শিশুরা মাঝে মধ্যেই পেটের ব্যথার অভিযোগ করে। বেশিরভাগ ক্ষেত্রে তা হজমের গোলমাল, গ্যাস বা হালকা সংক্রমণের কারণে হয়। যা কয়েকদিনে সেরেও যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সব পেটের ব্যথা অবহেলা করার মতো নয়। কিছু কিছু ক্ষেত্রে এই ব্যথা বড় ধরনের স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে। সেক্ষেত্রে সন্তানের পেটব্যথা যদি দীর্ঘস্থায়ী হয়, শিশুর রাতে ঘুম ভাঙিয়ে দেয় বা রাতে যন্ত্রণায় ছটফট করে তাহলে সতর্ক হওয়া জরুরি। কোন কোন লক্ষণ দেখলে ভুলেও অবহেলা করবেন না, জেনে নিন-
১. দীর্ঘ বা তীব্র ব্যথাঃ কয়েকদিন ধরে যদি শিশুর পেট ব্যথা হয়, বিশেষত যদি কোনও নির্দিষ্ট জায়গায় স্থায়ী হয় কিংবা কয়েক দিন পরপরই ব্যথা ঘুরেফিরে আসে উপেক্ষা করা উচিত নয়। যদি ব্যথাটি সাধারণ অস্বস্তির পরিবর্তে এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তবে সেটি প্রদাহ বা সংক্রামক সমস্যার ইঙ্গিত হতে পারে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসার প্রয়োজন।
আরও পড়ুনঃ শেয়াল থেকে মানুষের পায়ুতে ছড়াচ্ছে ৫০ - ৬০ ফুট লম্বা মাংসখেকো কৃমি! ভয়ে কাঁপছে ইউরোপ
২. সতর্কতা অবলম্বন করুনঃ যদি পেট ব্যথার সঙ্গে শিশুর জ্বর, বারবার বমি বিশেষ করে সবুজ বা রক্তাক্ত, ডায়রিয়া, মলে রক্ত, পেট ফুলে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, অথবা খিদে কম থাকা, গাঢ় রঙের প্রস্রাব বের হওয়া থাকে তাহলে জরুরি চিকিৎসা নেওয়া উচিত। পেট বা অন্ত্রে প্রভাব ফেলে এমন কোনও সমস্যার ইঙ্গিত দিতে পারে।
৩. পেটের কোনও সমস্যায় ব্যথা হতে পারেঃ কখনও কখনও, শিশুরা কোনও শারীরিক কারণ ছাড়াই পেট ব্যথার অভিযোগ করে। যদি তাদের আর কোনও সমস্যা, জ্বর বা বমি না থাকে এবং রাতভর ঠিকঠাক ঘুম হয় তাহলে পেটের কোনও সমস্যায় ব্যথা হতে পারে। যা অনেক সময়ে মানসিক চাপ, আইবিএসের মতো অবস্থার সঙ্গে যুক্ত।

৪. তীব্র বনাম দীর্ঘস্থায়ী ব্যথাঃ তীব্র ব্যথা হঠাৎ করে আসে এবং সংক্রমণ, অ্যাপেন্ডিসাইটিস, কোলেসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, কোলাইটিস বা কিডনিতে পাথরের কারণে হতে পারে। দীর্ঘস্থায়ী পেট ব্যথা, যা সপ্তাহ বা মাস ধরে ঘুরে ফিরে হতে থাকে। খাবারে অ্যালার্জি, রিফ্লাক্স, সিলিয়াক রোগ, অথবা আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনের রোগের মতো প্রদাহজনক অন্ত্রের অবস্থার কারণে হতে পারে।
আরও পড়ুনঃ ৩ না ৪ নাকি পাঁচ, দিনে কতবার খেলে আজীবন থাকবেন সুস্থ? বিশেষজ্ঞদের উত্তর জানলে চমকে যাবেন
৫. কৃমির উপদ্রবঃ অনেক শিশুর বিশেষ করে যেসব এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থা ভাল নয়, সেই এলাকার শিশুদের কৃমির কারণে বারবার পেট ব্যথা হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে কৃমিনাশক ওষুধ খাওয়ালে উপকার পেতে পারেন। বছরে অন্তত একবার শিশুদের নিয়মিত কৃমির সংক্রমণ নিয়ে পরীক্ষা করাতে পারেন।
যদি উপরের কোনও লক্ষণ দু'তিন দিনের বেশি স্থায়ী হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সব পেটব্যথা ভয়ের কারণ নয়, তবে সঠিক সময়ে সতর্ক না শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে।
