং? বড় ঘোষণা 'দ্য রক'-এর!

কুমার শানুর সঙ্গে কণিকার 'বিষাক্ত সম্পর্ক' ছিল! মায়ের গোপন অতীত নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন কণিকা-পুত্র

বলিউডে উজান গাঙ্গুলী!নেটফ্লিক্সের সিরিজ পরিচালনার দায়িত্বে 'লক্ষ্মী ছেলে', দেখেশুনে কী বলছেন 'গর্বিত' বাবা?

'গদর ২'-এর পর ফের জুটি বাঁধছেন সানি–অনিল! আসছে ‘গদর ৩’, নায়িকা কি আমিশা-ই?

বাড়ির চেনা ৩ জিনিসই শরীর একেবারে ধ্বংস করে দেবে! আজই ফেলে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের, তালিকায় কী কী

উটাহ বিশ্ববিদ্যালয়ে চার্লি কার্ক গুলিবিদ্ধ হয়ে নিহত, সন্দেহভাজনকে গ্রেপ্তারের দাবি ট্রাম্পের

মহিলার পা ধরে পুরুষাঙ্গে ঘষাঘষি! 'বিকৃতকাম' অপরাধীকে ধরতেই পুলিশ যা শুনল, জানলে মুখ হাঁ হয়ে যাবে

গ্যাস-অম্বল ভেবে বসে আছেন! কোন কোন সমস্যা আসলে হার্ট অ্যাটাকের উপসর্গ জানেন? সাবধান হন

মোদির অসম সফর ঘিরে বিক্ষোভের আগুন চুটিয়া, রাজবংশীদের

পাকিস্তান ম্যাচ বয়কটের আর্জি, কী বার্তা দিল টিম ইন্ডিয়া?

কমবয়সিদের জীবন সংশয় তৈরি করছে ব্রেন স্ট্রোক! কোন কোন উপসর্গ দেখে আগে থেকে সাবধান হবেন ? লক্ষণ চেনালেন বিশিষ্ট চিকিৎসক

খাস কলকাতায় হাড়হিম কাণ্ড! মদ্যপানে প্রতিবাদ করায় যুবকের চরম পরিণতি, তদন্তে কলকাতা পুলিশ

ভারত-পাকিস্তান ম্যাচের বিরুদ্ধে পহেলগাঁও জঙ্গিহানায় মৃতের বাবা, ভারত সরকারের কাছে অনুরোধ

দিল্লি দাঙ্গা মামলা: সুপ্রিম কোর্টে উমর খালিদসহ চার অভিযুক্তের জামিন শুনানি স্থগিত

মায়ানমারের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কো কো উ'র পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তর সফর

ভারত-পাক মহারণের আগে ফিরল অতীত, গম্ভীরের সঙ্গে মাঠের ঝামেলা ফেরালেন পাকিস্তানের প্রাক্তনী

বিমানের রঙ হয় সাদা, তবে এয়ার নিউজিল্যান্ড বিরল ব্যতিক্রম! কেন?

অস্ত্রোপচার চুলোয় যাক, রোগীকে টেবিলে রেখেই নার্সের সঙ্গে সঙ্গম করতে দৌড়লেন পাকিস্তানি ডাক্তার!

নেপালে ভারতীয় পর্যটক ভরতি বসে হামলা!

বাড়তি শুল্ক না দিয়ে বিদেশ থেকে কতটা সোনা ভারতে আনা যায়? জেনে নিন নিয়ম

টিকিট কেটে কেউ আসেন না কি এই স্টেশন! দেখেই মনে হবে কোথায় চলে এলাম

আবারও জোর তোড়জোড়! মাতা বৈষ্ণো দেবীর পবিত্র গুহা মন্দিরে যাত্রা শুরু হচ্ছে আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে

নেপালের প্রথম বিমান হাইজ্যাক করেছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী সুশীলার স্বামী! সেটিতে ছিলেন এক জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী

খুন না কি সাধারণ দুর্ঘটনা? সত্য উদ্ঘাটনে কবর থেকে তোলা হল নয় বছরের শিশুর দেহ

জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান, দশ বছরে পা দিল টাটা স্টিল কলকাতা ম্যারাথন

হু হু করে কমবে পুরুষদের প্রজনন ক্ষমতা! রোজের ৬ অভ্যাস না বদলালে অকালেই হারাবেন সঙ্গমের ইচ্ছে

বিহারের ভোজপুরে শিক্ষক রাজেন্দ্র প্রসাদের মৃত্যু: ভোটার তালিকা সংশোধন কাজে অতিরিক্ত চাপের অভিযোগ

বিহার নয়, দেশের এই রাজ্যের ঘরে ঘরে তৈরি হয় আইএএস, সবচেয়ে আমলা রয়েছে এখানেই