জি বাংলার ধারাবাহিক 'তুই আমার হিরো' শুরুর দিন থেকেই দর্শকের কাছে ভালবাসা পেয়েছে। টিআরপিতে মাঝেমধ্যেই প্রথম দশে উঠে আসে এই ধারাবাহিক। গল্পে সুপারস্টার শাক্যজিৎ-এর সঙ্গে ঘটনাচক্রে বিয়ে হয়ে যায় সাধারণ মেয়ে আরশির। শুরুতে মোটেই বনিবনা ছিল না নায়ক-নায়িকার।
তবে গল্পের মোড়ে এখন একে অপরের পাশে দাঁড়ায় শাক্য-আরশি। এদিকে আরশিকে বিপাকে ফেলতে উঠেপড়ে লেগেছে মধুবনী। মেগায় 'শাক্য'র চরিত্রে রুবেল দাস, 'আরশি'র চরিত্রে মোহনা মাইতি ও খল নায়িকা 'মধুবনী'র চরিত্রে রয়েছেন শার্লি মোদক। এই ধারাবাহিকে মধুবনী নানাভাবে চক্রান্ত করে আরশিকে বিপদের মুখে ফেলার জন্য।
অন্যদিকে, আরশিও কম যায় না। সে-ও বুদ্ধির জোরে মধুবনীর চক্রান্তের জাল কেটে ঠিক বেরিয়ে আসে। এমনকী তার সমস্ত প্ল্যান বানচাল করে শাক্যর সামনে মধুবনীর মুখোশ খুলে দিতে উঠেপড়ে লাগে আরশি। এদিকে, একটু একটু করে শাক্যকে ভালবেসে ফেলছে আরশি। কিন্তু মধুবনীর চক্রান্তের কাছে বারবার হেরে যাচ্ছে তাদের ভালবাসা।
সম্প্রতি প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছে শাক্য। এবার তার পাত্রী মধুবনী। আরশির একটা চিঠি খুঁজে পায় শাক্য। সেখানে লেখা রয়েছে তাকে ডিভোর্স দিতে পারবে না বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আরশি। এই চিঠি পেয়ে মন খারাপ হয়ে যায় শাক্যর। ভাবতে থাকে, কেন এভাবে কিছু না বলে পালিয়ে গেল আরশি? এদিকে, ডিভোর্সের জন্য অপেক্ষা না করে বিয়ের জন্য শাক্যকে জোর করে মধুবনী। কিন্তু বিয়ের দিন ঘটে এক কাণ্ড।

মণ্ডপে মধুবনীর গলায় মালা দিতে যাবে শাক্য, ঠিক এমন সময় আরশি এসে হাজির হয়। সঙ্গে করে নিয়ে আসে আরেক মধুবনীকে। বিয়েতে উপস্থিত সবাই চমকে ওঠে। কনের বেশে ভয়ে কাঁপতে থাকে মধুবনী। আরশি সবটা খোলসা করে জানায় যে, মধুবনীর এক যমজ বোন আছে। আর সেই বোনকেই হাসপাতালে দেখে ফেলে শাক্য। সেটাই ছল করে কাজে লাগায় মধুবনী। তার মুখোশ খুলে দিতে সমস্ত প্রমাণও জোগাড় করে ফেলে আরশি।
এবার কি শাক্য নিজের ভুলটা বুঝতে পারবে? মধুবনীর চক্রান্তের সবকিছু জানার পরেও কি তাকে নতুন সুযোগ দেবে শাক্য? নাকি এবার আরশির সঙ্গেই হাতে হাত মেলাবে সে? প্রোমো দেখে এইসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে। টিআরপির নিরিখে প্রথম দশে কয়েক সপ্তাহ নেই এই মেগা। তবুও এর জনপ্রিয়তায় কিন্তু মোটেই ভাটা পড়েনি। শাক্য-আরশির টানটান উত্তেজনাপূর্ণ গল্প দেখতে অপেক্ষায় থাকেন সিরিয়ালপ্রেমীরা। এবার গল্পের মোড়ে, ঠিক কী হতে চলেছে সেটাই দেখার।
