আজকাল ওয়েবডেস্ক: একেই বোধহয় বলে সাক্ষাৎ যমরাজের দুয়ার থেকে কোনওক্রমে রক্ষা! বুনো হাতি বিষনজরে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্যক্ত। ঘটনাটি কর্নাটকের বান্দিপুর টাইগার রিজার্ভের। ভাইরাল ভিডিও দেখলে হাড়-হিম হতে বাধ্য।
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, বান্দিপুর টাইগার রিজার্ভের মধ্যেকার রাস্তার মাঝে একটি বুনে হাতি দাঁড়়িয়ে রয়েছে। তার পাশ দিয়ে এগিয়ে চবেছে গাড়ি, বাইক। আচমকা রাস্তার পাশের ঝোপ থেকে একটি লোক বেরিয়ে আসছে দেখেই দৌড় দিল হাতিটি। লোকটি পালানোর চেষ্টা করলে হাতিটিও গতি বাড়ায়। হাতির তাড়া খেয়ে লোকটি হাঁপিয়ে গিয়ে রাস্তায় পড়ে যান!
এরপর নাছোড় হাতিটি লোকটির শরীরের উপর একটি পা তুলে দেয়। উপস্থিত সকলে থকন প্রমাদ গুনছেন। এই বোধহয় সব শেষ। কিন্তু, ঠিক তখনই নয়া মোড়। হাতিটি হটাৎই সব ফেলে বনের দিকে দৌড় লাগায়। হাতির পায়ে পিষে মরার হাত থেকে রক্ষা পান লোকটি।
তবে, হাতির যৎসামান্য আক্রমণেই জখম হয়েছেন লোকটি। এরপর তাঁকে অ্যাম্বুলান্সে চাপিয়ে হাসপাতালে নিয়েও যাও হয়। ততক্ষণে টাইগার রিজার্ভের মধ্যেকার রাস্তায় বহু গাড়ি, মানুষের ভিড় জমে গিয়েছে।
Risking your life for a selfie isn’t worth it.
— Gautam (@gautyou)
A Kerala tourist in Bandipur learned the hard way after stepping out of his vehicle for a photo, only to be charged and trampled by a wild elephant.
Lucky to survive. ???????????? #WildlifeSafety #Bandipur pic.twitter.com/1LJ3gYtGgzTweet by @gautyou
এটা বান্দিপুর অঞ্চলে কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কর্নাটকের বান্দিপুর টাইগার রিজার্ভের এই রাস্তা প্রধান বন্যপ্রাণী করিডোর এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। মানুষ-হাতির মুখোমুখি হওয়ার বেশ কয়েকটি ঘটনা এখানে ঘটেছে, যার মধ্যে কয়েকটিতে মৃত্যুও হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে, চামরাজনগর জেলার জাতীয় উদ্যানে একটি হাতি দুই পর্যটককে তাড়া করে। হাতির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করার পর হাতিটি তাদের তাড়া করে। তবে কেরলাগামী সেই দু'জন অক্ষত অবস্থায় পালিয়ে বেঁচেছিল।
২০২৩ সালের ডিসেম্বরে, টাইগার রিজার্ভের কুন্ডাকেরে রেঞ্জে একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। সেবার বাঘের আক্রমণে মানুষের প্রাণ গিয়েছিল। এক মাসের মধ্যে বান্দিপুরে বাঘের আক্রমণে এটা ছিল তৃতীয় মৃত্যু।
আরও পড়ুন- জের চালেই ঘোর ফ্যাসাদে বিজেপি? বিহারের উপ-মুখ্যমন্ত্রীকে নোটিশ ধরাল নির্বাচন কমিশন! ...
