আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বিয়ের অনুষ্ঠান মানেই জমকালো আয়োজন আর স্মরণীয় মুহূর্ত তৈরির প্রতিযোগিতা। নবদম্পতি নিজেদের বিশেষ দিনটিকে অনন্য করে তুলতে নানা অভিনব উদ্যোগ নেন। তেমনই এক ঘটনায় ইন্টারনেট এখন সরগরম—বর সিঁড়ি বেয়ে নববধূকে কোলে  তুলে নিয়ে বিয়ের আসরে ঢোকার চেষ্টা করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন, আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল।

ভিডিওটি ৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া মাত্রই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই এটি ৪.২ মিলিয়নের বেশি ভিউ এবং ৩৫ হাজারের বেশি লাইক পেয়েছে। অসংখ্য মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স—কেউ মজা করেছেন, কেউ সহানুভূতি দেখিয়েছেন, আবার কেউ প্রশংসাও করেছেন।

কী ঘটেছিল সেদিন?

ভিডিওর শুরুতে দেখা যায়, কালো শেরওয়ানি পরিহিত বর নববধূর পাশে দাঁড়িয়ে। কনে লাল লেহেঙ্গা, গহনা ও নিখুঁত সাজে উজ্জ্বল। হঠাৎ বর সবার সামনে চমক দিতে নববধূকে কোলে তুলে নেন। দর্শকরা হাততালি ও উল্লাসে মেতে ওঠেন। প্রথম কয়েক ধাপ আত্মবিশ্বাসের সঙ্গেই ওঠেন বর, কিন্তু ষষ্ঠ ধাপে উঠতেই বিপত্তি ঘটে।

আরও পড়ুন: মাত্র দু’বছর এই কাজ করলেই হার্টের বয়স কমবে ২০ বছর! হৃদয়ের বার্ধক্য মুছে ফেলার গোপন রহস্য ফাঁস গবেষণায়

ভারী লেহেঙ্গা আর কনের ওজন সামলাতে না পেরে বর হোঁচট খান এবং নবদম্পতি সরাসরি সিঁড়ির সামনে পড়ে যান। ক্যামেরাপারসন ও অতিথিদের চোখের সামনে এই ঘটনা ঘটতেই চারিদিকে মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায়। উপস্থিত আত্মীয়-বন্ধুরা তৎক্ষণাৎ ছুটে এসে বর-কনেকে উঠিয়ে দেন। যদিও ঘটনা কিছুটা লজ্জাজনক ছিল, তবে তা মুহূর্তেই বিয়ের সবচেয়ে ‘অমলিন’ স্মৃতিতে পরিণত হয়।

আরও পড়ুন: মা-বাবার মুখই সন্তানের প্রথম পাঠ্য বই! অভিভাবকদের কোন অভিব্যক্তি শিশুর উপর কী প্রভাব ফেলে জানেন?

এই ভিডিওকে ঘিরে নেটিজেনদের মন্তব্যে ভরপুর সোশ্যাল মিডিয়া। একজন লিখেছেন— “Bro needs the gym.” আরেকজন রসিকতা করে বলেছেন— “কেন বিয়ের দিন? অন্তত ওই দিনটা শান্তিতে কাটতে দাও।” আবার কেউ প্রশংসা করে লিখেছেন— “পুরো নম্বর পাওয়ার মতো চেষ্টা।” অন্য একজন মন্তব্য করেছেন— “অপমানজনক হলেও ওর রোম্যান্টিক ইচ্ছেটা প্রশংসনীয়।” কেউ বলেছেন, ভারী পোশাকের কারণেই সমস্যায় পড়েছেন বর, আবার কারও মন্তব্য— “আগে অনুশীলন করলে এমনটা হতো না।”

আরও পড়ুন: আর মাত্র কয়েক ঘণ্টা! পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ৫ রাশির ফুলেফেঁপে উঠবে টাকাপয়সা, সব বাধা কেটে সোনায় মুড়বে কাদের কপাল?

ঘটনাটি প্রমাণ করল, যতই পরিকল্পনা নিখুঁত হোক না কেন, বিয়ের আসরে ‘গ্র্যান্ড এন্ট্রি’-র মতো মুহূর্ত কখনও কখনও অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ে পরিণত হতে পারে। তবে ইন্টারনেটের যুগে এসব মুহূর্ত যত দ্রুত আসে, তত দ্রুতই ভাইরাল হয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায়।