বিল্পবী অনন্ত সিং-এর বায়োপিক নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। ছবির নাম 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। ছবিতে মুখ্য চরিত্র অনন্ত সিং-এর ভূমিকায় দেখা যাবে জিৎকে। এই খবর আগেই এসেছিল। ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন এই ছবিকে ঘিরে দর্শক মহলে উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন 'সুপারস্টার' জিৎ। 

 

এদিন সমাজমাধ্যমে 'অনন্ত সিং' হয়ে ওঠার জার্নি ভাগ করলেন তিনি। অক্টোবর মাস থেকে কলকাতা, ঝাড়খণ্ড, মাসাঞ্জর ড্যাম-এর মতো বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং। তার প্রাক্কালেই ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের জন্য নিজের মতো করে কড়া হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন সুপারস্টার। তা ওই ভিডিওতে স্পষ্ট হল। এই ছবিতে জিৎকে বিপ্লবী অনন্ত সিংয়ের লুকে ফুটিয়ে তোলার দায়িত্বে আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর উপর। জিৎ-এর কপালে রক্ততিলক এঁকে তিনি যেন এক বিপ্লবের সূচনা করলেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jeet (@jeet30)