আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরের জুন পর্যন্ত অজিত আগরকরের চুক্তি বাড়ানো হল। বোর্ডে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু বিসিসিআই তাঁর ওপরই আস্থা রাখে। তাঁর জমানায় গতবছর টি-২০ বিশ্বকাপ এবং এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া। একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ আইপিএলের আগেই তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বোর্ডের এক কর্তা বলেন, 'ওর জমানায় ভারতীয় দল খেতাব জিতেছে। পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। বিসিসিআই ওর চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কয়েক মাস আগে এই প্রস্তাব মেনে নিয়েছে আগরকর।' 

কয়েকদিন আগে যশপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আগরকর জানান, মার্কি টুর্নামেন্টের জন্য তারকা পেসারকে ফিট রাখা তাঁদের লক্ষ্য। তিনি বলেন, 'বর্তমানে কোনও লিখিত পরিকল্পনা নেই। ইংল্যান্ড সিরিজের পর একটা বিরতি পেয়েছে। টিম ম্যানেজমেন্ট, ফিজিওরা ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।‌ এটা শুধু এখনই নয়। চোট পাওয়ার আগেও ওকে আমরা সর্বত্র দেখভাল করতাম। কারণ আমরা জানি ও কতটা গুরুত্বপূর্ণ।' আন্তর্জাতিক ক্রিকেটে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। কিন্তু তারমধ্যেও বেছে বেছে হাই-প্রোফাইল টুর্নামেন্টে বুমরাকে খেলাতে চান। আগরকর বলেন, 'আমরা সব বড় ম্যাচে ওকে চাই। আমি জানি আন্তর্জাতিক ক্রিকেটে সব ম্যাচই বড় ম্যাচ। তবে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, বা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো বড় সিরিজ আছে। যেখানে আমরা চাইব ও খেলুক।' 

বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর চর্চা চলছে। এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ। আগের দিন সঞ্জয় মঞ্জরেকর জানান, দেশের থেকে বুমরাকে‌ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বোর্ডের মুখ্য নির্বাচক দাবি করেন, মেডিক্যাল দলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগরকর বলেন, 'অধিকাংশ ফাস্ট বোলারদের পর্যবেক্ষণে রাখা হয়। গত তিন-চার বছরে চোট পাওয়ায়, ওর বিশেষ যত্ন নেওয়া হয়। ও স্পেশাল প্লেয়ার। তাই এই বিষয়ে পরিবর্তন হবে না। সেটা এই সিরিজ হোক বা পরের ছয় মাস। ও নিজে খেলার জন্য তৈরি কিনা, সুস্থবোধ করছে কিনা, সেটাও দেখতে হবে। ট্রেনার এবং ফিজিওরা সবসময় ওকে পর্যবেক্ষণে রাখে। আশা করব ওকে আরও বেশি পাওয়া যাবে।' ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।