আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি তেলেঙ্গানায় এক ভয়াবহ কাণ্ড। মর্মান্তিক এই ঘটনাটি তেলেঙ্গানার জগতিয়াল জেলার কালেক্টর অফিসে ঘটেছে। এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে৷ ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটপাড়ায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা গিয়েছে, এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে জোরপূর্বক অফিস চত্বর থেকে সরিয়ে দিচ্ছে অফিসেরই কিছু কর্মচারী। সূত্রে জানা গিয়েছে ব্যক্তির নাম রাজা গঙ্গারাম। তিনি মল্লাপুর মন্ডলের মুথ্যাম্পেট গ্রামের বাসিন্দা। খবর অনুযায়ী জানা গিয়েছে তিনি গত আট বছর ধরে নিজের বাড়ি পর্যন্ত একটি রাস্তা নির্মাণের আবেদন করে আসছিলেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি এর আগেও জেলা কালেক্টর সত্যপ্রসাদের কাছে অভিযোগ জমা দেন। এর উত্তরে কালেক্টর রাস্তা নির্মাণের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু বহুদিন পেরিয়ে গেলেও কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন গঙ্গারাম। তাই তিনি ফের কালেক্টর অফিসে গিয়ে জনসুনানির জায়গায় অপেক্ষা করছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গঙ্গারাম তাঁর হুইলচেয়ারে বসা অবস্থায় আছেন। তাঁর চারপাশে ভিড়। এ সময় দু’জন কর্মচারী তাঁর হুইলচেয়ারটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পিছন দিক থেকেও চাপ প্রয়োগ করেন। তাদের এমন আচরণে চেয়ারটি দুলে উঠে এদিক ওদিক হয়ে যায়। ধস্তাধস্তিতে চেয়ার প্রায় উল্টে যেতে বসে। নিজেকে রক্ষা করতে গঙ্গারাম চেয়ার আঁকড়ে ধরেন। পুরো ঘটনার সময় কালেক্টর সেই পথ দিয়ে হেঁটে গেলেও থেমে কিছু বলেননি। এই ঘটনা চোখের সামনে হতে দেখেও কোনও প্রতিবাদ করেননি তিনি। চেঁচামেচিতে আশপাশের লোকেরা ঘটনাস্থলে জড়ো হয়ে যায়৷ একজম এই দৃশ্য তাঁর মোবাইলে ধারণ করেন। ভিডিওতে গঙ্গারামের চেহারায় আতঙ্ক ও হতাশার ছাপ স্পষ্ট ছিল।

আরও পড়ুনঃ মধ্যরাতে আনচান করছিল শরীর, পা টিপে টিপে বান্ধবীর বাড়িতে ঢুকতেই যুবকের সঙ্গে যা হল, চমকে গেল গোটা গ্রাম

এহেন মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তারা পালটা গঙ্গারামের বিরুদ্ধে কথা বলেন৷ তাঁরা জানান, বারবার বলার পরেও গঙ্গারাম স্থান না ছাড়ায় কর্মীরা তাঁকে সরাতে বাধ্য হন। কিন্তু এই অমানবিক আচরণের ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার জেরে তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রী আদলুরি লক্ষ্মণ কুমার বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে গঙ্গারামের বাড়ি পর্যন্ত রাস্তা অবিলম্বে নির্মাণের আদেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ ভিড়ে ঠাসা ট্রেন! দম নিতে না পেরে যা হল যুবতীর, জানলে চমকে উঠবেন আপনিও

এদিকে মহারাষ্ট্রের নাগপুরে আরও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷  একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে এক ব্যক্তি তাঁর বাবাকে বেধড়ক মারধর করছেন। ঘটনাটি ঘটেছে শান্তি নগরে, পরিবারের সদস্যদের সামনেই। যদিও ভুক্তভোগী কোনও অভিযোগ দায়ের করেননি বলে খবর। পুলিশ ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করে খুঁজে বের করে। পরবর্তীতে ঘটনাটি পারিবারিক দ্বন্দ্বজনিত বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ নাগপুরে মর্মান্তিক দৃশ্য! ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু, অসহায় স্বামী মোটরবাইকে বেঁধে নিয়ে গেলেন স্ত্রীর মরদেহ