শরীরে মাঝেমধ্যে ছোটখাটো ব্যথা হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে কিছু ব্যথা এমন থাকে, যা বড় ধরনের রোগের ইঙ্গিত দিতে পারে। চিকিৎসকরা বলছেন,শরীর আমাদের আগে থেকেই রোগের সংকেত দেয়। তাই এই ধরনের ব্যথাকে একেবারেই হালকাভাবে নেওয়া উচিত নয়। তাহলে কোন কোন জায়গার ব্যথা মারাত্মক রোগের ইঙ্গিত দেয়? জেনে নিন-
* বুকে ব্যথাঃ হঠাৎ বুকের মাঝখানে চাপ ধরা, ভারী লাগা বা ব্যথা শুরু হলে কখনও অবহেলা করবেন না। এর পেছনে হার্ট অ্যাটাক, এনজাইনা বা ফুসফুসে রক্ত জমাট বাঁধার মতো মারাত্মক কারণ থাকতে পারে।
* পেলভিক বা তলপেটের ব্যথাঃ মহিলাদের ক্ষেত্রে হঠাৎ তলপেটে ব্যথা শুরু হলে তা ডিম্বাশয় ফেটে যাওয়া, ইটপিক প্রেগন্যান্সি বা অন্য কোনও স্ত্রীরোগের ইঙ্গিত হতে পারে। পুরুষদের ক্ষেত্রেও এ ধরনের ব্যথা অ্যাপেন্ডিসাইটিস বা ইউরিনারি ইনফেকশনের কারণে হতে পারে।
* অস্বাভাবিক মাথাব্যথাঃ আগে কখনও হয়নি, হঠাৎ যদি এমন মাথাব্যথা হয়, তাহলে সতর্ক হন। এটি মাইগ্রেন নয়, স্ট্রোক, মেনিনজাইটিস বা ব্রেন হেমারেজের সতর্কবার্তা হতে পারে।
* পেটে ধারাবাহিক ব্যথাঃ অবিরাম পেটে ব্যথা থাকলে তা সাধারণ গ্যাস বা অ্যাসিডিটির বিষয় নয়। এর পেছনে অ্যাপেন্ডিসাইটিস, প্যানক্রিয়াটাইটিস বা অন্ত্রের সংক্রমণ থাকতে পারে।

* চোখে ব্যথা বা ঝাপসা দেখাঃ চোখে হঠাৎ ব্যথা, চাপ, লাল ভাব বা ঝাপসা দেখা-এসব লক্ষণ গ্লুকোমা বা রেটিনা আলাদা হয়ে যাওয়ার মতো সমস্যার ইঙ্গিত দেয়, যা দ্রুত চিকিৎসা না করালে অন্ধত্বও ডেকে আনতে পারে।
* অজানা পিঠের ব্যথাঃ দীর্ঘদিন ধরে চলা পিঠের ব্যথা, বিশেষ করে রাতের দিকে বাড়লে, তা স্পাইনাল ইনফেকশন, টিউমার বা হাড়ের সমস্যার কারণে হতে পারে।
আরও পড়ুনঃ অতিরিক্ত প্রোটিন সর্বনাশ ডেকে আনছে! কিডনিই বিকল হয়ে যাবে না তো? এখনই সাবধান হন
* মূত্রত্যাগের সময় ব্যথাঃ পিঠের দিকে ছড়িয়ে যাওয়া ব্যথা ও মূত্রত্যাগে অস্বস্তি কিডনির পাথর বা ইনফেকশনের লক্ষণ। এর সঙ্গে জ্বর বা বমি থাকলে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।
শরীরের এই ব্যথাগুলোকে ছোটখাটো সমস্যা ভেবে অবহেলা করা মারাত্মক ভুল হতে পারে। চিকিৎসকদের মতে, দ্রুত সঠিক পরীক্ষা ও চিকিৎসা শুরু করলেই বড় বিপদ এড়ানো সম্ভব। তাই শরীর যখন সংকেত দেয়, তখনই সতর্ক হওয়া প্রয়োজন।
