আজকাল ওয়েবডেস্ক: এবার ভারতে হতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। আর মহিলাদের বিশ্বকাপ মানেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দাপট। ভারত একবারও বিশ্বকাপ জিততে পারেনি। দু’বার ফাইনালে উঠে হারতে হয়েছে। চলতি বছরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের গর্জন, ‘‌এবার সব বাধা ভেঙে দেব।’‌

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং ও মিতালি রাজ। মহিলাদের ভারতীয় দলকে উৎসাহ দিয়ে গেলেন যুবি। ২০১১ বিশ্বকাপের প্রসঙ্গ উত্থাপ্পন করলেন পাঞ্জাবতনয়। 

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেই বিশ্বকাপের অজানা, অকথিত গল্প হরমনপ্রীতদের শোনান যুবি।  যুবরাজ শোনান শচীন তেণ্ডুলকর ও কোচ গ্যারি কার্স্টেন কীভাবে ভারতীয় দলকে উৎসাহ জুগিয়েছিলেন। 

আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে রোহিত ও বিরাটকে?‌ জেনে নিন ইংল্যান্ড সফরের আগে কী বলে গিয়েছিলেন গম্ভীর

সেবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ঘরের মাঠে। বেঙ্গালুরুতে ভারত ও ইংল্যান্ডের ম্যাচ টাই হয়েছিল। ৩৩৩ রান করেও সেই ম্যাচ জিততে পারেনি ভারত। 

দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল ধোনির ভারতকে। শেষ ওভার করতে গিয়েছিলেন আশিস নেহরা। তিনি থামিয়ে রাখতে পারেননি প্রোটিয়া ব্রিগেডকে। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে যুবি বলেন, ''আমরা সেই সময়ে কী মনে করছিলাম, সেই ব্যাপারে বলি। সেবার পর্যন্ত কোনও দেশ ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ জিততে পারেনি। শচীন তেণ্ডুলকর ও কোচ গ্যারি কার্স্টেন আমাদের বলেছিলেন, টুর্নামেন্ট জিততে হলে এবার থেকে আমাদের এই জিনিসগুলো মেনে চলতে হবে। কেউ টিভি দেখতে পারবে না, খবরের কাগজ কেউ পড়বে না, মাঠে নামলে হেডফোন পরে নেবে। মাঠ থেকে নিজের ঘরে যাওয়ার সময়েও হোড ফোন পরেই থাকবে। চতুর্দিকের শব্দ যাতে কানে না ঢোকে সেই দিকে নজর দাও।'' 

তার পরের ঘটনা ইতিহাস। তিরাশির পরে ভারত আবার বিশ্বকাপ জিতেছিল। এবার ঘরের মাঠে। ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ওয়াংখেড়েতে। নুয়ান কুলশেখরার বলে ধোনির সেই বিশাল ছক্কা। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওই ছক্কা আইকনিক হয়ে আছে।  

৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। অর্থাৎ আর মাত্র ৫০ দিন বাকি। সোমবার মুম্বইয়ে সুদৃশ্য ট্রফি উন্মোচন করা হল। উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া প্রমুখ। ছিলেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, মিতালি রাজ। বর্তমান ভারতীয় দলের মধ্যে ছিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ। 

হরমনপ্রীত বলেন, ‘‌দেশবাসীরা এতদিন অপেক্ষা করেছে। আমরা এবার সব বাধা ভেঙে দিতে চাই। বিশ্বকাপ সবসময় স্পেশাল, দেশের জন্য সবসময় সেরাটা দিতে চেয়েছি। যখনই আমি যুবি ভাইয়াকে (যুবরাজ সিং) দেখি, ততবার বাড়তি শক্তি পাই।’‌ ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। যে প্রসঙ্গে তিনি বলেন, ‘‌অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সবসময় কঠিন। তাতে বোঝা যায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই ধরনের সিরিজ আত্মবিশ্বাস দেয়। আমরা অনুশীলনেও প্রচুর পরিশ্রম করছি।’‌  

আরও পড়ুন: চোট সারিয়ে এশিয়া কাপে খেলতে পারবেন সুর্য, হার্দিকরা?‌ এল বড় আপডেট