আজকাল ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবসের পরের দিন স্কুলের উঠোনে জাতীয় পতাকা পড়েছিল। সেটি দেখতে পেয়ে পা দিয়ে ভাঁজ করলেন প্রধান শিক্ষিকা! ত্রিবর্ণরঞ্জিত পতাকার প্রতি এই অবমাননার ভিডিও ভাইরাল হতেই হইহই কাণ্ড। অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নক্কারজনক এই আচরণের ঘটনা অসমের।

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, প্রধান শিক্ষিকা ফতেমা খাতুন প্রথমে স্কুলের উঠোন থেকে পতাকাদণ্ড নামান। এরপর পতাকা মাটিতে না ছুঁয়ে নিজের পায়ের মাঝে চেপে ভাঁজ করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক চরমে ওঠে।

পুলিশের মতে, প্রধান শিক্ষিকা শনিবার সকালে একা স্কুলে গিয়েছিলেন এবং 'আপত্তিকরভাবে' পতাকাটি দণ্ড থেকে নামিয়ে দেন। পুলিশ জানিয়েছে, "১৫ অগাস্ট (স্বাধীনতা দিবস) শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রধান শিক্ষিকা ফতেমা খাতুন জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, কিন্তু শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি একা এসে স্কুলের গেট খুলে পতাকাটি দণ্ড থেকে নামিয়ে দেন, কারণ শুক্রবার রাতে এলাকার স্থানীয়রা জাতীয় পতাকা টাঙিয়ে রাখার জন্য তাঁর সমালোচনা করেছিলেন।"

আরও পড়ুন-  শুঁড় তুলছে-লেজ নাড়াচ্ছে-চোখ-মুখও ঘুরছে, অবিকল হাতি, কিন্তু যান্ত্রিক! কেরলের মন্দিরে চমক

১৯৭১ সালের জাতীয় পতাকার সম্মান অবমাননা প্রতিরোধ আইনে অভিযুক্ত করে নগাঁও জেলা থেকে প্রধান শিক্ষিকা ফতেমাকে গ্রেপ্তার কার হয়। তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।