আজকাল ওয়েবডেস্ক: ওড়িশায় এক হৃদয়বিদারক ঘটনা। খবর অনুযায়ী, ভেটেরিনারি ডাক্তাররা ওড়িশার গঞ্জাম জেলার একটি সরকার পরিচালিত হাসপাতালে একটি অসুস্থ গরুর পেট থেকে প্রায় ৪০ কেজি ওজনের প্লাস্টিক উপাদান, যেমন পলিথিন ব্যাগ, অপারেশনের মাধ্যমে সরিয়ে নিয়েছেন।

ঘটনার জেরে, জেলার প্রধান ভেটেরিনারি অফিসার (CDVO) অঞ্জন কুমার দাস জানিয়েছেন, সোমবার প্রায় তিন ঘণ্টা ধরে ওই গরুর অপারেশন করা হয়। পাঁচ বছর বয়স ওই গরুটির। তার পেট থেকে পলিথিন ব্যাগসহ বিভিন্ন অবশেষ উপাদান অপারেশন মাধ্যমে অপসারণ করা হয়। বর্তমানে গরুটির অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং এক সপ্তাহের মতো হাসপাতালে চিকিৎসাধীন রাখা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: 'আমাকে বাঁচাও বাবা', মেয়ের আর্তনাদ! প্রকাশ্যে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা! নিজেই দগ্ধ শরীরে স্কুটি চালিয়ে হাসপাতালে গেলেন যুবতী, নারী হত্যায় ফের প্রশ্নে যোগী

অপারেশনের দলে নেতৃত্ব দেওয়া পশু চিকিৎসক সত্য নারায়ণ কর বলেন, রাস্তার ধারে ফেলে দেওয়া খাবারের খোঁজে ঘুরে বেড়ানো গরুগুলো প্রায়শই প্লাস্টিক সহ নানা অপচনশীল বস্তু খেয়ে ফেলে। এইসব বস্তু তাদের অন্ত্রে জমে গিয়ে হজম প্রক্রিয়াকে ব্যাহত করে। সময়মতো চিকিৎসা না পেলে এসব গরু মারা যেতে পারে বলেও তিনি জানান।

আরও পড়ুন: দত্তকের নামে লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে একের পর এক দুগ্ধপোষ্য শিশু! যোগীরাজ্যে ফাঁস নয়া কেলেঙ্কারি

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই গরুটি হিলপতনা এলাকা থেকে পশু অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয় রবিবার। দুই দিন ধরে চলা প্রাথমিক চিকিৎসায় প্রাণীটির কোনও উন্নতি হচ্ছে না দেখেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গিয়েছে গরুটি মল ও মূত্র ত্যাগে সমস্যা অনুভব করছিল এবং অনেকদিন ধরে পেটের ব্যথায় নিজে নিজেই পেটে লাথি মারছিল।

পরবর্তীতে চিকিৎসকরা ক্লিনিক্যাল পরীক্ষায় দেখতে পান গরুর পেটে বিপুল পরিমাণ প্লাস্টিক জমে আছে। পরে জরুরি ভিত্তিতে বড় ধরনের অপারেশনের মাধ্যমে এইসব অপচনশীল বর্জ্য অপসারণ করা হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালেও একই হাসপাতালে পশু চিকিৎসকরা একটি পথকুকুর সদৃশ গরুর পেট থেকে প্রায় ৩০ কেজি প্লাস্টিক অপসারণ করেছিলেন।

সম্প্রতি এ ঘটনাটি তুলে ধরেছে যে, সিল্ক সিটিতে (ব্রহ্মপুর) প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার, পরিবহন ও উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা কার্যকরভাবে মানা হচ্ছে না। পরিবেশবাদী এবং প্লাস্টিক বিরোধী আন্দোলনের নেতা সুধীর রাউত স্থানীয় পৌরসভা বেরহমপুর মিউনিসিপাল কর্পোরেশনকে প্লাস্টিক ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।