আজকাল ওয়েবডেস্ক: রাজগিরে এখন এশিয়া কাপ ২০২৫ চলছে। ভারতীয় হকি দল উড়ছে। ইতিমধ্যেই সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারতের হকি দল। লিগ পর্বে কাজাখস্তানকে ১৫-২ গোলে মাটি ধরিয়েছে। চলতি টুর্নামেন্টে ভারতকেই সবথেকে শক্তিশালী বলে মনে হচ্ছে। টুর্নামেন্ট জেতার ব্যাপারে ভারতকেই ফেভারিট বলে মনে করা হচ্ছে। ভারত চ্যাম্পিয়ন হলে আসন্ন হকি বিশ্বকাপে স্থান পাবে। ভারতীয় হকি দলের মেন্টাল স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ প্যাডি আপটন ২০১১ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। অতীতে বিরাট কোহলির সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে আপটন বলেছেন, হকি দলে ১৮-২০ জন কোহলি রয়েছেন। নিজের প্রতি দায়বদ্ধতা, শরীরের যত্ন নেওয়া, নির্দিষ্ট সময়ে ঘুম, ঠিকঠাক খাওয়া দাওয়া করা এবং ট্রেনিংয়ের নিরিখে বিচার করলে ভারতের ক্রিকেট দলের সঙ্গে বহুগুণে এগিয়ে রয়েছে হকি দল। শারীরিক সক্ষমতার দিক থেকে বিচার করে এহেন মন্তব্য করেছেন আপটন। তিনি বলেছেন, ''ঘুম, খাওয়া-দাওয়া, ট্রেনিং--এখনকার হকি দলের সঙ্গে যদি আমার সময়ের ক্রিকেট দলের তুলনা করা যায়, তাহলে বলব এই দলটা ক্রিকেট দলের থেকে পাঁচ গুণ এগিয়ে রয়েছে। ফিটনেস এবং দায়বদ্ধতার দিকে থেকে বিচার করলে বিরাট অনন্য। কিন্তু এই হকি দলে একেক জন বিরাটের সমকক্ষ। শারীরিক সক্ষমতার দিক থেকে যদি বিচার করা হয়, তাহলে এই দলে ১৮-২০ জন বিরাট কোহলি রয়েছে।''
এদিকে, দিল্লি প্রিমিয়ার লিগের ফাইনালে কোহলির নতুন নাম দিয়েছেন তিনি। দিল্লি প্রিমিয়ার লিগের ফাইনালে আমন্ত্রণ জানানো হয়েছিল গৌতম গম্ভীরকে। ক্রিকেটে অবদানের জন্য গম্ভীরকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই তাঁর সতীর্থদের নামকরণ করতে বলা হয় গম্ভীরকে। কোহলির নাম ‘দেশি বয়’ দিয়েছেন গম্ভীর। যে হেতু দু’জনেই দিল্লির ছেলে, তাই কোহলির এই নাম রেখেছেন গম্ভীর।
খেলোয়াড় জীবন থেকেই কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক থাকাকালীন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গম্ভীরের সঙ্গে বিবাদ হয়েছে কোহলির। আবার লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীনও মাঠে কোহলির সঙ্গে ঝগড়া হয়েছে গম্ভীরের। তার জন্য জরিমানার মুখেও পড়তে হয়েছে দু’জনকে।
কোহলির পাশাপাশি আরও অনেক সতীর্থের নাম দিয়েছেন গম্ভীর। যেমন শচীন তেন্ডুলকারকে ‘ক্লাচ’ বলে উল্লেখ করেছেন তিনি। জসপ্রীত বুমরাকে ‘স্পিড’, নীতীশ রানাকে ‘গোল্ডেন আর্ম’, শুভমান গিলকে ‘মোস্ট স্টাইলিশ প্লেয়ার’, রাহুল দ্রাবিড়কে ‘মিস্টার কনসিসটেন্ট’, ভিভিএস লক্ষ্মণকে ‘রান মেশিন’, জাহির খানকে ‘ডেথ ওভার স্পেশালিস্ট’ ও ঋষভ পন্থকে ‘মোস্ট ফানি’ নাম দিয়েছেন গম্ভীর।
কোচ হিসাবে দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন গম্ভীর। এ বার সামনে এশিয়া কাপ। ৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহি যাচ্ছে গম্ভীর–সহ ভারতীয় দল। তবে একসঙ্গে নয়, আলাদা আলাদা যাচ্ছেন ক্রিকেটারেরা। ৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রতিযোগিতা। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি ভারত–পাকিস্তান।
আরও পড়ুন: 'বিরাটের সঙ্গে সম্পর্কটাই ...', পুরনো ঘটনা নিয়ে অনুশোচনা তারকা ক্রিকেটারের
