আজকাল ওয়েবডেস্ক: কেরলের কোদুঙ্গাল্লুরের প্রাচীন নেদিয়াথালি শ্রী শিব মন্দিরের হাতি শুঁড় তুলছে, লেজ নাড়াচ্ছে, চোখ-মুখও ঘুরছে, এমনকি শুঁড় দিয়ে ভক্তদের উদ্দেশ্যে জলও ছুড়ে দিচ্ছে। কিন্তু, এই হাতি আসল নয়! নকল। যান্ত্রিক হাতি। পেটা ইন্ডিয়া এবং বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ মন্দিরে এই যান্ত্রিক হাতিটি দান করেছেন। এই হাতির নাম থালিস্বরন।

পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (পেটা) ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, জীবন্ত হাতি কখনও রাখার বা ভাড়া না করার সিদ্ধান্তের স্বীকৃতিস্বরূপ 'থালিস্বরন' নামে তিন মিটার লম্বা, ৮০০ কিলোগ্রাম ওজনের যান্ত্রিক জাম্বো হাতিটি মন্দিরে দান করা হয়েছে। শনিবার থালিস্বরনকে ভক্তদের সামনে হাজির করা হয়। মন্দির প্রাঙ্গণে এর শুভ উদ্বোধনের দিন ছিল ঐতিহ্যবাহী পঞ্চারি মেলম সঙ্গীতানুষ্ঠান।

এই উদ্যোগের প্রশংসা করে অভিনেতা জ্যাকি শ্রফ বলেছেন যে, "ঈশ্বরের সৃষ্টি সুখে বসবাস করে দেখে আমি অত্যন্ত খুশি। হাতিদের শিকলে বাঁধা, শক্ত মেঝেতে দাঁড়িয়ে থাকা বা পিঠে মানুষ বহন করার জন্য তৈরি করা হয়নি। তাদের নদীতে স্নান করা, জঙ্গলে ঘুরে বেড়ানো আর স্বাধীনভাবে বেঁচে থাকার জন্যই সৃষ্টি করা হয়েছে। সেই কারণেই আমি থালিস্বরনকে কেরলের এই পূজনীয় মন্দিরে দান করছি।"

?ref_src=twsrc%5Etfw">August 16, 2025

যান্ত্রিক হাতির উদ্বোধনের পর কংগ্রেস সাংসদ বেনি বেহানন জানিয়েছেন, এই উদ্যোগ খুবই সুন্দর এবং তিনি খুশি। বলেছেন, "এটি দেখতে হুবহু আসল হাতির মতো। অথচ পুরোপুরি নিরাপদ। বাচ্চারা এটিকে ছুঁতে পারবে, ছবি তুলতে পারবে, আনন্দে মেতে উঠবে, কোনও ঝুঁকি ছাড়াই। এ যেন ঐতিহ্যের সঙ্গে নিরাপত্তা ও সহমর্মিতার এক অনন্য মেলবন্ধন।"

নেদিয়াথালি শ্রী শিব মন্দির কমিটির সভাপতি সুরেশ বাবু এক বিবৃতিতে জানান, 'এই যান্ত্রিক হাতি শুধু ঐতিহ্যের প্রতীক নয় বরং সব জীবজগতের প্রতি শ্রদ্ধারও প্রতীক। তাঁর কথায়, 'এই সহানুভূতিশীল পদক্ষেপের মাধ্যমে আমরা ভগবান গণেশকে পুজো করতে পারব, অথচ কোনও জীবন্ত প্রাণীর কষ্টও হবে না।'

থালিস্বরন হল, পেটা ইন্ডিয়ার মন্দিরে দান করা একাদশ এবং কেরলের সপ্তম রোবট হাতি। এটি রাবার, ফাইবার, ধাতু, জাল, ফোম এবং ইস্পাত দিয়ে তৈরি এবং পাঁচটি মোটর দ্বারা চালিত তৃতীয় হাতি, যা ত্রিশুরের একটি মন্দিরে দান করা হয়েছে। পেটা ইন্ডিয়ার প্রচেষ্টায় কেরলের ত্রিশুরের ইরিঞ্জাডপ্পিলি শ্রীকৃষ্ণ মন্দিরে ইরিঞ্জাডপ্পিলি রমন এবং কোম্বারা শ্রীকৃষ্ণ স্বামী মন্দিরে কোম্বারা কান্নান; কোচির থ্রিক্কাইল মহাদেব মন্দিরে মহাদেবন; এবং কান্নুরের এদায়ার শ্রী ভাদাক্কুম্বা শিব বিষ্ণু মন্দিরে ভাদাক্কুম্বা শঙ্করনারায়ণনে যান্ত্রিক হাতি দান করা হয়েছে। এগুলো ছাড়াও, পেয়া ইন্ডিয়া তিরুবনন্তপুরমের পূর্ণিমিকাভু মন্দির এবং পেরুমকাদাভিলার বলভদ্রকালী ক্ষেত্রমকে যান্ত্রিক হাতি - 'বলধাসন' এবং 'দেবী দাসন' - উপহার দিয়েছে।

পেটা জানিয়েছে, এই হাতি সহজেই রাস্তায় বার করা যায়, শোভাযাত্রায় অংশ নিতে পারে। নিরাপদে ধর্মীয় অনুষ্ঠানও সম্পূর্ণ করা যায় এর সাহায্যে। এই নকল হাতি জীবন্ত করতে শুধু লাগবে শুধু বৈদ্যুতিক সংযোগ।

নেদিয়াথালি শ্রী শিব মন্দির হল একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং কেরালার বৃহত্তম শিবলিঙ্গগুলির মধ্যে একটি।

এটি পেরুমাকান রাজবংশের সময় নির্মিত চারটি থালি মন্দিরের মধ্যে একটি এবং উল্লেখযোগ্যভাবে, রাজা রামবর্মা কুলাশেকরা কোডুঙ্গাল্লুর আক্রমণের সময় এখানে আশ্রয় নিয়েছিলেন এবং মন্দিরের ভেতর থেকে একটি চাভেরপাদ (আত্মহত্যাকারী দল) গঠন করেছিলেন, বিবৃতিতে বলা হয়েছে।

আরও পড়ুন-  'তোমার চরিত্র ভাল নয়', মা'কে শাস্তি দিতে গলায় ছুরি ধরে লাগাতার ধর্ষণ ছেলের!