শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’— বলিপাড়ার এক ঝলমলে কিন্তু গোপন কূটকচালির দুনিয়া নিয়ে নির্মিত হাই-স্টেকস ড্রামা। সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল প্রমুখ। সিরিজে বিশেষ চমক হিসেবে দেখা যাবে সলমন খান, করণ জোহরসহ আরও একাধিক তারকাকে। এটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে।
অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের বহুচর্চিত প্রথম পরিচালনা ‘দ্য ব্যা**ডস অব বলিউড’-এর ঝলক। সিরিজটির প্রিভিউতে দর্শক-সমালোচকরা হতবাক—ঝকঝকে ভিজ্যুয়াল, কাঁচা বাস্তবতা আর সাহসী গল্পের ছোঁয়ায় এটি যেন বলিউডের নতুন অধ্যায়।
প্রিভিউ ইভেন্টে সবচেয়ে আলো কেড়েছিল কী? শুধু ট্রেলার নয়, অনুষ্ঠানের আসল আকর্ষণ হয়ে উঠেছিল পরিচালক আরিয়ান খানকে ঘিরে টিমের অভিজ্ঞতা শেয়ার। আর এখানেই উঠে আসে এক চমকপ্রদ মজার ঘটনা—যখন ববি দেওল নালিশ করেছিলেন সরাসরি শাহরুখ খানের কাছে, নিজের ছেলে আরিয়ানকে নিয়ে!
৭ ঘণ্টা ধরে আরিয়ানের চিত্রনাট্য শোনানো থেকে কঠিন শুটিংয়ের কথা নিয়েও মুখ খুলেছেন ববি। আরিয়ানের নিষ্ঠার কথা বলতে গিয়ে ববি জানান—“আমি ভীষণ ভাগ্যবান এই প্রজেক্টের অংশ হতে পেরে। তবে ও আমাদের ভীষণ খাটিয়েছে। একবার তো আমাকে টানা ৭ ঘণ্টা ধরে গল্প শোনাল, অথচ আমি আগেই রাজি হয়েছিলাম! শুটিং চলাকালে বারবার বলত, ‘আর একটা টেক করি?’ আমি বলতাম, ‘হ্যাঁ বাবা, করো’। ভেবেছিলাম নতুন পরিচালক বলে একটু সহজ হবে, কিন্তু উল্টে আরও কঠোর ছিল।”
এই প্রসঙ্গে শাহরুখ খোলসা করলেন মাঝরাতে ববি দেওলের ফোন আসে তাঁর কাছে। উপলক্ষ, ছেলের নামে নালিশ! শাহরুখ নিজেই মজার কাহিনি ফাঁস করলেন—“একদিন রাতে ববি আমাকে ফোন করে বলল, ‘ভাই, তোর ছেলে কিন্তু খুব খাটাচ্ছে, এখনই এসে একটু সামলা। আরে আমাকে তো বাড়িও যেতে হবে!’”
শাহরুখের এই মন্তব্যে মুহূর্তেই হাসিতে ফেটে পড়ে হল।
সব মিলিয়ে স্পষ্ট—আরিয়ানের প্রথম প্রোজেক্টে কোনও আপস ছিল না। কঠোর শুটিং, টিমের পরিশ্রম আর একঝাঁক নতুন মুখ নিয়ে আসছে এই সিরিজ। অভিনয়ে রয়েছেন ববি দেওল, লক্ষ্য, সাহের বাম্বা ও রাঘব জুয়াল। ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘দ্য ব্যাডস অব বলিউড’।
প্রশ্ন একটাই—ছেলের পরিচালনা কি বাবার মতোই ম্যাজিক তৈরি করতে পারবে?
