এক দাদার যত্নসহকারে তাঁর চার বোনকে আগলে রাখার গল্প বলছে জি বাংলার ধারাবাহিক 'দাদামণি'। দাদা 'সোম'-এর ভূমিকায় অভিনয় করেছেন প্রতীক সেন। মা সন্তানদের ছেড়ে চলে গেছে, আর বাবা মদ্যপ। তাই বোনেদের কাছে বাবা-মা উভয়ই সোম অর্থাৎ প্রতীক সেন। স্নেহের বোনেদের বড় করে ভাল ঘরে বিয়ে দেওয়াই তঁর লক্ষ্য। আর সেই লক্ষ্যপূরণে সোমের পাশে দাঁড়ায় বড়বোন রত্না। সে পেশায় একজন স্কুল শিক্ষিকা। নিজের একটা স্কুল গড়ে কোলার স্বপ্ন রয়েছে দুচোখে। যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষিত করতে চায় রত্না। 

 

মেজবোন রেশমি একজন খাদ্যপ্রেমী। সে আবার খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়ে। ইংরেজিটা অতটা ভাল নয়, কিন্তু ফড়ফড় করে ইংরাজি বলতে সে একেবারে মরিয়া। সোমের সেজবোন রানি হল পরিবারের স্তম্ভ, যাকে বলে হোম মিনিস্টার। বেড রুম থেকে রান্নাঘর তার দখলে। পরিবারে সকলের ছোটবোন রিমলি। সে দাদার নয়ণের মণি। এই চার বোন ও দাদার গল্পই পর্দায় ফুটে উঠছে। 

শুধু দাদা-বোনের সম্পর্কের বন্ধনই নয়, এই ধারাবাহিক বলবে মিষ্টি প্রেমের কাহিনিও। গল্পের নায়িকা পার্বতীকে ছোট থেকেই ভালবাসে সোম। কিন্তু মুখ ফুটে বলতে পারছেনা। বড় হয়েও সোমের ভালবাসা একইরকম পার্বতীর প্রতি। তবে এবার পার্বতীর অমতে তার বিয়ে ঠিক করেছে পার্থসারথি। বিয়ের মণ্ডপে আসার আগেই পার্বতীর হবু বর বেপাত্তা। 

 

লগ্নভ্রষ্টা হতে যায় পার্বতী। গ্রামের লোকেদের মধ্যে নিন্দা শুরু হয়ে যায়। তখন আর কোনও উপায় না দেখে পার্বতীর বাবা সুদেবকে বলে সে যে তার মেয়েকে বিয়ে করে এই অসম্মান থেকে উদ্ধার করে। কিন্তু সুদেব পাড়ার গুণ্ডা। তার চরিত্রও মোটেই ভাল নয়‌। এই সব কিছু জানার পর পার্বতী কিছুতেই এ বিয়েতে রাজি হতে পারে না। 

 

আরও পড়ুন: এবার 'এমএমএস' ফাঁসের ইঙ্গিত তমান্না ভাটিয়ার! নেপথ্যে রয়েছে কোন বলি ব্যক্তিত্বের হাত?

 

বিয়ের মণ্ডপে চার বোনের সঙ্গে উপস্থিত ছিল সোম। পার্বতীর মায়ের চোখ যায় তার দিকে। সে ছুটে এসে সোমকে অনুরোধ করে পার্বতীকে বিয়ে করায় জন্য। কিন্তু প্রথমদিকে রাজি হয় না সোম। পরে পার্বতীর মা তার মাথার দিব্যি দেয় সোমকে। আর ফেলতে পারে না সোম তার কথা। এর মধ্যেই পার্বতীকে জোর করে বিয়ে করতে যায় সুদেব‌। সোম তাড়াতাড়ি এসে বাধা দেয়‌। বিয়ের আসরেই হাতাহাতি হয়‌। অবশেষে সোম এসে পার্বতীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়।

 

সোম-পার্বতীর বিয়ে যে হুট করে এভাবে হয়ে যাবে, তা কল্পনা করতে পারেননি দর্শক। এবার তাদের নতুন জীবন কেমন হবে? একসঙ্গে চার বোন ও পার্বতীকে নিয়ে সুখে থাকতে পারবে তো সোম? নতুন প্রোমো আসার পর থেকেই এই প্রশ্ন ঘুরছে দর্শকের মনে। তবে সবদিক সামাল দিয়ে চলতে জানে সোম। পার্বতীকে পাশে পেলে তার জীবনযুদ্ধ আরও সহজ হবে বলেই মনে করছেন সিরিয়ারপ্রেমীরা।